মোরেনা, 12 জানুয়ারি : মধ্যপ্রদেশের মোরেনা জেলায় বিষমদ পান করে মৃত্যু হল 11 জনের ৷ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও 12 জন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
মৃতদের মধ্যে সাতজন চেহরা মানপুর ও একজন পেহওয়ালি গ্রামের বাসিন্দা ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ অসুস্থ অবস্থায় ছ'জনকে স্থানীয় হাসাতালে ভরতি করে তারা ৷ অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
আরও পড়ুন : কৃষি আইন সংক্রান্ত মামলায় আজ নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
2020 সালেও বিষমদ পান করে মৃত্যু হয়েছিল মধ্যপ্রদেশে । অক্টোবরে উজ্জয়ীন জেলায় বিষমদে মৃত্যু হয় 16 জনের ৷