ETV Bharat / bharat

Rajasthan Accident: 80 ফুট গভীর খাদে পড়ল পুণ্যার্থী-বোঝাই ট্রাক্টর ট্রলি, রাজস্থানে মৃত কমপক্ষে 9 - মনসা মন্দিরে পুজো

রাজস্থানের ঝুনঝুনুতে পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই বহু তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত আরও 22 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Etv Bharat
মৃত্যু 9 তীর্থযাত্রীর
author img

By

Published : May 29, 2023, 10:37 PM IST

ঝুনঝুনু (রাজস্থান), 29 মে: সোমবার দেশের দুই প্রান্তে দুই মর্মান্তিক পথদুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কর্ণাটকের পর এবার রাজস্থানের ঝুনঝুনুতে পথদুর্ঘটনায় 9 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ এদিন সকাল ছ'টা নাগাদ তীর্থযাত্রী ভর্তি একটি ট্রাক্টর-ট্রলি পাহাড় থেকে প্রায় 80 ফুট গভীর খাদে পড়ে যায়। যার জেরে ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও 22 জন।

জানা গিয়েছে, উদয়পুরবাটি এলাকায় একটি মনসা মন্দিরে পুজো দিয়ে দর্শন করে ফিরছিলেন এই তীর্থযাত্রীরা। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন ৷ পুলিশকেও খবর দেয়। পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 80 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ ঝুনঝুনুর অতিরিক্ত পুলিশ সুপার তেজপাল সিং জানিয়েছেন, আহত তীর্থযাত্রীদের উদয়পুরবাটি, ঝুনঝুনু এবং সিকার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, জেলা কালেক্টর খুশল যাদব এবং পুলিশ সুপার মৃদুল কাছাওয়াও দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুরবাটি হাসপাতালে পৌঁছেন।

উদয়পুরবাটি-সহ অন্যান্য হাসপাতালের বাইরে ভিড় জমায় সাধারণ মানুষ। ঘটনার পরই আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে আসতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষরাও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশির ভাগই মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে ৷ মনসা মাতার মন্দির সংলগ্ন একটি মন্দিরে নতুন করে দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেকারণে, গত 24 মে থেকে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সোমবার মন্দিরে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ অন্ন ভাণ্ডারা ছিল ৷ যার জেরে, আশপাশের গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ এদিন জড়ো হয়েছিলেন মন্দিরে ৷

আরও পড়ুন: 21 বার ছুরিকাঘাত, পাথর দিয়ে থ্যাঁতলানো হল মুখ; প্রকাশ্যে প্রেমিকাকে খুনের ঘটনায় দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত

অন্যদিকে, এদিন কর্ণাটকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু-সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার আকস্মিকতায় রীতিমতো স্তব্ধ সংবেদনশীল মানুষ ৷ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে, আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার ৷

ঝুনঝুনু (রাজস্থান), 29 মে: সোমবার দেশের দুই প্রান্তে দুই মর্মান্তিক পথদুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কর্ণাটকের পর এবার রাজস্থানের ঝুনঝুনুতে পথদুর্ঘটনায় 9 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ এদিন সকাল ছ'টা নাগাদ তীর্থযাত্রী ভর্তি একটি ট্রাক্টর-ট্রলি পাহাড় থেকে প্রায় 80 ফুট গভীর খাদে পড়ে যায়। যার জেরে ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও 22 জন।

জানা গিয়েছে, উদয়পুরবাটি এলাকায় একটি মনসা মন্দিরে পুজো দিয়ে দর্শন করে ফিরছিলেন এই তীর্থযাত্রীরা। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন ৷ পুলিশকেও খবর দেয়। পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 80 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ ঝুনঝুনুর অতিরিক্ত পুলিশ সুপার তেজপাল সিং জানিয়েছেন, আহত তীর্থযাত্রীদের উদয়পুরবাটি, ঝুনঝুনু এবং সিকার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, জেলা কালেক্টর খুশল যাদব এবং পুলিশ সুপার মৃদুল কাছাওয়াও দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুরবাটি হাসপাতালে পৌঁছেন।

উদয়পুরবাটি-সহ অন্যান্য হাসপাতালের বাইরে ভিড় জমায় সাধারণ মানুষ। ঘটনার পরই আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে আসতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষরাও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশির ভাগই মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে ৷ মনসা মাতার মন্দির সংলগ্ন একটি মন্দিরে নতুন করে দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেকারণে, গত 24 মে থেকে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সোমবার মন্দিরে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ অন্ন ভাণ্ডারা ছিল ৷ যার জেরে, আশপাশের গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ এদিন জড়ো হয়েছিলেন মন্দিরে ৷

আরও পড়ুন: 21 বার ছুরিকাঘাত, পাথর দিয়ে থ্যাঁতলানো হল মুখ; প্রকাশ্যে প্রেমিকাকে খুনের ঘটনায় দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত

অন্যদিকে, এদিন কর্ণাটকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু-সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার আকস্মিকতায় রীতিমতো স্তব্ধ সংবেদনশীল মানুষ ৷ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে, আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.