ETV Bharat / bharat

81st Mann ki Baat : দেশে ফিরছেন মোদি, মনের কথা শোনাবেন যথাসময়েই - 81 Mann ki Baat

আমেরিকা সফর শেষ ৷ দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আজ দেশবাসীর সঙ্গে তাঁর মনের কথা ভাগ নেওয়ার দিন ৷ তাই সকাল এগারোটায় অল ইন্ডিয়া রেডিয়ো, ডিডি বা নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ দেখতে ভুলবেন না যেন !

81তম মন কি বাত
81তম মন কি বাত
author img

By

Published : Sep 26, 2021, 7:45 AM IST

Updated : Sep 26, 2021, 7:53 AM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : আজই তিনি দেশে ফিরছেন ৷ আর আজই সেপ্টেম্বর মাসের শেষ রবিবার ৷ অর্থাৎ তাঁর মনের কথা দেশবাসীকে শোনানোর দিন ৷ আমেরিকায় ব্যস্ত সফরের মাঝেও ভুলে যাননি সে কথা ৷ সকাল এগারোটায় মন কি বাত-এ শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ ৷

পিএমও ইন্ডিয়ায় (PMO India) একটি টুইট করে নির্ধারিত সময়ে 'মন কি বাত' হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেখানে তিনি লিখেছেন, "আগামীকাল সকাল 11টায় শুনুন মন কি বাত ৷" তাঁর হাসিমুখের একটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ অল ইন্ডিয়া রেডিয়ো (All India Radio) , ডিডি (DD) এবং নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপে (Narendra Modi Mobile App) শোনা যাবে এই অনুষ্ঠান৷ আকাশবাণী (Akashwani) প্রথমে হিন্দিতে 'মন কি বাত' শোনানোর পর আঞ্চলিক ভাষায় সম্প্রচার করবে এই অনুষ্ঠান ৷

আরও পড়ুন : Narendra Modi : হকির সাফল্যে খুশি হতেন ধ্যানচাঁদ, মন কি বাত-এ বললেন মোদি

আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎকার, প্রথম কোয়াড শীর্ষবৈঠকে সরাসরি অংশগ্রহণ, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক, সর্বোপরি রাষ্ট্রসংঘে তাঁর বক্তৃতা, সব মিলিয়ে বহুদিন পর 22-25 সেপ্টেম্বরের এই বিদেশ সফর বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে ৷ তাও বাদ গেল না তাঁর 'মন কি বাত' ৷

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : আজই তিনি দেশে ফিরছেন ৷ আর আজই সেপ্টেম্বর মাসের শেষ রবিবার ৷ অর্থাৎ তাঁর মনের কথা দেশবাসীকে শোনানোর দিন ৷ আমেরিকায় ব্যস্ত সফরের মাঝেও ভুলে যাননি সে কথা ৷ সকাল এগারোটায় মন কি বাত-এ শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ ৷

পিএমও ইন্ডিয়ায় (PMO India) একটি টুইট করে নির্ধারিত সময়ে 'মন কি বাত' হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেখানে তিনি লিখেছেন, "আগামীকাল সকাল 11টায় শুনুন মন কি বাত ৷" তাঁর হাসিমুখের একটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ অল ইন্ডিয়া রেডিয়ো (All India Radio) , ডিডি (DD) এবং নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপে (Narendra Modi Mobile App) শোনা যাবে এই অনুষ্ঠান৷ আকাশবাণী (Akashwani) প্রথমে হিন্দিতে 'মন কি বাত' শোনানোর পর আঞ্চলিক ভাষায় সম্প্রচার করবে এই অনুষ্ঠান ৷

আরও পড়ুন : Narendra Modi : হকির সাফল্যে খুশি হতেন ধ্যানচাঁদ, মন কি বাত-এ বললেন মোদি

আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎকার, প্রথম কোয়াড শীর্ষবৈঠকে সরাসরি অংশগ্রহণ, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক, সর্বোপরি রাষ্ট্রসংঘে তাঁর বক্তৃতা, সব মিলিয়ে বহুদিন পর 22-25 সেপ্টেম্বরের এই বিদেশ সফর বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে ৷ তাও বাদ গেল না তাঁর 'মন কি বাত' ৷

Last Updated : Sep 26, 2021, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.