নয়াদিল্লি, 27 অগস্ট: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সফল চন্দ্র অভিযানে অনেক মহিলা বিজ্ঞানীর অংশগ্রহণকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এর 104 তম পর্বে ভাষণ দেওয়ার সময় নারীশক্তির জয়গান শোনা গেল তাঁর মুখে ৷
চন্দ্রযান-3-এর সাফল্যের সঙ্গে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত ৷ এই ঐতিহাসিক ঘটনার পর প্রথম 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রীর মুখে যে এই প্রসঙ্গ আসবে, তা প্রত্যাশিতই ছিল ৷ এ দিন তিনি বলেন, নারী শক্তি যে শক্তিশালী হয়েছে তা ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছে চন্দ্রযান-3-এর সাফল্যে ৷ এই অভিযানের সঙ্গে জড়িত ছিলেন অনেক মহিলা বিজ্ঞানী ৷
বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এ দিন বলেন যে, বিজ্ঞান ও ব্যাকরণের জন্য পরিচিত সংস্কৃত এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রাচীন এই ভাষা প্রচারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি । মোদি বলেন, দেশে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে এবং দেশপ্রেমের চেতনা অনেক বর্ধিত হয়েছে ৷
আরও পড়ুন: 'টেন্ডার ছাড়াই চাঁদে ফ্ল্যাট তৈরি করবেন আদানি', এক তিরে মোদি-গৌতমকে কটাক্ষ মহুয়ার
জাতির বৈচিত্র্য অন্বেষণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে, প্রধানমন্ত্রী মোদি পর্যটনকে উত্সাহিত করার সঙ্গে জড়িত সকলের প্রশংসা করেছেন ৷ আজ বেলা 11টায় প্রধানমন্ত্রীর মাসিক রেডিয়ো অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় । এর আগে, সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন যে, তিনি সর্বদা ভারত জুড়ে অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রাকে হাইলাইট করার মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন তাঁর এই অনুষ্ঠানকে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিগনেচার অনুষ্ঠান 'মন কি বাত' 2014 সালের 3 অক্টোবর শুরু হয়েছিল এবং এর শততম পর্বটি এই বছরের 30 এপ্রিল সম্প্রচারিত হয় । সমাজের সমস্ত অংশকে প্রভাবিত করার লক্ষ্যে এবং মোদি জাতির জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন, তা পূরণে অবদান রাখতে অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী মাসিক রেডিয়ো অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৷