হায়দরাবাদ, 29 অগস্ট : আজ টোকিয়ো প্যারালিম্পিকসে রুপো জিতেছেন ভাবিনাবেন প্যাটেল ৷ তাঁর এই ঐতিহাসিক জয় তাৎপর্যপূর্ণ, 80 তম মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও আজ জাতীয় ক্রীড়া দিবস ৷ ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ফি বছর 29 অগস্ট দিনটি পালিত হয়। অন্যদিকে বহু বছর পর এবছরই পদক জিতেছে ভারতীয় হকি দল ৷ এই সাফল্যই কিংবদন্তি ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ বললেন প্রধানমন্ত্রী ৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, এবছর প্রায় 40 বছর পর আমরা অলিম্পিক্সে হকিতে পদক জিতেছি। আপনারা অনুমান করতে পারছেন, আজ মেজর ধ্য়ানচাঁদ থাকলে কী খুশিটাই না হতেন। আজ আমরা যুবসমাজের মধ্যে খেলাধুলোর প্রতি ভালোবাসা দেখছি। খেলার প্রতি এই আবেগের মাধ্যমেই মেজর ধ্যান চাঁদকে সবেথেকে বেশি শ্রদ্ধা জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, এই সময়টাকে থামতে দিলে চলবে না। গ্রাম, শহরে খেলাধুলোর যেসব মাঠ রয়েছে, তা সবসময় ভর্তি থাকতে হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমেই ভারত খেলার জগতে একটা উচ্চতায় পৌঁছতে পারবে।
আগামিকাল জন্মাষ্টমী ৷ এদিন মন কি বাতে সে কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি ৷ এছাড়াও করোনাকালে স্বচ্ছ ভারত অভিযানের গতি কমায় আক্ষেপ করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, আমার মনে হয়, আমাদের স্বচ্ছ ভারতের লক্ষ্যের কথা ভুললে চলবে না ৷
আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : ফাইনালে হার, তবু প্যারালিম্পিকসে ইতিহাস গড়ে দেশের জন্য রুপো আনলেন ভাবিনা