ETV Bharat / bharat

CBI Summons Manish Sisodia: আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে ফের তলব সিবিআইয়ের - অরবিন্দ কেজরিওয়াল

ব্যবসায়ীদের একাংশকে সুবিধা পাইয়ে দিতে দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) তৈরি হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে তদন্ত করছে সিবিআই (CBI) ৷ সেই তদন্তের জন্য আগামিকাল, রবিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ডেকেছে সিবিআই ৷ এর আগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এই মামলায় ৷

CBI Summons Manish Sisodia
CBI Summons Manish Sisodia
author img

By

Published : Feb 18, 2023, 3:10 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: সিবিআই রবিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Delhi Deputy CM Manish Sisodia) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ৷ দিল্লি আবগারি নীতি নিয়ে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে ৷ এই মামলায় আগেই চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ সেই চার্জশিট পেশের পর প্রায় তিনমাস কেটে গিয়েছে ৷ তার পর আবার সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই ৷ আগের চার্জশিটে অবশ্য সিসোদিয়ার নাম ছিল না ৷ তিনি ও অন্য কয়েকজন সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়ার জন্য চার্জশিটে সিসোদিয়ার নাম ছিল না বলে সিবিআই সূত্রে খবর ৷

দিল্লির আম আদমি পার্টির (Aam Aadmi Party) সরকারের উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়ার হাতে আবগারি দফতরের দায়িত্বও রয়েছে ৷ অভিযোগ, 2021-22 সালের জন্য দিল্লির আবগারি নীতি তৈরি করতে গিয়ে দুর্নীতি করা হয়েছে ৷ সিবিআই তারই তদন্ত করছে ৷ সেই তদন্তে গত 17 অক্টোবর তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ডেপুটি ৷ সেদিন তাঁর বাড়ি ও ব্যাংকের লকারেও তল্লাশি করে সিবিআই ৷

এই নিয়ে টুইট করেছেন সিসোদিয়া ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "সিবিআই আগামিকাল আবার ডেকেছে । তারা (বিজেপি) আমার বিরুদ্ধে সিবিআই ও ইডি (ED)-র সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করেছে ৷ আমার বাড়িতে অভিযান চালিয়েছে ৷ ব্যাংকের লকারে তল্লাশি করেছে ৷ কিন্তু আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি ৷’’ তাঁর অভিযোগ, দিল্লির সরকার শিশুদের শিক্ষার বিষয়ে ভালো কাজ করছে বলেই কেন্দ্রীয় সরকার এভাবে হেনস্তা করছে তাঁকে ৷ তার পরও তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ৷

এই দুর্নীতিতে ইতিমধ্যে ব্যবসায়ী বিজয় নায়ার ও অভিষেক বোইনপালিকে গ্রেফতার করেছে সিবিআই ৷ গত বছরের 25 নভেম্বর সিবিআই এই মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট করেছিল ৷ সেই তালিকায় এই দু’জনের নাম ছিল ৷ পছন্দের ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার লক্ষ্যেও ওই আবগারি নীতি তৈরি করেছে দিল্লির সরকার ৷ যদিও আপের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে ৷

এছাড়াও এই মামলায় সিবিআই বুটচিবাবু গোরন্তলাকে গ্রেফতার করেছে ৷ তিনি তেলঙ্গানার বিধায়ক কে কবিতার প্রাক্তন সিএ ৷ কবিতা বিআরএস নেতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা ৷ বাবু এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন বলে অভিযোগ ৷ তিনি দক্ষিণী লবির মূল মধ্যস্থতাকারী বলে জানতে পেরেছে সিবিআই ৷ তাই এই তদন্তে সিবিআই এখন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ‘দক্ষিণী লবির’ প্রভাবের দিকে নজর দিয়েছে বলে জানাচ্ছে ৷ কারণ, ওই লবিই দিল্লির আবগারি নীতি তৈরিতে প্রভাব ফেলেছিল বলে সিবিআইয়ের অনুমান ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: সিবিআই রবিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Delhi Deputy CM Manish Sisodia) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ৷ দিল্লি আবগারি নীতি নিয়ে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে ৷ এই মামলায় আগেই চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ সেই চার্জশিট পেশের পর প্রায় তিনমাস কেটে গিয়েছে ৷ তার পর আবার সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই ৷ আগের চার্জশিটে অবশ্য সিসোদিয়ার নাম ছিল না ৷ তিনি ও অন্য কয়েকজন সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়ার জন্য চার্জশিটে সিসোদিয়ার নাম ছিল না বলে সিবিআই সূত্রে খবর ৷

দিল্লির আম আদমি পার্টির (Aam Aadmi Party) সরকারের উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়ার হাতে আবগারি দফতরের দায়িত্বও রয়েছে ৷ অভিযোগ, 2021-22 সালের জন্য দিল্লির আবগারি নীতি তৈরি করতে গিয়ে দুর্নীতি করা হয়েছে ৷ সিবিআই তারই তদন্ত করছে ৷ সেই তদন্তে গত 17 অক্টোবর তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ডেপুটি ৷ সেদিন তাঁর বাড়ি ও ব্যাংকের লকারেও তল্লাশি করে সিবিআই ৷

এই নিয়ে টুইট করেছেন সিসোদিয়া ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "সিবিআই আগামিকাল আবার ডেকেছে । তারা (বিজেপি) আমার বিরুদ্ধে সিবিআই ও ইডি (ED)-র সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করেছে ৷ আমার বাড়িতে অভিযান চালিয়েছে ৷ ব্যাংকের লকারে তল্লাশি করেছে ৷ কিন্তু আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি ৷’’ তাঁর অভিযোগ, দিল্লির সরকার শিশুদের শিক্ষার বিষয়ে ভালো কাজ করছে বলেই কেন্দ্রীয় সরকার এভাবে হেনস্তা করছে তাঁকে ৷ তার পরও তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ৷

এই দুর্নীতিতে ইতিমধ্যে ব্যবসায়ী বিজয় নায়ার ও অভিষেক বোইনপালিকে গ্রেফতার করেছে সিবিআই ৷ গত বছরের 25 নভেম্বর সিবিআই এই মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট করেছিল ৷ সেই তালিকায় এই দু’জনের নাম ছিল ৷ পছন্দের ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার লক্ষ্যেও ওই আবগারি নীতি তৈরি করেছে দিল্লির সরকার ৷ যদিও আপের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে ৷

এছাড়াও এই মামলায় সিবিআই বুটচিবাবু গোরন্তলাকে গ্রেফতার করেছে ৷ তিনি তেলঙ্গানার বিধায়ক কে কবিতার প্রাক্তন সিএ ৷ কবিতা বিআরএস নেতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা ৷ বাবু এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন বলে অভিযোগ ৷ তিনি দক্ষিণী লবির মূল মধ্যস্থতাকারী বলে জানতে পেরেছে সিবিআই ৷ তাই এই তদন্তে সিবিআই এখন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ‘দক্ষিণী লবির’ প্রভাবের দিকে নজর দিয়েছে বলে জানাচ্ছে ৷ কারণ, ওই লবিই দিল্লির আবগারি নীতি তৈরিতে প্রভাব ফেলেছিল বলে সিবিআইয়ের অনুমান ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.