ETV Bharat / bharat

Chanu Saikhom Mirabai : মণিপুরি চলচ্চিত্রে চানুর বায়োপিক, ডাব হবে অন্য ভাষাতেও - মীরাবাঈ

মণিপুরি চলচ্চিত্রে আসছে মীরাবাঈ চানুর জীবন কাহিনি ৷ এবার সকলেই দেখতে পাবেন রুপোর মেয়ের কঠিন জীবন সংগ্রাম ৷

মীরাবাই
মীরাবাই
author img

By

Published : Aug 25, 2021, 11:27 AM IST

Updated : Aug 25, 2021, 12:47 PM IST

ইম্ফল, 25 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে রৌপ্যপদক জয়ী মীরাবাঈ চানুর জীবন সিনেমা হতে চলেছে মণিপুরি ছবিতে ৷ চানুর সঙ্গে ইম্ফলের প্রযোজক সংস্থা সেউতির এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানান খ্যাতিমান নাট্যকার এবং প্রযোজনা সংস্থার চেয়ারম্যান মানবি এম এম ৷

ছবিটি ইংরেজি-সহ ভারতীয় বিভিন্ন ভাষায়ও ডাব করা হবে বলে জানা গিয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই-য়ের সঙ্গে কথা বলতে গিয়ে মানবি বলেন, "আমরা এমন মেয়ে খুঁজতে শুরু করব যিনি মীরাবাঈ চানুর চরিত্রে অভিনয়ে করতে পারেন ৷ কারণ অভিনেত্রীকে বয়স ও উচ্চতার পাশাপাশি অলিম্পিক পদকজয়ী চানুর চেহারার সঙ্গেও মিল থাকতে হবে ৷ এরপর তাঁকে চানুর জীবনধারা সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে ৷ যাতে পর্দায় দেখে মানুষ চানুকেই প্রত্যক্ষ করতে পারেন ৷ তবে শুটিং শুরু হতে এখনও কমপক্ষে ছয় মাস সময় লাগবে ৷"

প্রসঙ্গত, বারো-তেরো বছর বয়সেই কাঠের ভারী বোঝা জঙ্গল থেকে বয়ে নিয়ে আসতেন চানু ৷ যে বোঝা বইতে তাঁর বড় ভাই পর্যন্ত হিমসিম খেত তা অবলীলায় তুলে ফেলতেন তিনি ৷ বাড়ির মেয়েটির শারীরিক ক্ষমতা সম্পর্কে তখনই ধারণা হয়ে যায় ইম্ফলের পরিবারটির ৷ মীরাবাঈ চানুর (Saikhom Mirabai Chanu) প্রতিভার পরিচয় সামনে আসে তখনই ৷ এক সময়ে জঙ্গলের সেই কাঠ কুড়ানি মেয়েটিই আজ অলিম্পিকসের (Tokyo Olympics) মঞ্চে তেরঙ্গা উড়িয়েছেন ৷ ভারোত্তোলনে জিতেছেন রুপোর পদক ৷ তাঁর কঠিন জীবন সংগ্রামের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন পরিচালক ৷

আরও পড়ুন : 'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের

ইম্ফল, 25 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে রৌপ্যপদক জয়ী মীরাবাঈ চানুর জীবন সিনেমা হতে চলেছে মণিপুরি ছবিতে ৷ চানুর সঙ্গে ইম্ফলের প্রযোজক সংস্থা সেউতির এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানান খ্যাতিমান নাট্যকার এবং প্রযোজনা সংস্থার চেয়ারম্যান মানবি এম এম ৷

ছবিটি ইংরেজি-সহ ভারতীয় বিভিন্ন ভাষায়ও ডাব করা হবে বলে জানা গিয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই-য়ের সঙ্গে কথা বলতে গিয়ে মানবি বলেন, "আমরা এমন মেয়ে খুঁজতে শুরু করব যিনি মীরাবাঈ চানুর চরিত্রে অভিনয়ে করতে পারেন ৷ কারণ অভিনেত্রীকে বয়স ও উচ্চতার পাশাপাশি অলিম্পিক পদকজয়ী চানুর চেহারার সঙ্গেও মিল থাকতে হবে ৷ এরপর তাঁকে চানুর জীবনধারা সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে ৷ যাতে পর্দায় দেখে মানুষ চানুকেই প্রত্যক্ষ করতে পারেন ৷ তবে শুটিং শুরু হতে এখনও কমপক্ষে ছয় মাস সময় লাগবে ৷"

প্রসঙ্গত, বারো-তেরো বছর বয়সেই কাঠের ভারী বোঝা জঙ্গল থেকে বয়ে নিয়ে আসতেন চানু ৷ যে বোঝা বইতে তাঁর বড় ভাই পর্যন্ত হিমসিম খেত তা অবলীলায় তুলে ফেলতেন তিনি ৷ বাড়ির মেয়েটির শারীরিক ক্ষমতা সম্পর্কে তখনই ধারণা হয়ে যায় ইম্ফলের পরিবারটির ৷ মীরাবাঈ চানুর (Saikhom Mirabai Chanu) প্রতিভার পরিচয় সামনে আসে তখনই ৷ এক সময়ে জঙ্গলের সেই কাঠ কুড়ানি মেয়েটিই আজ অলিম্পিকসের (Tokyo Olympics) মঞ্চে তেরঙ্গা উড়িয়েছেন ৷ ভারোত্তোলনে জিতেছেন রুপোর পদক ৷ তাঁর কঠিন জীবন সংগ্রামের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন পরিচালক ৷

আরও পড়ুন : 'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের

Last Updated : Aug 25, 2021, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.