ETV Bharat / bharat

Manipur violence: মণিপুরের মুখ্যমন্ত্রী ও বিজেপি সভাপতিকে জরুরি তলব অমিত শাহের

Amit Shah wants update on Manipur violence: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও ওই রাজ্যে বিজেপির সভাপতি সারদা দেবীকে জরুরি তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নিজের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্য়ায় তাঁদের দেখা সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কেন জরুরি তলব, কী নিয়ে আলোচনা, তা নিয়েই চলছে জল্পনা ৷

Amit Shah-Biren
অমিত শাহ-এন বীরেন সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 7:30 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: হিংসাদীর্ণ মণিপুরের বর্তমান পরিস্থিতি এখন ঠিক কী, তা জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই কারণে তিনি নয়াদিল্লিতে তলব করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও সেখানকার বিজেপি সভাপতি সারদা দেবীকে ৷ সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, শাহী তলব পাওয়ার পর তড়িঘড়ি বৃহস্পতিবার সন্ধ্য়াতেই ওই দু’জন নয়াদিল্লিতে পৌঁছান ৷ আজই অমিত শাহের সঙ্গে তাঁদের বৈঠক হতে চলেছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হবে ওই বৈঠক ৷

গত 3 মে মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় ৷ তার পর থেকে কেটে গিয়েছে প্রায় সাড়ে তিনমাসের বেশি সময় ৷ তার পরও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয় ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির ইন্ডিয়া জোট ৷ এই নিয়ে উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীরা মণিপুরের পরিস্থিতির জন্য সেখানকার বিজেপি চালিত সরকারকেই দায়ী করেছে ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগও দাবি করা হয়েছে ৷

এদিকে সিপিএমের প্রাক্তন সাংসদ বৃন্দা কারাটের নেতৃত্বে সিপিএমের মহিলা সংগঠন মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যায় ৷ সেখান থেকে ফেরার পর তাঁরা দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ৷ রাষ্ট্রপতিকে তাঁরা একটি স্মারকলিপিও দেন মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ৷ ওই স্মারকলিপিতেই এন বীরেন সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবি তোলেন বৃন্দা কারাটরা ৷

আরও পড়ুন: দেশকে অস্থির করতে মণিপুরে হিংসা ছড়িয়েছে বিদেশি শক্তি, দাবি মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

স্বাভাবিকভাবে এন বীরেন সিং এখন চাপে রয়েছেন ৷ তাই কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে দিল্লিতে তলব করলেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তাহলে কি এবার বীরেন সিংয়ের মুখ্যমন্ত্রিত্বের উপর কোপ পড়তে চলেছে ? এই জল্পনা চলছে ৷ সূত্রের খবর, মণিপুরে কুকি সম্প্রদায় যে আলাদা প্রশাসনিক কর্তৃপক্ষ তৈরির দাবি করেছে, তা নিয়ে আলোচনা অমিত শাহ করতে পারেন বীরেন সিং ও সারদা দেবীর সঙ্গে ৷ যদিও মণিপুর সরকার ও সেখানকার নাগরিক সমাজের সদস্যরা কুকি সম্প্রদায়ের দাবির বিরোধিতা করেছেন ৷

তবে বিজেপির একটি সূত্র বলছে যে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মণিপুর নিয়ে কড়া পদক্ষেপ করার পক্ষপাতি ৷ কারণ, তারা মনে করছে, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী বছর লোকসভা ভোটের আগে এর বিরূপ প্রভাব পড়তে পারে ৷ অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে যে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এনএসসিএন-আইএম-এর সঙ্গে শান্তি চুক্তির বিষয়েও আলোচনা করতে পারেন অমিত শাহ । এনএসসিএন-আইএম তাদের প্রস্তাবিত নাগালিমে মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশের নাগা-অধ্যুষিত অঞ্চলগুলিকে এক জায়গায় করার দাবি জানিয়ে আসছে ।

এদিকে বৃহস্পতিবার সিপিআই-এর পাঁচ সদস্যের দল মণিপুরে গিয়েছে ৷ সেই দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক ডি রাজা ৷ তিনদিন তাঁরা উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে থাকবেন৷ সেখানে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন ৷ ওই প্রতিনিধি দলের দাবি, মণিপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে দেশকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী, মন্তব্য বৃন্দা কারাতের

নয়াদিল্লি, 24 অগস্ট: হিংসাদীর্ণ মণিপুরের বর্তমান পরিস্থিতি এখন ঠিক কী, তা জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই কারণে তিনি নয়াদিল্লিতে তলব করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও সেখানকার বিজেপি সভাপতি সারদা দেবীকে ৷ সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, শাহী তলব পাওয়ার পর তড়িঘড়ি বৃহস্পতিবার সন্ধ্য়াতেই ওই দু’জন নয়াদিল্লিতে পৌঁছান ৷ আজই অমিত শাহের সঙ্গে তাঁদের বৈঠক হতে চলেছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হবে ওই বৈঠক ৷

গত 3 মে মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় ৷ তার পর থেকে কেটে গিয়েছে প্রায় সাড়ে তিনমাসের বেশি সময় ৷ তার পরও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয় ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির ইন্ডিয়া জোট ৷ এই নিয়ে উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীরা মণিপুরের পরিস্থিতির জন্য সেখানকার বিজেপি চালিত সরকারকেই দায়ী করেছে ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগও দাবি করা হয়েছে ৷

এদিকে সিপিএমের প্রাক্তন সাংসদ বৃন্দা কারাটের নেতৃত্বে সিপিএমের মহিলা সংগঠন মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যায় ৷ সেখান থেকে ফেরার পর তাঁরা দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ৷ রাষ্ট্রপতিকে তাঁরা একটি স্মারকলিপিও দেন মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ৷ ওই স্মারকলিপিতেই এন বীরেন সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবি তোলেন বৃন্দা কারাটরা ৷

আরও পড়ুন: দেশকে অস্থির করতে মণিপুরে হিংসা ছড়িয়েছে বিদেশি শক্তি, দাবি মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

স্বাভাবিকভাবে এন বীরেন সিং এখন চাপে রয়েছেন ৷ তাই কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে দিল্লিতে তলব করলেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তাহলে কি এবার বীরেন সিংয়ের মুখ্যমন্ত্রিত্বের উপর কোপ পড়তে চলেছে ? এই জল্পনা চলছে ৷ সূত্রের খবর, মণিপুরে কুকি সম্প্রদায় যে আলাদা প্রশাসনিক কর্তৃপক্ষ তৈরির দাবি করেছে, তা নিয়ে আলোচনা অমিত শাহ করতে পারেন বীরেন সিং ও সারদা দেবীর সঙ্গে ৷ যদিও মণিপুর সরকার ও সেখানকার নাগরিক সমাজের সদস্যরা কুকি সম্প্রদায়ের দাবির বিরোধিতা করেছেন ৷

তবে বিজেপির একটি সূত্র বলছে যে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মণিপুর নিয়ে কড়া পদক্ষেপ করার পক্ষপাতি ৷ কারণ, তারা মনে করছে, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী বছর লোকসভা ভোটের আগে এর বিরূপ প্রভাব পড়তে পারে ৷ অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে যে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এনএসসিএন-আইএম-এর সঙ্গে শান্তি চুক্তির বিষয়েও আলোচনা করতে পারেন অমিত শাহ । এনএসসিএন-আইএম তাদের প্রস্তাবিত নাগালিমে মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশের নাগা-অধ্যুষিত অঞ্চলগুলিকে এক জায়গায় করার দাবি জানিয়ে আসছে ।

এদিকে বৃহস্পতিবার সিপিআই-এর পাঁচ সদস্যের দল মণিপুরে গিয়েছে ৷ সেই দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক ডি রাজা ৷ তিনদিন তাঁরা উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে থাকবেন৷ সেখানে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন ৷ ওই প্রতিনিধি দলের দাবি, মণিপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: মণিপুর নিয়ে দেশকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী, মন্তব্য বৃন্দা কারাতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.