নয়াদিল্লি, 31 জুলাই: মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো দেখে ক্ষুব্ধ দেশ ৷ প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল। 21 জন বিরোধী সাংসদের প্রতিনিধি দল ইতিমধ্যেই সেই রাজ্যের পরিস্থিতি দেখে এসেছেন। নির্যাতিতারা সুুবিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার এই ঘটনা গড়াল দেশের সর্বোচ্চ আদালতে ৷ ওই দুই মহিলার সঙ্গে হওয়া নির্যাতন সংক্রান্ত মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই মামলার শুনানি আজ ৷
পাশাপাশি নির্যাতিতাদের আরও একটি আবেদনের শুনানি হবে শীর্ষ আদালতে ৷ তবে সেই আবেদনের বিষয়বস্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ৷ সূত্রের খবর, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ এই মামালাটি শুনবে ৷
মে মাসের গোড়া থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য ৷ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাতকে ঘিরে উত্তপ্ত হতে থাকে মণিপুর ৷ ইতিমধ্যেই বহু মানুষের প্রাণ গিয়েছে ৷ এমনই আবহে দিন কয়েক আগে মণিপুরের দুই মহিলার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ তাতে দেখা যায়, দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। ওঠে গণধর্ষণের অভিযোগও। নড়েচড়ে বসে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ এরপর শীর্ঘ আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, মণিপুররে ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে ৷ আরও পরে মামলা দায়ের করে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পডু়ন: মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে
এর আগে যেদিন সুপ্রিম কোর্টে মণিপুরের এই দুই নির্যাতিতা সংক্রান্ত মামলার শুনানি হয় সেদিনই কড়া মনোভাব দেখিয়েছিলেন দেশর প্রধান বিচারপতি ৷ কেন্দ্র ও রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরও জানান, সরকার ব্যবস্থা না নিলে যা করার তা আদালতই করবে ৷ এমতাবস্থায় মণিপুরের নির্যাতিতাদের মামলার শুনানি অন্য রাজ্যে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্রীয় সরকার ৷