ETV Bharat / bharat

Manipur Violence: অস্ত্র নিয়ে গ্রামে হামলা, বাড়িতে অগ্নিসংযোগ, মহিলাদের গণধর্ষণ; এমনই অভিযোগ এফআইআরে

Manipur viral video of woman: অত্য়াধুনিক অস্ত্র নিয়ে মণিপুরের গ্রামে হামলা চালায় একদল লোক ৷ দুই মহিলার উপর নির্যাতন চালানোর আগে সেখানে বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং বাসিন্দাদের মারধর করা হয় ৷ এমনই অভিযোগ জানানো হয়েছে এফআইআর-এ ৷

Manipur Video
Manipur Video
author img

By

Published : Jul 21, 2023, 6:58 PM IST

Updated : Jul 21, 2023, 7:28 PM IST

ইম্ফল, 21 জুলাই: মণিপুরে দুই মহিলার উপর যৌন হেনস্তা চালানোর পর তাঁদের নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটিয়েছিল উন্মত্ত একদল লোক ৷ তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র ৷ এই জঘন্য ঘটনা ঘটানোর আগে তারা কাংপোকপি জেলার গ্রামে প্রবেশ করে ৷ সেখানে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালায় তারা ৷ বেধড়ক মারধর করা হয় সেখানকার বাসিন্দাদের ৷ কয়েকজনকে খুন করা হয় ৷ উত্তর-পূর্বের রাজ্যে দুই মহিলার উপর নির্মম অত্যাচারের ঘটনায় দায়ের করা এফআইআর-এ এমনই অভিযোগ করা হয়েছে ৷

এফআইআর-এ অভিযোগ: এফআইআর-এর একটি অনুলিপি পেয়েছে পিটিআই ৷ এফআইআর-এ দাবি করা হয়েছে যে, 4 মে বোনকে ধর্ষণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করায় একজনকে হত্যা করে উন্মত্ত জনতাদের একাংশ ৷ এরপর সবার সামনে দুজনকে নগ্ন করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।

সাইকুল থানায় এফআইআর-এ এক অভিযোগকারী বলেন, "একে রাইফেল, এসএলআর, ইনসাস এবং থ্রি নট থ্রি রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্র নিয়ে জোর করে আমাদের গ্রামে ঢোকে প্রায় 900-1000 লোক... সাইকুল থানা থেকে প্রায় 68 কিলোমিটার দক্ষিণে কাংপোকপি জেলার দ্বীপ মহকুমায় । হিংস্র জনতা সমস্ত বাড়িঘর ভাঙচুর করে এবং সমস্ত অস্থাবর সম্পত্তি লুট করে সেগুলি পুড়িয়ে দেয় ৷"

হামলাকারীরা নগদ টাকা, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, খাদ্যশস্য, আসবাবপত্র এবং গবাদি পশুর মাথা কেটে নিয়ে গিয়েছে । এফআইআর-এ দাবি করা হয়েছে যে, পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়, যাঁদের কাছের একটি জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে ।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: গত 19 জুলাই দুই মহিলার লাঞ্ছনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরদিনই এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে । অথচ প্রায় এক মাস আগে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল । 21 জুন কাংপোকপি জেলার সাইকুল থানায় অভিযোগ দায়ের করা হয় । ধর্ষিতার স্বামী যিনি কার্গিল যুদ্ধের সেনানী ছিলেন, তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ৷

মণিপুরের জনসংখ্যার প্রায় 53 শতাংশ মেইতি এবং বেশিরভাগই ইম্ফল উপত্যকায় বাস করে ৷ আর নাগা ও কুকি উপজাতির সংখ্যা 40 শতাংশ ৷ তারা বেশিরভাগই পার্বত্য জেলাগুলিতে বসবাস করে ।

ইম্ফল, 21 জুলাই: মণিপুরে দুই মহিলার উপর যৌন হেনস্তা চালানোর পর তাঁদের নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটিয়েছিল উন্মত্ত একদল লোক ৷ তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র ৷ এই জঘন্য ঘটনা ঘটানোর আগে তারা কাংপোকপি জেলার গ্রামে প্রবেশ করে ৷ সেখানে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালায় তারা ৷ বেধড়ক মারধর করা হয় সেখানকার বাসিন্দাদের ৷ কয়েকজনকে খুন করা হয় ৷ উত্তর-পূর্বের রাজ্যে দুই মহিলার উপর নির্মম অত্যাচারের ঘটনায় দায়ের করা এফআইআর-এ এমনই অভিযোগ করা হয়েছে ৷

এফআইআর-এ অভিযোগ: এফআইআর-এর একটি অনুলিপি পেয়েছে পিটিআই ৷ এফআইআর-এ দাবি করা হয়েছে যে, 4 মে বোনকে ধর্ষণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করায় একজনকে হত্যা করে উন্মত্ত জনতাদের একাংশ ৷ এরপর সবার সামনে দুজনকে নগ্ন করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।

সাইকুল থানায় এফআইআর-এ এক অভিযোগকারী বলেন, "একে রাইফেল, এসএলআর, ইনসাস এবং থ্রি নট থ্রি রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্র নিয়ে জোর করে আমাদের গ্রামে ঢোকে প্রায় 900-1000 লোক... সাইকুল থানা থেকে প্রায় 68 কিলোমিটার দক্ষিণে কাংপোকপি জেলার দ্বীপ মহকুমায় । হিংস্র জনতা সমস্ত বাড়িঘর ভাঙচুর করে এবং সমস্ত অস্থাবর সম্পত্তি লুট করে সেগুলি পুড়িয়ে দেয় ৷"

হামলাকারীরা নগদ টাকা, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, খাদ্যশস্য, আসবাবপত্র এবং গবাদি পশুর মাথা কেটে নিয়ে গিয়েছে । এফআইআর-এ দাবি করা হয়েছে যে, পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়, যাঁদের কাছের একটি জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে ।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: গত 19 জুলাই দুই মহিলার লাঞ্ছনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরদিনই এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে । অথচ প্রায় এক মাস আগে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল । 21 জুন কাংপোকপি জেলার সাইকুল থানায় অভিযোগ দায়ের করা হয় । ধর্ষিতার স্বামী যিনি কার্গিল যুদ্ধের সেনানী ছিলেন, তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ৷

মণিপুরের জনসংখ্যার প্রায় 53 শতাংশ মেইতি এবং বেশিরভাগই ইম্ফল উপত্যকায় বাস করে ৷ আর নাগা ও কুকি উপজাতির সংখ্যা 40 শতাংশ ৷ তারা বেশিরভাগই পার্বত্য জেলাগুলিতে বসবাস করে ।

Last Updated : Jul 21, 2023, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.