ETV Bharat / bharat

Manipur Violence: স্বাভাবিকের পথে মণিপুর, চলছে সেনার টহল - Manipur Returns to Normalcy

উপজাতিদের মধ্যে গোলমালের জন্য গত 3 মে অশান্ত হয়েছিল মণিপুর ৷ পরিস্থিতি সামলাতে বাড়তি সেনা নামানো হয় উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে ৷ সেনার দাবি, এখন স্বাভাবিকের পথে ওই রাজ্য ৷

Manipur Violence
Manipur Violence
author img

By

Published : May 10, 2023, 4:58 PM IST

তেজপুর (অসম), 10 মে: মণিপুরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে অসম রাইফেলসের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী একাধিক পদক্ষেপ করেছে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য়ের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে ৷ উপদ্রুত এলাকাগুলি থেকে যাঁদের উদ্ধার করা হয়েছিল, তাঁদের আবার বাড়ি ফেরানোর কাজ শুরু করা হয়েছে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, ভারতীয় সেনা ইন্দো-মায়ানমার সীমান্তে নজরদারি চালাচ্ছে ৷ নিরাপত্তার সবদিক খতিয়ে দেখা হয়েছে সেনাবাহিনীর তরফে ৷ মায়ানমার সীমান্তে নজরদারিতে ড্রোনের ব্যবহার করা হচ্ছে ৷ তাছাড়া সেখানে রাখা হয়েছে বায়ুসেনার একটি এমআই 17 ও একটি চিতা হেলিকপ্টার ৷ এছাড়া পদাতিক বাহিনীও টহল দিচ্ছে সীমান্তে ৷ মণিপুরের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মনোবল বৃদ্ধি করতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

তিনি আরও জানান, সেনাবাহিনীর তরফে স্থানীয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলা হচ্ছে ৷ স্থানীয় মানুষকে ভয় না পাওয়ার জন্য বলা হচ্ছে ৷ সেখানে মোতায়েন করা আছে সেনা ও অসম রাইফেলসের 128 কলাম ৷ 24 ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে ৷ দ্রুত মণিপুরে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে বদ্ধপরিকর সেনা ৷

Manipur Violence
মণিপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সেনা আধিকারিকরা

প্রসঙ্গত, গত 3 মে মণিপুরে প্রথম অশান্তি ছড়ায় ৷ সেখানে মেটেই উপজাতিদের তফসিলি জাতিভুক্ত করার প্রতিবাদে এক মিছিল হয় ৷ সেই মিছিলের পরই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে অশান্তি ছড়ায় বলে অভিযোগ ৷ তার পর ক্রমশ হিংসাত্মক হয়ে পরিস্থিতি ৷ অবস্থা সামাল দিতে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয় মণিপুরের রাজ্যপালের তরফে ৷ বাড়তি সেনা ও আধাসেনা মোতায়েন করা হয় ৷

মণিপুরের পরিস্থিতি অনেকেই উদ্বেগপ্রকাশ করেন ৷ এই নিয়ে একাধিকবার টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি এই নিয়ে নিশানা করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকেও ৷ কর্ণাটকের ভোট প্রচার নিয়ে ব্যস্ত না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়া, এমনও দাবি করেন তৃণমূল কংগ্রেস-সহ অন্য বিজেপি বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন: ধীরে ধীরে স্বাভাবিকের পথে মণিপুর, মোতায়েন আরও সেনা

তেজপুর (অসম), 10 মে: মণিপুরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে অসম রাইফেলসের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী একাধিক পদক্ষেপ করেছে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য়ের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে ৷ উপদ্রুত এলাকাগুলি থেকে যাঁদের উদ্ধার করা হয়েছিল, তাঁদের আবার বাড়ি ফেরানোর কাজ শুরু করা হয়েছে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, ভারতীয় সেনা ইন্দো-মায়ানমার সীমান্তে নজরদারি চালাচ্ছে ৷ নিরাপত্তার সবদিক খতিয়ে দেখা হয়েছে সেনাবাহিনীর তরফে ৷ মায়ানমার সীমান্তে নজরদারিতে ড্রোনের ব্যবহার করা হচ্ছে ৷ তাছাড়া সেখানে রাখা হয়েছে বায়ুসেনার একটি এমআই 17 ও একটি চিতা হেলিকপ্টার ৷ এছাড়া পদাতিক বাহিনীও টহল দিচ্ছে সীমান্তে ৷ মণিপুরের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মনোবল বৃদ্ধি করতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

তিনি আরও জানান, সেনাবাহিনীর তরফে স্থানীয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলা হচ্ছে ৷ স্থানীয় মানুষকে ভয় না পাওয়ার জন্য বলা হচ্ছে ৷ সেখানে মোতায়েন করা আছে সেনা ও অসম রাইফেলসের 128 কলাম ৷ 24 ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে ৷ দ্রুত মণিপুরে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে বদ্ধপরিকর সেনা ৷

Manipur Violence
মণিপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সেনা আধিকারিকরা

প্রসঙ্গত, গত 3 মে মণিপুরে প্রথম অশান্তি ছড়ায় ৷ সেখানে মেটেই উপজাতিদের তফসিলি জাতিভুক্ত করার প্রতিবাদে এক মিছিল হয় ৷ সেই মিছিলের পরই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যে অশান্তি ছড়ায় বলে অভিযোগ ৷ তার পর ক্রমশ হিংসাত্মক হয়ে পরিস্থিতি ৷ অবস্থা সামাল দিতে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয় মণিপুরের রাজ্যপালের তরফে ৷ বাড়তি সেনা ও আধাসেনা মোতায়েন করা হয় ৷

মণিপুরের পরিস্থিতি অনেকেই উদ্বেগপ্রকাশ করেন ৷ এই নিয়ে একাধিকবার টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি এই নিয়ে নিশানা করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকেও ৷ কর্ণাটকের ভোট প্রচার নিয়ে ব্যস্ত না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়া, এমনও দাবি করেন তৃণমূল কংগ্রেস-সহ অন্য বিজেপি বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন: ধীরে ধীরে স্বাভাবিকের পথে মণিপুর, মোতায়েন আরও সেনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.