ETV Bharat / bharat

Jeakson Singh: মণিপুরে শান্তি ফেরাতেই মেইটি পতাকা নিয়ে পুরস্কার মঞ্চে, দাবি সাফ জয়ী ভারতীয় ফুটবলার জিকসনের - ভারতীয় মিড ফিল্ডার জ্যাকসন সিং

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে পদক নেওয়ার সময় ভারতীয় মিড ফিল্ডার জিকসন সিংয়ের গায়ে মেটেইদের পতাকা দেখা গিয়েছে ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ পরে সোশ্যাল মিডিয়ায় জিকসন জানিয়েছেন যে মণিপুরে শান্তি ফেরানোর জন্যই তিনি ওই পতাকা সঙ্গে নিয়েছিলেন ৷

Jeakson Singh
Jeakson Singh
author img

By

Published : Jul 5, 2023, 2:32 PM IST

Updated : Jul 5, 2023, 3:02 PM IST

হায়দরাবাদ, 5 জুলাই: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিতর্ক ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন ভারতীয় মিড ফিল্ডার জিকসন সিংয়ের গায়ে একটি সাতরঙা পতাকা দেখা যায় ৷ জিকসন মণিপুরের বাসিন্দা ৷ পরে জানা যায় যে ওই পতাকা আসলে মণিপুরের মেইটি জনগোষ্ঠীর পতাকা, যা ওই জনগোষ্ঠী সাত প্রজন্ম ধরে ব্যবহার করছে ৷

প্রসঙ্গত, মেটেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত করার দাবি নিয়েই জ্বলছে মণিপুর ৷ সেখানে গত 3 মে একটি কর্মসূচি হয় ৷ তার পর থেকে হিংসাদীর্ণ হয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য ৷ স্বাভাবিকভাবে প্রতিযোগিতা জিতে জ্যাকসনের এই আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ? খেলার মাঠে তাঁর এই আচরণ কতটা সমর্থন যোগ্য, সেই প্রশ্নই উঠেছে ৷

জিকসনের বক্তব্য: কয়েক ঘণ্টা পর জিকসন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন ৷ সেখানে জানান, তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় ৷ তবে তাঁর রাজ্যে বর্তমান পরিস্থিতির দিকে নজর টানার জন্যই তিনি এই কাজ করেছেন ৷

এই নিয়ে দু’টি টুইট করেছেন জিকসন ৷ প্রথম টুইটে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘পতাকা নিয়ে উদযাপন করে আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি । আমার রাজ্য মণিপুর বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলি আমি নজরে আনতে চেয়েছিলাম ।’’ ওই টুইটে তাঁর আরও সংযোজন, ‘‘আজকের এই জয় সমস্ত ভারতীয়দের জন্য উৎসর্গ করা হল ।’’

  • Dear Fans,

    By celebrating in the flag, I did not want to hurt the sentiments of anyone. I intended to bring notice to the issues that my home state, Manipur, is facing currently.

    This win tonight is dedicated to all the Indians. pic.twitter.com/fuL8TE8dU4

    — Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে তিনি জয়ের একটি ছবিও দিয়েছেন ৷ আর পরের টুইটে তিনি লিখেছেন, তাঁর আশা মণিপুরে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে ৷ ওই টুইটেও তিনি খেলা দেখতে আসার জন্য ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

পতাকা নিয়ে বিতর্ক: এই নিয়ে অনেকেই জিকসনের সমালোচনায় সরব হয়েছেন ৷ আন্তর্জাতিক মঞ্চে একটি প্রতিযোগিতা জেতার পর যখন ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, সেই সময় কেন জিকসন এটা করলেন, সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নিয়ে জিকসনের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার আর্জি রেখেছেন এআইএফএফ-এর কাছে ৷

আরও পড়ুন: ফের গুরপ্রীতের দস্তানার কামাল, কুয়েতকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার সেরা ভারত

হায়দরাবাদ, 5 জুলাই: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিতর্ক ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন ভারতীয় মিড ফিল্ডার জিকসন সিংয়ের গায়ে একটি সাতরঙা পতাকা দেখা যায় ৷ জিকসন মণিপুরের বাসিন্দা ৷ পরে জানা যায় যে ওই পতাকা আসলে মণিপুরের মেইটি জনগোষ্ঠীর পতাকা, যা ওই জনগোষ্ঠী সাত প্রজন্ম ধরে ব্যবহার করছে ৷

প্রসঙ্গত, মেটেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত করার দাবি নিয়েই জ্বলছে মণিপুর ৷ সেখানে গত 3 মে একটি কর্মসূচি হয় ৷ তার পর থেকে হিংসাদীর্ণ হয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য ৷ স্বাভাবিকভাবে প্রতিযোগিতা জিতে জ্যাকসনের এই আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে ? খেলার মাঠে তাঁর এই আচরণ কতটা সমর্থন যোগ্য, সেই প্রশ্নই উঠেছে ৷

জিকসনের বক্তব্য: কয়েক ঘণ্টা পর জিকসন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন ৷ সেখানে জানান, তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় ৷ তবে তাঁর রাজ্যে বর্তমান পরিস্থিতির দিকে নজর টানার জন্যই তিনি এই কাজ করেছেন ৷

এই নিয়ে দু’টি টুইট করেছেন জিকসন ৷ প্রথম টুইটে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘পতাকা নিয়ে উদযাপন করে আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি । আমার রাজ্য মণিপুর বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলি আমি নজরে আনতে চেয়েছিলাম ।’’ ওই টুইটে তাঁর আরও সংযোজন, ‘‘আজকের এই জয় সমস্ত ভারতীয়দের জন্য উৎসর্গ করা হল ।’’

  • Dear Fans,

    By celebrating in the flag, I did not want to hurt the sentiments of anyone. I intended to bring notice to the issues that my home state, Manipur, is facing currently.

    This win tonight is dedicated to all the Indians. pic.twitter.com/fuL8TE8dU4

    — Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে তিনি জয়ের একটি ছবিও দিয়েছেন ৷ আর পরের টুইটে তিনি লিখেছেন, তাঁর আশা মণিপুরে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে ৷ ওই টুইটেও তিনি খেলা দেখতে আসার জন্য ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

পতাকা নিয়ে বিতর্ক: এই নিয়ে অনেকেই জিকসনের সমালোচনায় সরব হয়েছেন ৷ আন্তর্জাতিক মঞ্চে একটি প্রতিযোগিতা জেতার পর যখন ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, সেই সময় কেন জিকসন এটা করলেন, সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নিয়ে জিকসনের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার আর্জি রেখেছেন এআইএফএফ-এর কাছে ৷

আরও পড়ুন: ফের গুরপ্রীতের দস্তানার কামাল, কুয়েতকে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার সেরা ভারত

Last Updated : Jul 5, 2023, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.