ETV Bharat / bharat

Manipur Violence: ইম্ফলের বিষ্ণুপুরে সংঘর্ষে আহত 17, কারফিউ বিধি আরও কঠোর করার নির্দেশ - মণিপুরে অশান্তি

17 injured in clashes in Bishnupur: বৃহস্পতিবার মণিপুরে সংঘর্ষের জেরে 17 জন আহত হয়েছেন ৷ সেনাবাহিনী ও ব়্যাফ কাঁদানে গ্যাসের সেল ফাটানোর জেরেই 17 জন আহত হন ৷ সেখানে দু’টি জেলায় কারফিউ সংক্রান্ত শিথিলতাও প্রত্যাহার করেছে প্রশাসন ৷

Manipur Violence
Manipur Violence
author img

By

Published : Aug 3, 2023, 7:16 PM IST

ইম্ফল, 3 অগস্ট: মণিপুরে অশান্তি থামার নাম নেই ৷ বৃহস্পতিবার বিষ্ণুপুরের ইম্ফলের কাংভাই এবং ফৌগাকচাও এলাকায় সংঘর্ষ হয় ৷ সেই সংঘর্ষ থামাতে সেনাবাহিনী ও ব়্যাফ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ তাতে 17 জন আহত হয়েছেন বলে সরকারিভাবে জানা গিয়েছে ৷ অন্যদিকে পূর্ব ও পশ্চিম ইম্ফল জেলা শাসকরা নতুন করে অশান্তির আঁচ পেয়ে কারফিউ সংক্রান্ত শিথিলতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া ইম্ফল উপত্যকায় রাত্রিকালীন কারফিউ ছাড়াও দিনেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ।

বিষ্ণুপুরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা তৈরি হয় ৷ কারণ, হাজার হাজার স্থানীয় মানুষ নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে রাস্তায় নেমে পড়ে ৷ নারীদের নেতৃত্বে স্থানীয়রা সেনাবাহিনী ও ব়্যাফ কর্মীদের দ্বারা লাগানো ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ৷ তারা তুইবুং-এ সমাধিস্থলে যাওয়ার দাবি তোলে ৷ সেখান থেকেই উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি সামলাতে কাঁদানে সেল ফাটাতে হয় নিরাপত্তা বাহিনীকে ৷ তার জেরেই 17 জন আহত হন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ কিন্তু তাঁদের শারীরিক অবস্থার পরবর্তী কোনও আপডেট পাওয়া যায়নি ৷

এদিকে এই সংঘর্ষের কয়েক ঘণ্টা আগে, মণিপুরের হিংসায় নিহত কুকি-জোমি সম্প্রদায়ের লোকদের গণকবর দেওয়ার কর্মসূচি স্থগিত হয়ে যায় ৷ কারণ, বৃহস্পতিবার সকালে ওই রাজ্যের হাইকোর্ট চুরাচাঁদপুর জেলার প্রস্তাবিত সমাধিস্থলে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় । আইটিএলএফ নামে একটি শীর্ষ আদিবাসী সংস্থা বিষ্ণুপুরের কাছে চুরাচাঁদপুর জেলার হাওলাই খোপি গ্রামে 35 জনের দেহ কবর দেওয়ার কাজও স্থগিত করেছে বলে জানিয়েছে ৷

আরও পড়ুন: মণিপুরের ডিজিপি'কে তলব সুপ্রিম কোর্টের, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ

উল্লেখ্য, চলতি বছর মে মাসের 3 তারিখ থেকে জ্বলছে মণিপুর ৷ সেনা নামিয়েও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন ৷ এই নিয়ে সরব বিরোধীরা ৷ তারা এই নিয়ে কাঠগড়ায় তুলেছে সেখানকার বিজেপি শাসিত সরকার ও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷ মণিপুর নিয়ে সংসদে আলোচনার দাবিতে এখনও অনড় বিরোধীরা ৷

ইম্ফল, 3 অগস্ট: মণিপুরে অশান্তি থামার নাম নেই ৷ বৃহস্পতিবার বিষ্ণুপুরের ইম্ফলের কাংভাই এবং ফৌগাকচাও এলাকায় সংঘর্ষ হয় ৷ সেই সংঘর্ষ থামাতে সেনাবাহিনী ও ব়্যাফ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ তাতে 17 জন আহত হয়েছেন বলে সরকারিভাবে জানা গিয়েছে ৷ অন্যদিকে পূর্ব ও পশ্চিম ইম্ফল জেলা শাসকরা নতুন করে অশান্তির আঁচ পেয়ে কারফিউ সংক্রান্ত শিথিলতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া ইম্ফল উপত্যকায় রাত্রিকালীন কারফিউ ছাড়াও দিনেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ।

বিষ্ণুপুরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা তৈরি হয় ৷ কারণ, হাজার হাজার স্থানীয় মানুষ নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে রাস্তায় নেমে পড়ে ৷ নারীদের নেতৃত্বে স্থানীয়রা সেনাবাহিনী ও ব়্যাফ কর্মীদের দ্বারা লাগানো ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ৷ তারা তুইবুং-এ সমাধিস্থলে যাওয়ার দাবি তোলে ৷ সেখান থেকেই উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি সামলাতে কাঁদানে সেল ফাটাতে হয় নিরাপত্তা বাহিনীকে ৷ তার জেরেই 17 জন আহত হন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ কিন্তু তাঁদের শারীরিক অবস্থার পরবর্তী কোনও আপডেট পাওয়া যায়নি ৷

এদিকে এই সংঘর্ষের কয়েক ঘণ্টা আগে, মণিপুরের হিংসায় নিহত কুকি-জোমি সম্প্রদায়ের লোকদের গণকবর দেওয়ার কর্মসূচি স্থগিত হয়ে যায় ৷ কারণ, বৃহস্পতিবার সকালে ওই রাজ্যের হাইকোর্ট চুরাচাঁদপুর জেলার প্রস্তাবিত সমাধিস্থলে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় । আইটিএলএফ নামে একটি শীর্ষ আদিবাসী সংস্থা বিষ্ণুপুরের কাছে চুরাচাঁদপুর জেলার হাওলাই খোপি গ্রামে 35 জনের দেহ কবর দেওয়ার কাজও স্থগিত করেছে বলে জানিয়েছে ৷

আরও পড়ুন: মণিপুরের ডিজিপি'কে তলব সুপ্রিম কোর্টের, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ

উল্লেখ্য, চলতি বছর মে মাসের 3 তারিখ থেকে জ্বলছে মণিপুর ৷ সেনা নামিয়েও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন ৷ এই নিয়ে সরব বিরোধীরা ৷ তারা এই নিয়ে কাঠগড়ায় তুলেছে সেখানকার বিজেপি শাসিত সরকার ও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷ মণিপুর নিয়ে সংসদে আলোচনার দাবিতে এখনও অনড় বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.