মেঙ্গালুরু, 22 জুলাই: ভিডিয়োটা ফেব্রুয়ারি মাসের ৷ তাতে দেখা যাচ্ছে একটি ফ্ল্যাটে মিলিত হয়েছে কয়েকজন কমবেশি ছেলেমেয়ে ৷ তাদের মধ্যে দু'জন ঘনিষ্ঠ হল ৷ আর বাকিরা তাদের উৎসাহ দিল ৷ সকলেরই গায়ে ছিল কলেজের ইউনিফর্ম ৷ এই ভিডিয়ো ঘিরে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, এই ভিডিয়োয় থাকা দুই তরুণীকে নাকি পরে একাধিকবার শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে ৷ ঘটনায় 8 অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ (Mengaluru police started case against 8 accused) ৷
পকসো আইন ছাড়াও আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তথ্যপ্রযুক্তি আইনেও মামলা দায়ের করেছে পুলিশ ৷ অভিযুক্তদের সন্ধানও শুরু হয়েছে ৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার মতো ধারাতেও দায়ের হয়েছে মামলা ৷
আরও পড়ুন: বাড়িতে থাকলে ইডি-কে মুড়ি খাওয়াতেন পরেশ, রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন ফিরহাদ
প্রকাশ্যে আসা অভিযোগ যথেষ্ট গুরুতর ৷ জানা গিয়েছে, এই ভিডিয়ো প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ওই দুই তরুণীকে নাকি পরে একাধিকবার শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে ৷ একাধিকবার একাধিক জায়গায় এই নিগ্রহের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছে পুলিশ ৷
পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, তদন্তকে সঠিক পথে এগিয়ে নিয়ে গিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি কলেজ কর্তৃপক্ষেরও এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকা উচিত বলে মনে করেন তিনি ৷ তাঁর কথায়, "শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁর পড়ুয়াদের দিকে নজর দিতেই হবে ৷ এ ধরনের কোনও ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানাতেও হবে ৷" তদন্ত শুরু করে বেশ কয়েকটি সূত্র ধরে এগোচ্ছে পুলিশ ৷ নির্যাতিতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা হচ্ছে ৷ পাশাপাশি অভিযুক্তদের বিষয়ও খোঁজ-খবর শুরু করেছেন তদন্তকারীরা ৷