মেঙ্গালুরু, 24 জুন: বন্যপ্রাণ প্রজননে দেশের মধ্যে এক নম্বরে ম্যাঙ্গালুরুর পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক ৷ সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, দক্ষিণের রাজ্য কর্ণাটকের ম্য়াঙ্গালুরু পিলিকুলা বায়োলজিক্যাল পার্কে এখনও পর্যন্ত 475টি জন্তু ও পাখির প্রজনন হয়েছে ৷ মূলত বাঘ, চিতাবাঘ, কিং কোবরা, উট পাখির মতো প্রাণীদের প্রজনন করানো হয়ে থাকে এই চিড়িয়াখানায় ৷ এমনকি শিকারি অর্থাৎ, জংলি কুকুরের প্রজননও করা হয় এই বায়োলজিক্যাল পার্কে ৷ মোট 150 একর জমির উপরে অবস্থিত ম্যাঙ্গালুরুর পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক ৷
দেশের 17টি সবচেয়ে বড় চিড়ায়াখানার অন্যতম হল ম্যাঙ্গালুরুর পিলিকুলা চিড়িয়াখানা ৷ এই মুহূর্তে পিলিকুলায় 12টি বাঘ রয়েছে ৷ এখানে 15টি শাবকের জন্ম হয়েছে ৷ যার মধ্যে বেশ কয়েকটিকে চেন্নাই, রিলায়েন্স চিড়িয়াখানা ও বানেরঘাটা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ৷ হিংস্র শিকারি প্রজাতির একটি কুকুরের ‘ডল’-কে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে পিলিকুলায় নিয়ে আসা হয়েছিল ৷ সেই কুকুরটি পিলিকুলা বায়োলজিক্যাল পার্কে প্রসব করছে ৷ এই মুহূর্তে 30টিরও বেশি শিকারি কুকুরের জন্ম হয়েছে সেখানে ৷
আরও পড়ুন: বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সচেতনতার নয়া কর্মশালা আলিপুর চিড়িয়াখানায়
সম্প্রতি এখানে 180টি কিং কোবরার বাচ্চা হয়েছে ৷ এই মুহূর্তে 15টি পূর্ণ বয়স্ক কিং কোবরা পিলিকুলায় সংরক্ষণ করা হয়েছে ৷ বাকি 175টি কিং কোবরাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ও 50টির বেশি সাপ অন্যান্য চিড়িয়াখানায় পাঠিয়েছে কর্তৃপক্ষ ৷ এই ধরনের বিরল প্রজাতির বন্যপ্রাণীর সফল প্রজননের অন্যতম কারণ, এখানকার অনুকূল জলবায়ু ৷ পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক মূলত হিংস্র বন্যপ্রাণীদের সংরক্ষণ ও প্রজননের জন্যই বিখ্যাত ৷ আর অন্যান্য চিড়িয়াখানা থেকে এখানে বন্যপ্রাণী এবং পাখিদের আনা হয় মূলত প্রজননের জন্য ৷
আরও পড়ুন: হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল
ভারতের সবচেয়ে বেশি সাপ সংরক্ষিত রয়েছে পিলিকুলার এই চিড়িয়াখানায় ৷ এই চিড়িয়াখানায় প্রায় 1440টি বন্য জীবজন্তু ও পাখি রয়েছে ৷ যার মধ্যে অন্যতম, বাঘ, চিতাবাঘ, সিংহ, শিকারি কুকুর, হায়না, জ্যাকেলস, হিপ্পো, কুমির, কচ্ছপ, পাখি, উট পাখি, হরিণ, কৃষ্ণসার হরিণ, মঙ্গুস, জংলি বিড়াল, ধূসর নেকড়ে বা গ্রে-উলভসের মতো প্রাণী রয়েছে ৷ এই পিলিকুলা বায়োলজিক্যাল পার্কের ডিরেক্টর জয়প্রকাশ ভান্ডারি জানান, 120 প্রজাতির প্রাণী রয়েছে সেখানে ৷ যার মধ্যে 40টি হিংস্র প্রজাতির জন্তু ও পাখি রয়েছে ৷