ETV Bharat / bharat

Mangaluru Auto Blast: মেঙ্গালুরুতে চলন্ত অটোয় বিস্ফোরণ ! 'জঙ্গি হামলা' বললেন ডিজিপি

author img

By

Published : Nov 20, 2022, 10:53 AM IST

Updated : Nov 20, 2022, 12:56 PM IST

কর্নাটকের মেঙ্গালুরুতে রাস্তায় চলন্ত অটোরিকশায় আগুন ধরে যায় ৷ ধোঁয়া বেরতে থাকে ৷ যাত্রী ও চালক, সবাই পুড়ে গিয়েছেন ৷ এটা কি বিস্ফোরণ (Mangaluru Auto Blast is an act of Terror) ?

Terror Blast
ETV Bharat

বেঙ্গালুরু, 20 নভেম্বর: মেঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণ ! জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে 5টা নাগাদ মেঙ্গালুরুতে গারোদির কাছে একটি চলন্ত অটোয় বিস্ফোরণ হয় ৷সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় এবং গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে ৷ অটোচালক-সহ দগ্ধ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতভাবে সাধারণ বিস্ফোরণের ঘটনা মনে হলেও বাস্তবে তা নয় বলে দাবি কর্নাটকের ডিজিপির । তাঁর মতে, এটি নিছক দুর্ঘটনা নয় ৷ গুরুতর ক্ষতির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে টুইটে দাবি কর্নাটকের ডিজিপি প্রবীণ সুদের (Mangaluru autorickshaw explode is not accidental but an Act of Terror, Karnataka DGP Praveen Sood Tweeted) ৷

তিনি লেখেন, "এবার এটা নিশ্চিত ৷ বিস্ফোরণটা একেবারেই হঠাৎ দুর্ঘটনা নয় ৷ জঙ্গি হামলা, সাংঘাতিক ক্ষতির চেষ্টায় এই কাজ করা হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কর্নাটক রাজ্য পুলিশও এর গভীরে গিয়ে তদন্ত করছে ৷" জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বা এনআইএ (National Invesitgation Agency or NIA) একটি দল ৷

  • It’s confirmed now. The blast is not accidental but an ACT OF TERROR with intention to cause serious damage. Karnataka State Police is probing deep into it along with central agencies. https://t.co/lmalCyq5F3

    — DGP KARNATAKA (@DgpKarnataka) November 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঘরের ভেতরে স্ত্রী-সন্তান, 'রাগের বশে' বাড়িতে আগুন ধরালেন স্বামী

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ পুলিশ সেই ভিস্যুয়াল শেয়ার করেছেন ৷ অটোরিকশায় আগুন ধরলেও বিস্ফোরণের মাত্রা তেমন একটা ভয়ঙ্কর ছিল না, জানিয়েছেন এক আধিকারিক ৷ তিনি অবশ্য একে 'বিস্ফোরণ' বলতে রাজি নন ৷ সিটি পুলিশ কমিশনার এন শশী কুমার ঘটনাস্থলে ছুটে যান ৷ তিনি পুরো জায়গাটি ভালো করে দেখে সাংবাদিকদের জানান, অটোরিকশায় আগুন ধরে গিয়েছিল ৷ কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ তিনি গুজব না ছড়ানোর আবেদন করেছেন ৷

বেঙ্গালুরু, 20 নভেম্বর: মেঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণ ! জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে 5টা নাগাদ মেঙ্গালুরুতে গারোদির কাছে একটি চলন্ত অটোয় বিস্ফোরণ হয় ৷সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় এবং গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে ৷ অটোচালক-সহ দগ্ধ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতভাবে সাধারণ বিস্ফোরণের ঘটনা মনে হলেও বাস্তবে তা নয় বলে দাবি কর্নাটকের ডিজিপির । তাঁর মতে, এটি নিছক দুর্ঘটনা নয় ৷ গুরুতর ক্ষতির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে টুইটে দাবি কর্নাটকের ডিজিপি প্রবীণ সুদের (Mangaluru autorickshaw explode is not accidental but an Act of Terror, Karnataka DGP Praveen Sood Tweeted) ৷

তিনি লেখেন, "এবার এটা নিশ্চিত ৷ বিস্ফোরণটা একেবারেই হঠাৎ দুর্ঘটনা নয় ৷ জঙ্গি হামলা, সাংঘাতিক ক্ষতির চেষ্টায় এই কাজ করা হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কর্নাটক রাজ্য পুলিশও এর গভীরে গিয়ে তদন্ত করছে ৷" জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বা এনআইএ (National Invesitgation Agency or NIA) একটি দল ৷

  • It’s confirmed now. The blast is not accidental but an ACT OF TERROR with intention to cause serious damage. Karnataka State Police is probing deep into it along with central agencies. https://t.co/lmalCyq5F3

    — DGP KARNATAKA (@DgpKarnataka) November 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঘরের ভেতরে স্ত্রী-সন্তান, 'রাগের বশে' বাড়িতে আগুন ধরালেন স্বামী

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ পুলিশ সেই ভিস্যুয়াল শেয়ার করেছেন ৷ অটোরিকশায় আগুন ধরলেও বিস্ফোরণের মাত্রা তেমন একটা ভয়ঙ্কর ছিল না, জানিয়েছেন এক আধিকারিক ৷ তিনি অবশ্য একে 'বিস্ফোরণ' বলতে রাজি নন ৷ সিটি পুলিশ কমিশনার এন শশী কুমার ঘটনাস্থলে ছুটে যান ৷ তিনি পুরো জায়গাটি ভালো করে দেখে সাংবাদিকদের জানান, অটোরিকশায় আগুন ধরে গিয়েছিল ৷ কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ তিনি গুজব না ছড়ানোর আবেদন করেছেন ৷

Last Updated : Nov 20, 2022, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.