ETV Bharat / bharat

আছাড় মেরে পা দিয়ে পিষে মারা হল কুকুরছানাকে, গ্রেফতার অভিযুক্ত - কুকুর

Man Threw Puppy on Ground: মধ্যপ্রদেশের গুনা বর্বরতা শিকার একটি শিশু সারমেয় ৷ কুকুর ছানাকে আছাড় মেরে পা দিয়ে পিষে মারল এক ব্যক্তি ৷ গ্রেফতার অভিযুক্ত ৷

Etv Bharat
বর্বরতা শিকার শিশু সারমেয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:36 PM IST

গুনা (মধ্যপ্রদেশ) 10 ডিসেম্বর: মধ্যপ্রদেশের গুনা জেলার নৃশংস ঘটনা সামনে এসেছে ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ একটি সারমেয়র বাচ্চাকে মাটিতে আছাড় মেতে পা দিয়ে চিপে মারার ঘটনায় শিহরিত নেটপাড়া ৷ অমানবিক এই ঘটনা দেখে স্তম্ভিত বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহন ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ জানিয়েছেন নিষ্ঠুর এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একব্যক্তি কোনও এক বন্ধ দোকানের কাছে বসে রয়েছেন ৷ তিনি মোবাইলে মগ্ন ছিলেন ৷ সেই সময় দুটি পথ কুকুরের বাচ্চা তার কাছে যায় ৷ একটি বাচ্চাকে প্রথমে হাত দিয়ে সরান ৷ তারপর বাচ্চা কুকুরটি আবার আসলে তাকে শূন্যে তুলে ধরে রাস্তায় আছাড় মারেন ওই ব্যক্তি ৷ সেখানেই ক্ষান্ত থাকেন না তিনি ৷ এরপর উঠে পড়ে বাচ্চা কুকুরটির কাছে এসে তাকে পা দিয়ে পিষে মারে ৷

  • Deeply disturbed by the horrifying incident. Swift and strict action will be taken to ensure justice is served. We unequivocally condemn such acts of barbarism, and the individual responsible will face the consequences. https://t.co/yYdCyKli64

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) December 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুরো ঘটনাটির সিসিটিভি ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটপাড়া ৷ অমানবিক এমন ঘটনা দেখে মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলন তাঁরা ৷ পাশাপাশি নিরীহ-অবলা প্রাণীদের ওপর এই রকম অত্যাচারের প্রতিবাদে সরব হন সকলে ৷ এই ভিডিয়োটি বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবগত করান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি জানান, এই ভিডিয়ো ভয়ানক ৷ এই বিষয়ে কোনও সন্দেহ নেই এমন বর্বরতাময় ঘটনায় ওই ব্যক্তিকে শাস্তি পেতে হবে ৷

এরপরেই সোশাল মিডিয়ায় জবাব দেন বিদায়ী মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এই ভিডিয়ো দেখে সত্যিই খারাপ লেগেছে ৷ ন্যায়ের বিচারে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ এই ধরনের বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এই ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে ৷"এই ঘটনায় রবিবার গুনার রাধাপুর কলোনির বাসিন্দা মৃত্যুঞ্জয় যাদৌনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

1. জমি লিখে না দেওয়ায় মায়ের গলা কাটল ছেলে! কাটা মুণ্ডু-সহ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

2. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন

3. শৌচালয় অপরিষ্কার থাকায় স্কুল পড়ুয়াদের হাতে গরম তেল ঢেলে শাস্তি! বরখাস্ত 3 শিক্ষিকা

গুনা (মধ্যপ্রদেশ) 10 ডিসেম্বর: মধ্যপ্রদেশের গুনা জেলার নৃশংস ঘটনা সামনে এসেছে ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ একটি সারমেয়র বাচ্চাকে মাটিতে আছাড় মেতে পা দিয়ে চিপে মারার ঘটনায় শিহরিত নেটপাড়া ৷ অমানবিক এই ঘটনা দেখে স্তম্ভিত বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহন ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ জানিয়েছেন নিষ্ঠুর এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একব্যক্তি কোনও এক বন্ধ দোকানের কাছে বসে রয়েছেন ৷ তিনি মোবাইলে মগ্ন ছিলেন ৷ সেই সময় দুটি পথ কুকুরের বাচ্চা তার কাছে যায় ৷ একটি বাচ্চাকে প্রথমে হাত দিয়ে সরান ৷ তারপর বাচ্চা কুকুরটি আবার আসলে তাকে শূন্যে তুলে ধরে রাস্তায় আছাড় মারেন ওই ব্যক্তি ৷ সেখানেই ক্ষান্ত থাকেন না তিনি ৷ এরপর উঠে পড়ে বাচ্চা কুকুরটির কাছে এসে তাকে পা দিয়ে পিষে মারে ৷

  • Deeply disturbed by the horrifying incident. Swift and strict action will be taken to ensure justice is served. We unequivocally condemn such acts of barbarism, and the individual responsible will face the consequences. https://t.co/yYdCyKli64

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) December 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুরো ঘটনাটির সিসিটিভি ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটপাড়া ৷ অমানবিক এমন ঘটনা দেখে মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলন তাঁরা ৷ পাশাপাশি নিরীহ-অবলা প্রাণীদের ওপর এই রকম অত্যাচারের প্রতিবাদে সরব হন সকলে ৷ এই ভিডিয়োটি বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবগত করান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি জানান, এই ভিডিয়ো ভয়ানক ৷ এই বিষয়ে কোনও সন্দেহ নেই এমন বর্বরতাময় ঘটনায় ওই ব্যক্তিকে শাস্তি পেতে হবে ৷

এরপরেই সোশাল মিডিয়ায় জবাব দেন বিদায়ী মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এই ভিডিয়ো দেখে সত্যিই খারাপ লেগেছে ৷ ন্যায়ের বিচারে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ এই ধরনের বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এই ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে ৷"এই ঘটনায় রবিবার গুনার রাধাপুর কলোনির বাসিন্দা মৃত্যুঞ্জয় যাদৌনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

1. জমি লিখে না দেওয়ায় মায়ের গলা কাটল ছেলে! কাটা মুণ্ডু-সহ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

2. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন

3. শৌচালয় অপরিষ্কার থাকায় স্কুল পড়ুয়াদের হাতে গরম তেল ঢেলে শাস্তি! বরখাস্ত 3 শিক্ষিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.