ETV Bharat / bharat

Man Pours Sanitiser on Wife: স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল স্বামী ! - স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়

পারিবারিক বিবাদ থেকে ভয়ঙ্কর পদক্ষেপ স্বামীর ৷ স্ত্রীর সঙ্গে বচসা বাধে ৷ তার জেরে স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে দেয় স্বামী ৷ তারপর আগুন লাগিয়ে দেয় সে ৷ হাসপাতালে মৃত্যু হয় স্ত্রীর (Husband allegedly burnt Wife) ৷

Husband kills Wife
স্ত্রীর মৃত্যু
author img

By

Published : Mar 8, 2023, 11:20 AM IST

মেডচাল (তেলেঙ্গানা), 8 মার্চ: স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী ৷ আর তাতে পুড়ে স্ত্রীর মৃত্যু হল ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডচালে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, থিরুনাগারাই নরেন্দ্র এবং তাঁর স্ত্রী নভ্যা শ্রী দুই মেয়েকে নিয়ে মেডচাল থানা এলাকায় বাস করতেন ৷ গত মাসে পরিবারে সামান্য গোলমাল হয় ৷ এই ছোট ঝামেলা বিশাল আকার ধারণ করে ৷ 18 ফেব্রুয়ারি নরেন্দ্র স্ত্রীর উপর প্রচণ্ড রেগে গিয়ে তাঁর গায়ে স্যানিটাইজার ঢেলে দেন ৷ এরপর স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় (Husband sets fire wife after pouring sanitiser) ৷

এর মধ্যে, ঘটনাটি চারদিকে মানুষজনের চোখে পড়ে ৷ তারা নভ্যার গায়ে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে থাকে ৷ অনেক চেষ্টার পর আগুন নিভলেও স্ত্রী গুরুতর ভাবে পুড়ে যান ৷ তাঁর মেয়েরা তাঁকে প্রতিবেশীদের সাহায্যে গান্ধি হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকেরা তাঁর শুশ্রুষা শুরু করেন ৷ বিগত 20 দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলে ৷ কিন্তু নভ্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

মায়ের মৃত্যুর পর নভ্যার দুই মেয়ে মেঘানা এবং চন্দনা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে ৷ থানায় তাঁদের মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেন মেয়েরা ৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে ৷ সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দম্পতির মধ্যে হাতাহাতির দৃশ্য পাওয়া গিয়েছে ৷ স্পষ্ট দেখা যাচ্ছে, নরেন্দ্র তাঁর স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢালছেন এবং তাঁর গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন ৷ সেই সময় তাঁর মেয়েরা নরেন্দ্রকে বারে বারে আটকানোর চেষ্টা করছেন ৷ এভাবে স্যানিটাইজার ঢেলে আগুন লাগালে মা মারা যেতে পারেন, এই আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা ৷ কিন্তু নরেন্দ্র তাতে কোনও ভ্রূক্ষেপ করেনি ৷ তারই পরিণতি নভ্যার মর্মান্তিক মৃত্যু ৷ তবে ওই ফুটেজেক সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

আরও পড়ুন: অর্থ ও সন্তান কামনায় বধূকে খাওয়ানো হল মানবদেহের ছাই ! কাঠগড়ায় স্বামী-সহ আট

মেডচাল (তেলেঙ্গানা), 8 মার্চ: স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী ৷ আর তাতে পুড়ে স্ত্রীর মৃত্যু হল ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডচালে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, থিরুনাগারাই নরেন্দ্র এবং তাঁর স্ত্রী নভ্যা শ্রী দুই মেয়েকে নিয়ে মেডচাল থানা এলাকায় বাস করতেন ৷ গত মাসে পরিবারে সামান্য গোলমাল হয় ৷ এই ছোট ঝামেলা বিশাল আকার ধারণ করে ৷ 18 ফেব্রুয়ারি নরেন্দ্র স্ত্রীর উপর প্রচণ্ড রেগে গিয়ে তাঁর গায়ে স্যানিটাইজার ঢেলে দেন ৷ এরপর স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় (Husband sets fire wife after pouring sanitiser) ৷

এর মধ্যে, ঘটনাটি চারদিকে মানুষজনের চোখে পড়ে ৷ তারা নভ্যার গায়ে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে থাকে ৷ অনেক চেষ্টার পর আগুন নিভলেও স্ত্রী গুরুতর ভাবে পুড়ে যান ৷ তাঁর মেয়েরা তাঁকে প্রতিবেশীদের সাহায্যে গান্ধি হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকেরা তাঁর শুশ্রুষা শুরু করেন ৷ বিগত 20 দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলে ৷ কিন্তু নভ্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

মায়ের মৃত্যুর পর নভ্যার দুই মেয়ে মেঘানা এবং চন্দনা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে ৷ থানায় তাঁদের মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেন মেয়েরা ৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে ৷ সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দম্পতির মধ্যে হাতাহাতির দৃশ্য পাওয়া গিয়েছে ৷ স্পষ্ট দেখা যাচ্ছে, নরেন্দ্র তাঁর স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢালছেন এবং তাঁর গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন ৷ সেই সময় তাঁর মেয়েরা নরেন্দ্রকে বারে বারে আটকানোর চেষ্টা করছেন ৷ এভাবে স্যানিটাইজার ঢেলে আগুন লাগালে মা মারা যেতে পারেন, এই আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা ৷ কিন্তু নরেন্দ্র তাতে কোনও ভ্রূক্ষেপ করেনি ৷ তারই পরিণতি নভ্যার মর্মান্তিক মৃত্যু ৷ তবে ওই ফুটেজেক সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

আরও পড়ুন: অর্থ ও সন্তান কামনায় বধূকে খাওয়ানো হল মানবদেহের ছাই ! কাঠগড়ায় স্বামী-সহ আট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.