যোধপুর, 18 অক্টোবর: তৃতীয় সন্তানও মেয়ে ৷ সেই রাগে স্ত্রী ও 16 দিনের কন্যাসন্তানকে নৃশংস ভাবে হত্যা করার (Man Kills Wife-Newborn Girl) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ যোধপুরের খেদাপা জেলার ঘটনা (Jodhpur Murder)৷ পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ৷
অভিযোগ, রবিবার রাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখন গোবিন্দপুরার (Murder in Jodhpur) বাসিন্দা সুখদেব প্রথমে তাঁর স্ত্রী সীতাকে শ্বাসরোধ করে খুন করেন ৷ এরপর তাঁদের সদ্যোজাত তৃতীয় কন্যাসন্তানকেও তিনি শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ৷ সোমবার সকালে সুখদেবের বাবা কানারাম মা ও মেয়ের মৃতদেহ দেখতে পেয়ে সীতার বাবা দেবরামকে খবর দেন ৷ তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুখদেবকে গ্রেফতার করে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয় ৷
অভিযুক্ত সুখদেব পুলিশকে জানিয়েছে, দুধ না পাওয়ার কারণে তাঁর নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে (Husband murder his wife and newborn)৷ কিন্তু স্ত্রীর মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে চাইছেন না ৷ পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের ৷ ময়নাতদন্তের রিপোর্টে এটা স্পষ্ট যে, শ্বাসযন্ত্র বন্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই মহিলা ও তাঁর শিশুর ৷
আরও পড়ুন: ‘ওয়াইফ সোয়্যাপে’র অংশ না হতে চাওয়ায় স্ত্রী-কে লাগাতার নির্যাতন, বিকানেরের ঘটনায় চাঞ্চল্য
খেদাপা থানার অফিসার নেমারাম জানিয়েছেন যে, ডাংরা গ্রামের গোবিন্দপুরা গ্রামের বাসিন্দা সুখদেবের ইতিমধ্যেই দুটি কন্যা রয়েছে ৷ 16 দিন আগে তাঁর স্ত্রী সীতা হাসপাতালে তৃতীয় সন্তানের জন্ম দেন ৷ সেটিও কন্যাসন্তান । সদ্যোজাতকে বাড়িতে নিয়ে আসার পর তৃতীয় সন্তান কন্যা হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সুখদেব । আবারও কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য সীতাকে কটূক্তিও করেন তিনি ৷ এরপর রবিবার সুযোগ বুঝে তিনি স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে হত্যা করেন বলে অভিযোগ ৷