ETV Bharat / bharat

Man killed Girlfriend: কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা - হরিয়ানা

প্রেমিকাকে খুন করে টানা 9 মাস দেহ আড়াল করে রাখলেন প্রেমিক ! হরিয়ানার ঘটনায় বাংলার মেয়ে আকাঙ্ক্ষা খুনের ছায়া ! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ৷

Man killed Girlfriend and buried her body nine months ago in Haryana
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 6, 2023, 6:37 PM IST

সোনিপত, 6 এপ্রিল: প্রেমিকাকে খুন করে দেহ লোপাট ! টানা 9 মাস সেই দেহ পড়ে থাকল মাটি চাপা হয়ে ! অভিযুক্ত প্রেমিক গ্রেফতার হতেই প্রকাশ্যে এল খুনের ইতিবৃত্ত ! হরিয়ানার এই ঘটনায় পশ্চিমবঙ্গের একটি পুরনো মামলার ছায়া দেখতে পাচ্ছে পুলিশ ৷ তবে দু'টি ঘটনার মধ্যে মিল যেমন কিছু রয়েছে, তেমনই রয়েছে কিছু অমিলও ৷

গত 2 এপ্রিল সুনীল নামে এক যুবককে গ্রেফতার করে হরিয়ানার ভিওয়ানি ক্রাইম ব্রাঞ্চ ৷ সুনীলকে পাকড়াও করা হয় উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর থেকে ৷ এক তরুণীর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ ওই তরুণীর নাম মণিকা ৷ তিনি আদতে সুনীলের প্রেমিকা ৷ কিন্তু, গত 9 মাস ধরে মণিকার কোথাও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ তাঁর পরিবারের অভিযোগ ছিল, সুনীলই মণিকাকে অপহরণ করে রেখেছেন ৷ কিন্তু, গ্রেফতার হওয়ার পর সুনীল জানান, অপহরণ নয়, মণিকাকে খুন করেছেন তিনি ! তাও প্রায় 9 মাস আগে !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনীল আদতে হরিয়ানার গুমড় গ্রামের বাসিন্দা ৷ অন্যদিকে, মণিকার বাড়ি ছিল সোনিপতে ৷ মণিকা পড়াশোনায় ভালো ছিলেন ৷ তাঁর জীবনের স্বপ্ন ছিল, কানাডায় গিয়ে থাকা এবং সেখানেই নিজের কেরিয়ার গড়ে তোলা ৷ নিজের সেই স্বপ্ন সফল করেছিলেন মণিকা ৷ কিন্তু, তার আগে বেশ কিছু গুমড় গ্রামে নিজের এক আত্মীয়র সঙ্গে থাকছিলেন তিনি ৷ সেই সময়েই সুনীলের সঙ্গে তাঁর আলাপ ও প্রেম হয় ৷ পরবর্তীতে মণিকা কানাডা চলে গেলেও সুনীল তাঁর গ্রামের বাড়িতেই থেকে যান ৷

এরপর 2022 সালের জুন মাসে সুনীল মণিকাকে দেশে ফিরতে বলেন ৷ মণিকা ফেরেনও ৷ কিন্তু, সেই সময়েই একদিন মণিকা ও সুনীলের মধ্য়ে ঝগড়া হয় ৷ ধরা পড়ার পর সুনীল জানিয়েছেন, ঝগড়ার সময় মদ্যপ ছিলেন তিনি ৷ রাগের মাথায় সেই সময়েই মণিকাকে গুলি করে খুন করেন তিনি ৷ গুমড় গ্রামে একটি খামার বাড়ি রয়েছে সুনীলদের ৷ সেই বাড়িতেই 10 ফুট গর্ত খুঁড়ে তার ভিতর মণিকার দেহ ফেলে দেন সুনীল ৷ তারপর মাটি ফেলে গর্ত বুজিয়ে দেন ৷

এদিকে, মণিকার পরিবার তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানালেও প্রাথমিকভাবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ শেষে মণিকার এক আত্মীয় হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার সুবিচার চান ৷ তখন টনক নড়ে পুলিশের ৷ গত রবিবার সুনীলকে গ্রেফতার করা হয় ৷ এর ঠিক তিনদিন পর, অর্থাৎ বুধবার সুনীলদের খামার বাড়ি থেকে মণিকার দেহাবশেষ উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন নিক্কি যাদবকে, প্রেমিকের 5 দিনের পুলিশ হেফাজত

উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে একইভাবে আকাঙ্ক্ষা নামে এক তরুণীকে খুন করে দেহ লোপাট করে দিয়েছিলেন তাঁর প্রেমিক ৷ আকাঙ্ক্ষাও বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু, তাঁর সেই স্বপ্ন কোনও দিন সত্যি হয়নি ৷ তাঁর প্রেমিক তাঁকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ যার জন্য পশ্চিমবঙ্গ থেকে ভোপালে তাঁর প্রেমিকের কাছে চলে যান আকাঙ্ক্ষা ৷ কিন্তু, সেই প্রেমিকই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেন !

সোনিপত, 6 এপ্রিল: প্রেমিকাকে খুন করে দেহ লোপাট ! টানা 9 মাস সেই দেহ পড়ে থাকল মাটি চাপা হয়ে ! অভিযুক্ত প্রেমিক গ্রেফতার হতেই প্রকাশ্যে এল খুনের ইতিবৃত্ত ! হরিয়ানার এই ঘটনায় পশ্চিমবঙ্গের একটি পুরনো মামলার ছায়া দেখতে পাচ্ছে পুলিশ ৷ তবে দু'টি ঘটনার মধ্যে মিল যেমন কিছু রয়েছে, তেমনই রয়েছে কিছু অমিলও ৷

গত 2 এপ্রিল সুনীল নামে এক যুবককে গ্রেফতার করে হরিয়ানার ভিওয়ানি ক্রাইম ব্রাঞ্চ ৷ সুনীলকে পাকড়াও করা হয় উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর থেকে ৷ এক তরুণীর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ ওই তরুণীর নাম মণিকা ৷ তিনি আদতে সুনীলের প্রেমিকা ৷ কিন্তু, গত 9 মাস ধরে মণিকার কোথাও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ তাঁর পরিবারের অভিযোগ ছিল, সুনীলই মণিকাকে অপহরণ করে রেখেছেন ৷ কিন্তু, গ্রেফতার হওয়ার পর সুনীল জানান, অপহরণ নয়, মণিকাকে খুন করেছেন তিনি ! তাও প্রায় 9 মাস আগে !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনীল আদতে হরিয়ানার গুমড় গ্রামের বাসিন্দা ৷ অন্যদিকে, মণিকার বাড়ি ছিল সোনিপতে ৷ মণিকা পড়াশোনায় ভালো ছিলেন ৷ তাঁর জীবনের স্বপ্ন ছিল, কানাডায় গিয়ে থাকা এবং সেখানেই নিজের কেরিয়ার গড়ে তোলা ৷ নিজের সেই স্বপ্ন সফল করেছিলেন মণিকা ৷ কিন্তু, তার আগে বেশ কিছু গুমড় গ্রামে নিজের এক আত্মীয়র সঙ্গে থাকছিলেন তিনি ৷ সেই সময়েই সুনীলের সঙ্গে তাঁর আলাপ ও প্রেম হয় ৷ পরবর্তীতে মণিকা কানাডা চলে গেলেও সুনীল তাঁর গ্রামের বাড়িতেই থেকে যান ৷

এরপর 2022 সালের জুন মাসে সুনীল মণিকাকে দেশে ফিরতে বলেন ৷ মণিকা ফেরেনও ৷ কিন্তু, সেই সময়েই একদিন মণিকা ও সুনীলের মধ্য়ে ঝগড়া হয় ৷ ধরা পড়ার পর সুনীল জানিয়েছেন, ঝগড়ার সময় মদ্যপ ছিলেন তিনি ৷ রাগের মাথায় সেই সময়েই মণিকাকে গুলি করে খুন করেন তিনি ৷ গুমড় গ্রামে একটি খামার বাড়ি রয়েছে সুনীলদের ৷ সেই বাড়িতেই 10 ফুট গর্ত খুঁড়ে তার ভিতর মণিকার দেহ ফেলে দেন সুনীল ৷ তারপর মাটি ফেলে গর্ত বুজিয়ে দেন ৷

এদিকে, মণিকার পরিবার তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানালেও প্রাথমিকভাবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ শেষে মণিকার এক আত্মীয় হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার সুবিচার চান ৷ তখন টনক নড়ে পুলিশের ৷ গত রবিবার সুনীলকে গ্রেফতার করা হয় ৷ এর ঠিক তিনদিন পর, অর্থাৎ বুধবার সুনীলদের খামার বাড়ি থেকে মণিকার দেহাবশেষ উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন নিক্কি যাদবকে, প্রেমিকের 5 দিনের পুলিশ হেফাজত

উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে একইভাবে আকাঙ্ক্ষা নামে এক তরুণীকে খুন করে দেহ লোপাট করে দিয়েছিলেন তাঁর প্রেমিক ৷ আকাঙ্ক্ষাও বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু, তাঁর সেই স্বপ্ন কোনও দিন সত্যি হয়নি ৷ তাঁর প্রেমিক তাঁকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ যার জন্য পশ্চিমবঙ্গ থেকে ভোপালে তাঁর প্রেমিকের কাছে চলে যান আকাঙ্ক্ষা ৷ কিন্তু, সেই প্রেমিকই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.