ETV Bharat / bharat

Man Jumped from 2nd floor: পুলিশের থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ, মৃত্যু হল যুবকের - মৃত্যু

Man Jumped from 2nd floor in Bihar: পুলিশের থেকে পালিয়ে বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক যুবক ৷ ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে ৷ যদিও, তাঁর পরিবারের অভিযোগ পুলিশ বাড়িতে ঢুকে সবাইকে মারধর করেছে এবং ওই যুবককে নিচে ফেলে দিয়েছে ৷

Man Jumped from 2nd floor ETV BHARAT
Man Jumped from 2nd floor
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 2:39 PM IST

সিওয়ান (বিহার), 27 অগস্ট: বিহারের সিওয়ানে পুলিশের হাত থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক যুবক ৷ ঘটনাস্থলেই অরুণ কুমার নামে ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে সিওয়ানের মুফাসসিল থানা এলাকার তানিস্ক বিহার এলাকায় ৷ মৃত অরুণ কুমার রাঁচির বাসিন্দা ৷ রাঁচি ও মুফাসসিল থানার পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সিওয়ান সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷

অরুণ কুমার রাঁচি থেকে প্রেমিকাকে নিয়ে সিওয়ানে চলে এসেছিলেন ৷ সেখানে জামাইবাবুর বাড়িতে থাকছিলেন অরুণ কুমার এবং তাঁর প্রেমিকা ৷ জানা গিয়েছে, রাঁচি পুলিশ তাঁদের খোঁজে সিওয়ানে আসে ৷ মুফাসসিল থানার মদতে যুবকের জামাইবাবুর বাড়িতে হানা দেয় রাঁচির পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের দেখে যুবক পালাতে যান ৷ তিনি পুলিশের হাত থেকে বাঁচতে বাড়ির তিনতলায় উঠে পড়েন ৷ সেখানে পৌঁছে নিজেকে চারদিক থেকে পুলিশে ঘেরা দেখে নিচে ঝাঁপ দেন যুবক ৷ ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ পুলিশই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

যদিও, পুলিশের বিরুদ্ধে অরুণ কুমারকে হত্যার অভিযোগ তোলা হয়েছে ৷ পরিবারের সদস্য়দের অভিযোগ, পুলিশ অরুণ কুমারকে বাড়িতে ঢুকে মারধর করেছিল ৷ ধাক্কাধাক্কিতে তিনি তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যান ৷ মূলত, পুলিশের বিরুদ্ধেই তাঁকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন মৃত অরুণ কুমারের দিদি ৷ তাঁরা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন ৷ যদিও, এ নিয়ে মুফাসসিল থানার ইনচার্জ অরবিন্দ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি ৷

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ, মিলল সিসিটিভি ফুটেজ

এই ঘটনায় মৃত অরুণ কুমারের দিদির অভিযোগ করেছেন, ‘‘মুফাসসিল থানার পুলিশ আমার বোনকে পিটিয়ে মেরেছে ৷ আমাদেরও মারধর করা হয়েছে ৷ আমার ভাইকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ৷ যার কারণে তাঁর মৃত্যু হয়েছে ৷ আমরা ন্যায় বিচার চাই ৷’’

সিওয়ান (বিহার), 27 অগস্ট: বিহারের সিওয়ানে পুলিশের হাত থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক যুবক ৷ ঘটনাস্থলেই অরুণ কুমার নামে ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে সিওয়ানের মুফাসসিল থানা এলাকার তানিস্ক বিহার এলাকায় ৷ মৃত অরুণ কুমার রাঁচির বাসিন্দা ৷ রাঁচি ও মুফাসসিল থানার পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সিওয়ান সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷

অরুণ কুমার রাঁচি থেকে প্রেমিকাকে নিয়ে সিওয়ানে চলে এসেছিলেন ৷ সেখানে জামাইবাবুর বাড়িতে থাকছিলেন অরুণ কুমার এবং তাঁর প্রেমিকা ৷ জানা গিয়েছে, রাঁচি পুলিশ তাঁদের খোঁজে সিওয়ানে আসে ৷ মুফাসসিল থানার মদতে যুবকের জামাইবাবুর বাড়িতে হানা দেয় রাঁচির পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের দেখে যুবক পালাতে যান ৷ তিনি পুলিশের হাত থেকে বাঁচতে বাড়ির তিনতলায় উঠে পড়েন ৷ সেখানে পৌঁছে নিজেকে চারদিক থেকে পুলিশে ঘেরা দেখে নিচে ঝাঁপ দেন যুবক ৷ ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ পুলিশই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

যদিও, পুলিশের বিরুদ্ধে অরুণ কুমারকে হত্যার অভিযোগ তোলা হয়েছে ৷ পরিবারের সদস্য়দের অভিযোগ, পুলিশ অরুণ কুমারকে বাড়িতে ঢুকে মারধর করেছিল ৷ ধাক্কাধাক্কিতে তিনি তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যান ৷ মূলত, পুলিশের বিরুদ্ধেই তাঁকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন মৃত অরুণ কুমারের দিদি ৷ তাঁরা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন ৷ যদিও, এ নিয়ে মুফাসসিল থানার ইনচার্জ অরবিন্দ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি ৷

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ, মিলল সিসিটিভি ফুটেজ

এই ঘটনায় মৃত অরুণ কুমারের দিদির অভিযোগ করেছেন, ‘‘মুফাসসিল থানার পুলিশ আমার বোনকে পিটিয়ে মেরেছে ৷ আমাদেরও মারধর করা হয়েছে ৷ আমার ভাইকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ৷ যার কারণে তাঁর মৃত্যু হয়েছে ৷ আমরা ন্যায় বিচার চাই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.