ETV Bharat / bharat

Heavy Fine for Dalit Man: সমাজের ছক ভাঙতে ঘোড়ায় চাপিয়ে 2 বোনের বিয়ের অনুষ্ঠান, মোটা জরিমানা দলিত ব্যক্তির - বান্দোলি

সমাজের চরাচরিত নিয়মের বাইরে গিয়ে দুই বোনকে পুরুষের সমান মর্যাদা দিতে চেয়েছিলেন দাদা ৷ আর তার জন্য তাঁকে 50 হাজার টাকা জরিমানা দিতে হল ৷ দলিত হয়ে এই কাজ করায় হতে হল একঘরেও ৷ ঘটনাটি রাজস্থানের ৷

Man fined for taking sisters Bandoli on horses
ঘোড়ায় চাপিয়ে বোনদের বিয়ের অনুষ্ঠান
author img

By

Published : Apr 19, 2023, 10:39 AM IST

বাড়মের (রাজস্থান), 19 এপ্রিল: হায় রে সমাজ ! উনবিংশ শতকে দাঁড়িয়েও মধ্যযুগীয় মানসিকতার হাত থেকে রেহাই মিলছে না ৷ বোনদের ঘোড়ায় চাপিয়ে বিয়ের একটি অনুষ্ঠানে নিয়ে আসায় এক দলিত ব্যক্তিকে গুনতে হল 50 হাজার টাকা জরিমানা ৷ উপরন্তু স্থানীয় সম্প্রদায় তাঁর পরিবারকে একঘরে করে রেখেছে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায় ৷ বিয়ের অনুষ্ঠান হয়েছে ফেব্রুয়ারি মাসে । কিন্তু মঙ্গলবার ওই ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ দায়ের করার আগে পর্যন্ত বিষয়টি জানাজানি হয়নি।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শংকর রাম মেঘওয়াল ৷ মেলি গ্রামের বাসিন্দা ৷ তাঁর দুই বোন ৷ তাঁদের দু'জনেরই এই বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়। সেই সময় সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন করার জন্য শংকর তাঁর বোনদের ঘোড়ায় চাপিয়ে 'বান্দোলি'-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । প্রাক-বিবাহের এই বিশেষ আচারটি রাজস্থানের এই অংশে 'বান্দোলি' নামে জনপ্রিয় ৷ সেখানে আত্মীয়রা বিয়ের আগে কনেকে নেমতন্ন করে খাওয়ান। বিষয়টি অনেকটা আইবুড়োভাতের মতো ।

এই ছিল শংকরের অপরাধ ৷ বোনদের পুরুষদের সমান মর্যাদা দিয়েছিলেন তিনি ৷ এরপরই দলিত হয়ে এই কাজ করায় স্থানীয় সম্প্রদায় সমাজ থেকে তাঁকে বয়কট করে ৷ বান্দোলির জন্য ঘোড়ায় বোনদের নিয়ে আসা জন্য শংকরকে 50 হাজার টাকা জরিমানা করা হয় । সূত্রের খবর, শংকর গ্রামের প্রধান-সহ তাঁর নিজের স্থানীয় সম্প্রদায়ের লোকজনকে ঘটনার জন্য অভিযুক্ত করেছেন ৷ তিনি অভিযোগ করেন, তাঁকে 50 হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে । পাশাপাশি অন্য সবাইকে তাঁর ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলতে বারণ করা হয়েছে ৷

শংকর আরও জানান, তাঁর দুই বোনেরই এ বছরের 6 ফেব্রুয়ারি বিয়ে হয়েছে । বিয়ের পূর্বের আচার হিসেবে তারা তাঁর বোনদের 'বান্দোলি' বের করেছিলেন । তিনি লিঙ্গ সমতার পক্ষে বলে সিদ্ধান্ত নেন দুই বোন ঘোড়ায় চেপেই গন্তব্যে যাবেন । কিন্তু এতে অসন্তুষ্ট হয় ৷ এরপর তারা তাঁকে 50 হাজার টাকা জরিমানা করেন । গ্রামের প্রধান গ্রামবাসীদের তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে বাধা দেয় । শংকরের কথায়, "আমি এই বিষয়টি পুলিশকে জানিয়েছি ৷ তারা আমাকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ৷" সিওয়ানা থানার ইনচার্জ নাথু সিং জানান, তারা জরিমানা আরোপের ঘটনা সম্পর্কে জেনেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ৷ আইন অনুযায়ী ব্যবস্থা হবে ।

আরও পড়ুন: তিন সন্তান-সহ কুয়োয় পড়লেন মহিলা, চারজনের মৃত্যুতে ঘনীভূত রহস্য

বাড়মের (রাজস্থান), 19 এপ্রিল: হায় রে সমাজ ! উনবিংশ শতকে দাঁড়িয়েও মধ্যযুগীয় মানসিকতার হাত থেকে রেহাই মিলছে না ৷ বোনদের ঘোড়ায় চাপিয়ে বিয়ের একটি অনুষ্ঠানে নিয়ে আসায় এক দলিত ব্যক্তিকে গুনতে হল 50 হাজার টাকা জরিমানা ৷ উপরন্তু স্থানীয় সম্প্রদায় তাঁর পরিবারকে একঘরে করে রেখেছে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায় ৷ বিয়ের অনুষ্ঠান হয়েছে ফেব্রুয়ারি মাসে । কিন্তু মঙ্গলবার ওই ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ দায়ের করার আগে পর্যন্ত বিষয়টি জানাজানি হয়নি।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শংকর রাম মেঘওয়াল ৷ মেলি গ্রামের বাসিন্দা ৷ তাঁর দুই বোন ৷ তাঁদের দু'জনেরই এই বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়। সেই সময় সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন করার জন্য শংকর তাঁর বোনদের ঘোড়ায় চাপিয়ে 'বান্দোলি'-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । প্রাক-বিবাহের এই বিশেষ আচারটি রাজস্থানের এই অংশে 'বান্দোলি' নামে জনপ্রিয় ৷ সেখানে আত্মীয়রা বিয়ের আগে কনেকে নেমতন্ন করে খাওয়ান। বিষয়টি অনেকটা আইবুড়োভাতের মতো ।

এই ছিল শংকরের অপরাধ ৷ বোনদের পুরুষদের সমান মর্যাদা দিয়েছিলেন তিনি ৷ এরপরই দলিত হয়ে এই কাজ করায় স্থানীয় সম্প্রদায় সমাজ থেকে তাঁকে বয়কট করে ৷ বান্দোলির জন্য ঘোড়ায় বোনদের নিয়ে আসা জন্য শংকরকে 50 হাজার টাকা জরিমানা করা হয় । সূত্রের খবর, শংকর গ্রামের প্রধান-সহ তাঁর নিজের স্থানীয় সম্প্রদায়ের লোকজনকে ঘটনার জন্য অভিযুক্ত করেছেন ৷ তিনি অভিযোগ করেন, তাঁকে 50 হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে । পাশাপাশি অন্য সবাইকে তাঁর ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলতে বারণ করা হয়েছে ৷

শংকর আরও জানান, তাঁর দুই বোনেরই এ বছরের 6 ফেব্রুয়ারি বিয়ে হয়েছে । বিয়ের পূর্বের আচার হিসেবে তারা তাঁর বোনদের 'বান্দোলি' বের করেছিলেন । তিনি লিঙ্গ সমতার পক্ষে বলে সিদ্ধান্ত নেন দুই বোন ঘোড়ায় চেপেই গন্তব্যে যাবেন । কিন্তু এতে অসন্তুষ্ট হয় ৷ এরপর তারা তাঁকে 50 হাজার টাকা জরিমানা করেন । গ্রামের প্রধান গ্রামবাসীদের তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে বাধা দেয় । শংকরের কথায়, "আমি এই বিষয়টি পুলিশকে জানিয়েছি ৷ তারা আমাকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ৷" সিওয়ানা থানার ইনচার্জ নাথু সিং জানান, তারা জরিমানা আরোপের ঘটনা সম্পর্কে জেনেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ৷ আইন অনুযায়ী ব্যবস্থা হবে ।

আরও পড়ুন: তিন সন্তান-সহ কুয়োয় পড়লেন মহিলা, চারজনের মৃত্যুতে ঘনীভূত রহস্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.