ETV Bharat / bharat

Man-eater Tiger: ফাঁদ পেতেও লাভ হয়নি, 2 দিনে 2 জনকে শিকার বানাল নরখাদক বাঘ - নরখাদক বাঘ

ফাঁদ পেতেও লাভ হয়নি ৷ টোপ নিয়ে উধাও হয়ে গেলেও খাঁচায় ধরা পড়েনি বিহারের নরখাদক বাঘ (Man eater Tiger)৷ এ বার সে 2 দিনে 2 জনকে শিকার বানাল ৷ স্বাভাবিক ভাবেই ঘুম উড়েছে স্থানীয়দের (Bihar news)৷

man-eater-tiger-claims-its-second-victim-in-two-days-in-bihar
ফাঁদ পেতেও লাভ হয়নি, 2 দিনে 2 জনকে শিকার বানাল নরখাদক বাঘ
author img

By

Published : Oct 7, 2022, 1:26 PM IST

বিহার, 7 অক্টোবর: বিহারের চম্পারণে এক নরখাদক বাঘের (Man eater Tiger) আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের ৷ গত দুদিনে সেই বাঘের কবলে পড়ে প্রাণ গিয়েছে দুজনের ৷ বুধবার রাতে এক 12 বছরের কন্যার পর বৃহস্পতিবার রাতে 35 বছরের এক ব্যক্তিকে নিজের শিকার বানিয়েছে বাঘটি ৷ জানা গিয়েছে, গত পাঁচ মাসে এই নিয়ে 7 জনকে শেষ করেছে নরখাদক ৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে সিংঘি জেলায় এক বালিকাকে নিজের শিকার বানিয়েছে বাঘটি ৷ 12 বছরের কন্যার পরিবার জানিয়েছে, মেয়েটি নিজের ঘরে ঘুমোচ্ছিল ৷ রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়ে বালিকাকে ছিঁড়ে খায় বাঘটি ৷ পরিবারের তরফে চিৎকার চেঁচামেচি শুরু হলে শিকারকে সঙ্গে নিয়েই পালানোর চেষ্টা করে বাঘটি ৷ কিছু দূর গিয়ে সে মেয়েটিকে ফেলে রেখে জঙ্গলে মিলিয়ে যায় ৷ গুরুতর জখম বালিকাকে আর বাঁচানো যায়নি ৷ জনৈক রমাকান্ত মাঝির কন্যা বাগদির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷ এরপর বৃহস্পতিবার রাতে বাগাহা শহরের হরহিয়া সারে এলাকায় 35 বছরের এক ব্যক্তিকে নিজের শিকার বানায় বাঘটি ৷

আরও পড়ুন: কাঁকড়া ধরতে যাওয়াই কাল, স্ত্রীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ

পশ্চিম চম্পারণের বাল্মিকী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের আশপাশে জনবসতি এলাকায় ঢুকে পড়েছে বাঘটি ৷ ফলে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের ৷ ছাগল ও অন্যান্য পশুদের টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা বসানো হয়েছে ৷ কালঘাম ছুটিয়ে বাঘটিকে ধরার চেষ্টা চালাচ্ছেন বন দফতরের 150 জন কর্মী ৷ তবে সেই নরখাদক বাঘ এখনও অধরা ৷ দিনকয়েক আগেই দীর্ঘ পরীক্ষীত প্রক্রিয়া ব্যবহার করে একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে বাঘটিকে খাঁচায় বন্দি করার চেষ্টা করা হয়েছিল ৷ তবে ধূর্ত পশুটি ফাঁদে পড়ার পরিবর্তে টোপকে শিকার বানিয়ে জঙ্গলে পালিয়ে যায় ৷ এরপর একটি মহিষকেও টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল ৷ তবে লাভ হয়নি ৷

বন্যপ্রাণ সংরক্ষক নিশামণি কে জানিয়েছেন, বাঘটি নরখাদকে পরিণত হয়েছে ৷ দু-তিন ঘণ্টা অন্তর অন্তর নিজের অবস্থান বদল করছে সে ৷ সে জন্যই তাকে ধরতে সমস্যায় পড়তে হচ্ছে ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাঘটিতে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে ৷

বিহার, 7 অক্টোবর: বিহারের চম্পারণে এক নরখাদক বাঘের (Man eater Tiger) আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের ৷ গত দুদিনে সেই বাঘের কবলে পড়ে প্রাণ গিয়েছে দুজনের ৷ বুধবার রাতে এক 12 বছরের কন্যার পর বৃহস্পতিবার রাতে 35 বছরের এক ব্যক্তিকে নিজের শিকার বানিয়েছে বাঘটি ৷ জানা গিয়েছে, গত পাঁচ মাসে এই নিয়ে 7 জনকে শেষ করেছে নরখাদক ৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে সিংঘি জেলায় এক বালিকাকে নিজের শিকার বানিয়েছে বাঘটি ৷ 12 বছরের কন্যার পরিবার জানিয়েছে, মেয়েটি নিজের ঘরে ঘুমোচ্ছিল ৷ রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়ে বালিকাকে ছিঁড়ে খায় বাঘটি ৷ পরিবারের তরফে চিৎকার চেঁচামেচি শুরু হলে শিকারকে সঙ্গে নিয়েই পালানোর চেষ্টা করে বাঘটি ৷ কিছু দূর গিয়ে সে মেয়েটিকে ফেলে রেখে জঙ্গলে মিলিয়ে যায় ৷ গুরুতর জখম বালিকাকে আর বাঁচানো যায়নি ৷ জনৈক রমাকান্ত মাঝির কন্যা বাগদির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷ এরপর বৃহস্পতিবার রাতে বাগাহা শহরের হরহিয়া সারে এলাকায় 35 বছরের এক ব্যক্তিকে নিজের শিকার বানায় বাঘটি ৷

আরও পড়ুন: কাঁকড়া ধরতে যাওয়াই কাল, স্ত্রীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ

পশ্চিম চম্পারণের বাল্মিকী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের আশপাশে জনবসতি এলাকায় ঢুকে পড়েছে বাঘটি ৷ ফলে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের ৷ ছাগল ও অন্যান্য পশুদের টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা বসানো হয়েছে ৷ কালঘাম ছুটিয়ে বাঘটিকে ধরার চেষ্টা চালাচ্ছেন বন দফতরের 150 জন কর্মী ৷ তবে সেই নরখাদক বাঘ এখনও অধরা ৷ দিনকয়েক আগেই দীর্ঘ পরীক্ষীত প্রক্রিয়া ব্যবহার করে একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে বাঘটিকে খাঁচায় বন্দি করার চেষ্টা করা হয়েছিল ৷ তবে ধূর্ত পশুটি ফাঁদে পড়ার পরিবর্তে টোপকে শিকার বানিয়ে জঙ্গলে পালিয়ে যায় ৷ এরপর একটি মহিষকেও টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল ৷ তবে লাভ হয়নি ৷

বন্যপ্রাণ সংরক্ষক নিশামণি কে জানিয়েছেন, বাঘটি নরখাদকে পরিণত হয়েছে ৷ দু-তিন ঘণ্টা অন্তর অন্তর নিজের অবস্থান বদল করছে সে ৷ সে জন্যই তাকে ধরতে সমস্যায় পড়তে হচ্ছে ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাঘটিতে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.