ETV Bharat / bharat

Noida Hit and Drag Incident: ধাক্কা খেয়ে বনেটে যুবক, ওভাবেই অনেক দূর টেনে নিয়ে গেলেন চালক ! ভাইরাল ভিডিয়ো

ঝগড়ার জেরে যুবককে ধাক্কা মারার পর তিনি গিয়ে পড়েন গাড়ির বনেটে ৷ ওই অবস্থাতেই তাঁকে অনেক দূর টেনে নিয়ে যান চালক ৷ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

author img

By

Published : Jul 20, 2023, 3:26 PM IST

Updated : Jul 20, 2023, 3:56 PM IST

Noida Hit and Drag Incident
Noida Hit and Drag Incident
ভাইরাল ভিডিয়ো

নয়ডা, 20 জুলাই: আবারও গাড়ির বনেটে এক ব্যক্তিকে অনেক দূর টেনে নিয়ে গেলেন এক চালক ৷ নয়ডার এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ খুন করার উদ্দেশ্যেই ওই যুবকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ব্রেজা গাড়ির চালক ৷ যুবক বনেটের উপর আছড়ে পড়লে, তাঁকে ওই অবস্থাতেই বেশ খানিকটা টেনে নিয়ে যান চালক ৷ পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ৷ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ভাইরাল ভিডিয়ো: নয়ডার ফেজ 3 এলাকার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্রেজা গাড়ির চালক রাস্তায় এক যুবককে গাড়ি দিয়ে ধাক্কা মারেন ৷ যুবকটি গিয়ে পড়েন গাড়ির বনেটের উপর ৷ ভিডিয়োয় পরিষ্কার দেখা গিয়েছে যে, ওই অবস্থাতেই তাঁকে অনেক দূর টেনে নিয়ে যান গাড়ির চালক ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই পুলিশের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ ৷ ভিডিয়ো থেকে গাড়ির নম্বর পাওয়ায় সেই নম্বরের ভিত্তিতে অভিযুক্ত চালককে শনাক্ত করা হয় । গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি ৷ চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: পিষে দিয়ে টেনে নিয়ে গেল 'বিজেপি বিধায়কের প্রতিনিধি'র স্টিকার সাঁটা গাড়ি, মৃত্যুর ভিডিয়ো ভাইরাল

দুর্ঘটনা থেকেই ঝগড়ার সূত্রপাত: গত 19 জুলাই গভীর রাতে ঘটে এই ঘটনা ৷ নয়ডা সেক্টর 122-এ অর্জুন যাদব নামে ওই ব্যক্তি তাঁর গাড়িতে যাচ্ছিলেন । একই সময়ে, গাজিয়াবাদের বাসিন্দা প্রবেশ কাশ্যপও ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি একে-অপরকে ধাক্কা মারে ৷ এর পরেই উভয়পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা ৷ ক্রমেই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রবেশ কাশ্যপের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন অর্জুন ৷ যার ফলে প্রবেশ গাড়ির বনেটে এসে পড়েন ।

মামলা দায়ের: ডিসিপি সেন্ট্রাল জোন অনিল কুমার যাদব জানিয়েছেন, গাড়িটি আটক করা হয়েছে । ডিএল এবং আরসি বাতিলের রিপোর্ট পাঠানো হচ্ছে । আক্রান্তের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে ।

ভাইরাল ভিডিয়ো

নয়ডা, 20 জুলাই: আবারও গাড়ির বনেটে এক ব্যক্তিকে অনেক দূর টেনে নিয়ে গেলেন এক চালক ৷ নয়ডার এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ খুন করার উদ্দেশ্যেই ওই যুবকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ব্রেজা গাড়ির চালক ৷ যুবক বনেটের উপর আছড়ে পড়লে, তাঁকে ওই অবস্থাতেই বেশ খানিকটা টেনে নিয়ে যান চালক ৷ পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ৷ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ভাইরাল ভিডিয়ো: নয়ডার ফেজ 3 এলাকার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্রেজা গাড়ির চালক রাস্তায় এক যুবককে গাড়ি দিয়ে ধাক্কা মারেন ৷ যুবকটি গিয়ে পড়েন গাড়ির বনেটের উপর ৷ ভিডিয়োয় পরিষ্কার দেখা গিয়েছে যে, ওই অবস্থাতেই তাঁকে অনেক দূর টেনে নিয়ে যান গাড়ির চালক ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই পুলিশের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ ৷ ভিডিয়ো থেকে গাড়ির নম্বর পাওয়ায় সেই নম্বরের ভিত্তিতে অভিযুক্ত চালককে শনাক্ত করা হয় । গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি ৷ চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: পিষে দিয়ে টেনে নিয়ে গেল 'বিজেপি বিধায়কের প্রতিনিধি'র স্টিকার সাঁটা গাড়ি, মৃত্যুর ভিডিয়ো ভাইরাল

দুর্ঘটনা থেকেই ঝগড়ার সূত্রপাত: গত 19 জুলাই গভীর রাতে ঘটে এই ঘটনা ৷ নয়ডা সেক্টর 122-এ অর্জুন যাদব নামে ওই ব্যক্তি তাঁর গাড়িতে যাচ্ছিলেন । একই সময়ে, গাজিয়াবাদের বাসিন্দা প্রবেশ কাশ্যপও ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি একে-অপরকে ধাক্কা মারে ৷ এর পরেই উভয়পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা ৷ ক্রমেই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রবেশ কাশ্যপের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন অর্জুন ৷ যার ফলে প্রবেশ গাড়ির বনেটে এসে পড়েন ।

মামলা দায়ের: ডিসিপি সেন্ট্রাল জোন অনিল কুমার যাদব জানিয়েছেন, গাড়িটি আটক করা হয়েছে । ডিএল এবং আরসি বাতিলের রিপোর্ট পাঠানো হচ্ছে । আক্রান্তের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে ।

Last Updated : Jul 20, 2023, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.