সম্ভল (উত্তরপ্রদেশ), 5 জানুয়ারি: অধিকাংশ মানুষেরই আকাঙ্ক্ষা, তাঁর বিবাহিত সম্পর্ক সারাজীবন অটুট এবং সুন্দর থাকুক ৷ কিন্তু, বাস্তবে তেমনটা সবসময় হয় না ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলের (Sambhal) বাসিন্দা এক ব্যক্তির কথাই ধরা যাক ৷ তাঁর দ্বিতীয় বিয়ে টিকল মাত্র একঘণ্টার জন্য ! বস্তুত, বিয়ের একঘণ্টা কাটতে না-কাটতেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল ওই ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে অসমৌলি থানা এলাকার দাবোই খুর্দ গ্রামে ৷
ঘটনাটি ঠিক কী ঘটেছিল ? প্রত্যক্ষদর্শীদের কথা থেকে জানা গিয়েছে, বিয়ে উপলক্ষে আনন্দে মজে ছিলেন পাত্রের আত্মীয়রা ৷ ঠিক সেই সময়েই বিবাহবাসরে কয়েকজন অনভিপ্রেত ব্যক্তির আগমন ঘটে ৷ সেই দলে ছিলেন পাত্রের প্রথম পক্ষের স্ত্রীও ! সকলের সামনেই তিনি প্রশ্ন করেন, "আমি বেঁচে থাকতে তুমি আর একজনকে বিয়ে কর কীভাবে ?" এ নিয়ে দুই পক্ষের মধ্যে চিৎকার, চেঁচামিচি ও বচসা শুরু হয়ে যায় ৷ আর সেই রঙ্গ দেখতে বিয়েবাড়িতে ভিড় ক্রমশ বাড়তে থাকে ৷
আরও পড়ুন: ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো করে ব্ল্যাকমেইল ! গ্রেফতার মাদ্রাসার শিক্ষক
প্রথম বউ যে তাঁর দ্বিতীয় বিয়েতে এভাবে বাধা দেবেন, তা কল্পনাও করতে পারেননি বর ৷ তিনি একদিকে পুরনো বউ, আর অন্যদিকে নতুন বউকে (Second Wife) বোঝানোর চেষ্টা করেন ! ইতিমধ্যেই বিবাহবাসরে হাজির হন উর্দিধারীরা ৷ পুলিশকে দেখেই গলা শুকিয়ে যায় পাত্রের এবং তাঁর পরিবারের সদস্যদের ৷ এরপর বরবাবাজিকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় ৷
মীমাংসা করতে আসরে নামে পঞ্চায়েত ৷ তারা এক বিকল্প উপায় খুঁজে বের করে ৷ স্থির হয়, সদ্য বিবাহিতা দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স (Divorce) দিতে হবে বরকে ৷ তারপর সেই মেয়েটিকেই বিয়ে করতে হবে বরের ছোট ভাইকে ! এই মীমাংসা পছন্দ হয় পাত্রের প্রথম পক্ষের স্ত্রীর ৷ বাকিরাও পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে নেন ৷
অসমৌলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার এই প্রসঙ্গে জানান, ওই ব্যক্তি চারবছর আগে বিয়ে করেছিলেন ৷ কিন্তু, বিয়ের পরও তাঁর স্ত্রী নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতেন ৷ ফলে বিবাহিত হওয়া সত্ত্বেও কার্যত ব্যাচেলর জীবন কাটাতে হচ্ছিল ওই ব্যক্তিকে ৷ এই অবস্থায় দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি ৷ কিন্তু, তার জেরে যে এমন ঘটনা ঘটে যাবে, তা কারওরই মাথায় আসেনি ৷