ময়ূরভঞ্জ (ওড়িশা), 8 নভেম্বর: বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল কে, কত দ্রুত খাস্তা ডোনাট এবং মালপোয়া খেয়ে শেষ করতে পারেবন ৷ খাবার খাওয়ার এই প্রতিযোগিতাই কাল হল শিরিষ চন্দ্র মহানায়কের জন্য ৷ বছর 42 এর ওই ব্যক্তির গলায় খাবার আটকে যায় এবং তার জেরে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দনিতামোহন গ্রামে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার করে দনিতামোহন গ্রামে একটি হাট বসে ৷ সেই হাটেই রবিবার সকালে গিয়েছিলেন শিরিষ চন্দ্র মহানায়ক ৷ সেখানে রাস্তার ধারে একটি প্রসিদ্ধ খাবারের দোকানে যান তিনি ৷ শিরিষের আরও কয়েকজন বন্ধুও সেই খাবারের দোকানে যান ৷ বন্ধুরা মিলে হাসি-মজা ভালোই চলছিল ৷ খাবার আসার পর, সেই হাসি-মজার ছলেই খাওয়া নিয়ে চ্যালেঞ্জ হয় বন্ধুদের মধ্যে ৷ কী চ্যালেঞ্জ ? না, কে, কত দ্রুত খাস্তা ডোনাট এবং মালপোয়া খেয়ে শেষ করতে পারবেন !
আর বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ জেতার উত্তেজনায় গোগ্রাসে চারটে খাস্তা ডোনাট এবং মালপোয়া একসঙ্গে মুখে পুরে ফেলেন শিরিষ ৷ আর সেটাই কাল হয় তাঁর কাছে ৷ খাবার তাঁর গলায় আটকে যায় ৷ কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাঁর ৷ এই দেখে শিরিষের সঙ্গে থাকা বন্ধু এবং আশেপাশের লোকজন তাঁকে জল দেন ৷ এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত সকলে ৷ জানা গিয়েছে, তিনি জল খাওয়ার পরেই, তা নাক দিয়ে বেরিয়ে আসে ৷
আরও পড়ুন: স্ট্রোক থেকে মানুষকে বাঁচাতে উদ্যোগ মালদা মেডিক্যালের! দেওয়া হচ্ছে টেলি নিউরো মেডিসিন পরিষেবা
সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যান শিরিষ চন্দ্র মহানায়ক ৷ তাঁকে তৎক্ষণাত স্থানীয় বাড়িপাড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় সকলে মিলে ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ আজ পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷