মুম্বই, 1 এপ্রিল: সলমন খানের পর এবার উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউতকে খুনের হুমকি। এবার অবশ্য় মেইল করে নয়, সরাসরি মোবাইলে হোয়াটসঅ্য়াপ মারফৎ খুনের হুমকি দেওয়া হয়েছে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউতকে ৷ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। শনিবার অবশ্য় এই ঘটনায় জড়িত থাকার অপরাধে পুনে থেকে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷
সাংসদ সঞ্জয় রাউতের তরফে অভিযোগ করা হয়েছিল, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছেন তিনি ৷ সেখানে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতোই তাঁকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়ের করে সঞ্জয় রাউত জানিয়েছিলেন, হুমকি বার্তায় স্পষ্ট বলা হয়েছিল দিল্লিতে তাঁকে দেখা গেলে একে-47 দিয়ে মেরে ফেলা হবে। হুমকি পাওয়ার পরই গোটা বিষয়টি মেইল করে মুম্বই পুলিশ কমিশনারকে জানান শিবসেনা সাংসদ ৷ এরপরই তদন্ত নামে পুলিশ ৷ সঞ্জয় রাউতকে যে মোবাইল নম্বর থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছিল, সেই নম্বরটির খোঁজ চালায় পুলিশ ৷ এরপরই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ ৷
সঞ্জয় রাউতকে হুমকি দেওয়ার অভিযোগে পুনেতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জেরায় ওই ব্য়ক্তি জানিয়েছে যে, তিনিই লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করেছিলেন। অভিনেতা সলমন খানকে হুমকি বার্তার বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে অভিযুক্তের যোগসূত্রও খতিয়ে দেখছে পুলিশ ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য়দিকে, হুমকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে মহারাষ্ট্র সরকার দেখছে না বলে অভিযোগ করেছেন সঞ্জয় রাউত।
আরও পড়ুন: অধরা অমৃতপালের নয়া সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে
অন্য়দিকে, সলমনকে খুনের হুমকির ঘটনায় ইতিমধ্যেই ধাকদ রাম নামক এক ব্য়ক্তিকে যোধপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যোধপুরের লুনি থানার আধিকারিক ঈশ্বরচাঁদ পারেখ জানান, মুম্বই এবং লুনি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ব্য়ক্তিকে গ্রেফতার করেছে ৷ অন্য়দিকে সঞ্জয় রাউতকে হুমকি দেওয়ার ঘটনায়, এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির 120বি (অপরাধমূলক ষড়যন্ত্র), 506 (হুমকি) ধারায় মামলা রুজু করা হয়েছে।