ETV Bharat / bharat

Blast in Kerala: কেরল বিস্ফোরণকাণ্ডে ভিডিয়ো বার্তায় হামলার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ মার্টিনের - Dominic Martin

কেরলের কালামাসেরির কনভেনসন সেন্টারে রবিবার সকালে ধারাবাহিক বিস্ফোরণ হয় ৷ এই বিস্ফোরণগুলির দায় নিয়ে আত্মসমর্পণ করেছেন ডমিনিক মার্টিন নামে এক ব্যক্তি ৷

ETV Bharat
কেরল বিস্ফোরণকাণ্ডে আত্মসমর্পণ একজনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 5:45 PM IST

Updated : Oct 29, 2023, 6:34 PM IST

কোচি, 29 অক্টোবর: কেরলের কালামাসেরির কনভেনসন সেন্টারে বিস্ফোরণের দায় নিয়ে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, আত্মসমর্পণকারী ওই ব্যক্তির নাম ডমিনিক মার্টিন ৷ রবিবার ত্রিশূর জেলার এক থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি ৷ আত্মসমর্পণের আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেন মার্টিন ৷ সেই ভিডিয়োতে মালায়ালাম ও হিন্দিতে দেওয়া এর বার্তায় তাঁর দাবি, জেহভা'স উইটনেসেস নামক যে কনভেনশনের তরফে রবিবার ওই প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল, তিনিও তার সদস্য ছিলেন ৷ কিন্তু এই সংগঠনটি বিশ্বাসঘাতকতা করে শিশুদের মধ্যে বিদ্বেষ ছডাচ্ছে, এর প্রতিবাদেই তিনি ওই ধারাবাহিক বিস্ফোরণ ঘটান ৷

রবিবার সকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কেরলের এর্নাকুলামের কালামাসেরির একটি কনভেনসন সেন্টার ৷ বিস্ফোরণের সময় সেখানে খ্রিষ্টানদের একটি প্রার্থনাসভা চলছিল ৷ কোচি থেকে প্রায় 10 কিমি দূরে অবস্থিত ওই ঘটনাস্থল ৷ বিস্ফোরণে মৃত্যু হয় এক মহিলার, আহত হন কমপক্ষে 50 জন ৷

কেরল পুলিশের এডিজিপি (আইনশৃঙ্খলা) এমআর অজিত কুমার জানান, ডমিনিক মার্টিন নামে ওই ব্যক্তি জেহভা'স উইটনেসেস নামে একটি খ্রিষ্টান ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ৷ 19 শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওই গোষ্ঠী তৈরি হয় ৷ দুপুর দেড়টা নাগাদ কোদাকারা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি ৷ আত্মসমর্পণকারী ব্যক্তি ওই বিস্ফোরণের দায় স্বীকার করে পুলিশের কাছে বেশকিছু প্রমাণও দাখিল করেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সবকিছু তদন্ত করে দেখছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বিস্ফোরণের জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল ৷

আরও পড়ুন: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত 1, আহত বেশ কয়েকজন; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিডিয়ো বার্তাটিতে ওই ব্যক্তি দাবি করেছে, সে এই ধর্মীয় গোষ্ঠীটির সঙ্গে 16 বছর ধরে যুক্ত ছিলেন, তাদের একাধিকবার আর্জি জানিয়েছিল নিজেদের কর্মকাণ্ডকে শোধরানোর ৷ কিন্তু তাঁর কথা শোনা হয়নি ৷ এই সংগঠনটি গণতন্ত্রের বিরুদ্ধে ও গণতান্ত্রিক ব্যবস্থায় এই সংগঠনের কোনও বিশ্বাস নেই বলেও অভিযোগ করেছেন ওই আত্মসমর্পণকারী ৷

কোচি, 29 অক্টোবর: কেরলের কালামাসেরির কনভেনসন সেন্টারে বিস্ফোরণের দায় নিয়ে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, আত্মসমর্পণকারী ওই ব্যক্তির নাম ডমিনিক মার্টিন ৷ রবিবার ত্রিশূর জেলার এক থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি ৷ আত্মসমর্পণের আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও পোস্ট করেন মার্টিন ৷ সেই ভিডিয়োতে মালায়ালাম ও হিন্দিতে দেওয়া এর বার্তায় তাঁর দাবি, জেহভা'স উইটনেসেস নামক যে কনভেনশনের তরফে রবিবার ওই প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল, তিনিও তার সদস্য ছিলেন ৷ কিন্তু এই সংগঠনটি বিশ্বাসঘাতকতা করে শিশুদের মধ্যে বিদ্বেষ ছডাচ্ছে, এর প্রতিবাদেই তিনি ওই ধারাবাহিক বিস্ফোরণ ঘটান ৷

রবিবার সকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কেরলের এর্নাকুলামের কালামাসেরির একটি কনভেনসন সেন্টার ৷ বিস্ফোরণের সময় সেখানে খ্রিষ্টানদের একটি প্রার্থনাসভা চলছিল ৷ কোচি থেকে প্রায় 10 কিমি দূরে অবস্থিত ওই ঘটনাস্থল ৷ বিস্ফোরণে মৃত্যু হয় এক মহিলার, আহত হন কমপক্ষে 50 জন ৷

কেরল পুলিশের এডিজিপি (আইনশৃঙ্খলা) এমআর অজিত কুমার জানান, ডমিনিক মার্টিন নামে ওই ব্যক্তি জেহভা'স উইটনেসেস নামে একটি খ্রিষ্টান ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ৷ 19 শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওই গোষ্ঠী তৈরি হয় ৷ দুপুর দেড়টা নাগাদ কোদাকারা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি ৷ আত্মসমর্পণকারী ব্যক্তি ওই বিস্ফোরণের দায় স্বীকার করে পুলিশের কাছে বেশকিছু প্রমাণও দাখিল করেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সবকিছু তদন্ত করে দেখছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বিস্ফোরণের জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল ৷

আরও পড়ুন: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত 1, আহত বেশ কয়েকজন; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিডিয়ো বার্তাটিতে ওই ব্যক্তি দাবি করেছে, সে এই ধর্মীয় গোষ্ঠীটির সঙ্গে 16 বছর ধরে যুক্ত ছিলেন, তাদের একাধিকবার আর্জি জানিয়েছিল নিজেদের কর্মকাণ্ডকে শোধরানোর ৷ কিন্তু তাঁর কথা শোনা হয়নি ৷ এই সংগঠনটি গণতন্ত্রের বিরুদ্ধে ও গণতান্ত্রিক ব্যবস্থায় এই সংগঠনের কোনও বিশ্বাস নেই বলেও অভিযোগ করেছেন ওই আত্মসমর্পণকারী ৷

Last Updated : Oct 29, 2023, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.