ETV Bharat / bharat

Hyderabad Honour Killing: ভিন জাতে বিয়ে, সম্মান রক্ষার্থে যুবককে কুপিয়ে খুন হায়দরাবাদে - Honour Killing in Hyderabad

মৃত যুবকের নাম নীরজ পানওয়ার (24) ৷ অভিযোগ, তাঁর স্ত্রীর বাড়ির সদস্যরাই এই খুন করেছে (Honour Killing in Hyderabad) ৷

Honor Killing in Hyderabad
যুবককে কুপিয়ে খুন হায়দরাবাদে
author img

By

Published : May 21, 2022, 12:44 PM IST

হায়দরাবাদ, 21 মে : ফের সম্মান রক্ষার্থে খুনের খুনের ঘটনা ঘটল হায়দরাবাদে (Honour Killing in Hyderabad) ৷ 15 দিনের ব্যবধানে পর পর দু'বার এরকম নৃশংস ঘটনার সাক্ষী থাকল এই শহর ৷ জানা গিয়েছে, নীরজ পানওয়ার নামে 24 বছর বয়সি এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁর বাবার চোখের সামনে ৷ ঘটনায় অভিযোগের তীর নীরজের স্ত্রীর 5 আত্মীয়ের বিরুদ্ধে ৷

ভিনজাতে বিয়ে করার এই খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ বেগম বাজারের মাছ্ছি মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতের পরিবারের অভিযোগ, ছুরি দিয়ে কমপক্ষে কুড়িবার কোপানো হয়েছে নীরজকে ৷ মাত্র 15 দিন আগে সরুরনগর এলাকায় ভিল্লুপুরু নাগরাজ নামে এক যুবককে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷

পুলিশ জানিয়েছে, এক বছর আগে বিয়ে হয়েছিল নীরজ পানওয়ারের ৷ তিন মাসের এক সন্তাও রয়েছে তাঁর ৷ মাছ্ছি মার্কেটের এক জনবহুল অংশে নীরজকে কুপিয়ে খুন করেছে তাঁর স্ত্রীর পরিবারের সদস্যরা ৷ ভিনধর্মে বিয়ের জন্যই এই খুন বলে দাবি করেছেন নীরজের বাবা রাজেন্দ্র পানওয়ার ৷ তিনি জানিয়েছেন, দোকানে যাওয়ার সময় মাঝ পথে নীরজকে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : শনিবার ভোরে রামবানে উদ্ধারকার্য শুরু হল, আটকে আছেন বাংলার 4 শ্রমিক

রাজেন্দ্র পানওয়ারের দাবি, বিয়ের পর থেকেই নীরজকে লাগাতার হুমকি দিয়ে আসছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন তিনি ৷ বিষয়টি নিয়ে আফজলগঞ্জ পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন নীরজ ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে শাহিনয়াথগঞ্জের পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বেগম বাজারে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান নীরজের বন্ধু ও আত্মীয়রা ৷

হায়দরাবাদ, 21 মে : ফের সম্মান রক্ষার্থে খুনের খুনের ঘটনা ঘটল হায়দরাবাদে (Honour Killing in Hyderabad) ৷ 15 দিনের ব্যবধানে পর পর দু'বার এরকম নৃশংস ঘটনার সাক্ষী থাকল এই শহর ৷ জানা গিয়েছে, নীরজ পানওয়ার নামে 24 বছর বয়সি এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁর বাবার চোখের সামনে ৷ ঘটনায় অভিযোগের তীর নীরজের স্ত্রীর 5 আত্মীয়ের বিরুদ্ধে ৷

ভিনজাতে বিয়ে করার এই খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ বেগম বাজারের মাছ্ছি মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতের পরিবারের অভিযোগ, ছুরি দিয়ে কমপক্ষে কুড়িবার কোপানো হয়েছে নীরজকে ৷ মাত্র 15 দিন আগে সরুরনগর এলাকায় ভিল্লুপুরু নাগরাজ নামে এক যুবককে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷

পুলিশ জানিয়েছে, এক বছর আগে বিয়ে হয়েছিল নীরজ পানওয়ারের ৷ তিন মাসের এক সন্তাও রয়েছে তাঁর ৷ মাছ্ছি মার্কেটের এক জনবহুল অংশে নীরজকে কুপিয়ে খুন করেছে তাঁর স্ত্রীর পরিবারের সদস্যরা ৷ ভিনধর্মে বিয়ের জন্যই এই খুন বলে দাবি করেছেন নীরজের বাবা রাজেন্দ্র পানওয়ার ৷ তিনি জানিয়েছেন, দোকানে যাওয়ার সময় মাঝ পথে নীরজকে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : শনিবার ভোরে রামবানে উদ্ধারকার্য শুরু হল, আটকে আছেন বাংলার 4 শ্রমিক

রাজেন্দ্র পানওয়ারের দাবি, বিয়ের পর থেকেই নীরজকে লাগাতার হুমকি দিয়ে আসছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন তিনি ৷ বিষয়টি নিয়ে আফজলগঞ্জ পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন নীরজ ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে শাহিনয়াথগঞ্জের পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বেগম বাজারে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান নীরজের বন্ধু ও আত্মীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.