ETV Bharat / bharat

কর্ণাটকে ঘটনার পুনরাবৃত্তি ! যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধনগ্ন করে মারধর জামাইবাবুকে - জামাইবাবুকে অর্ধ নগ্ন করে বেধড়ক মারধর

Man Beaten Half Naked in Karnataka: বেলগাভির ঘটনার পুনরাবৃত্তি কর্ণাটকে ৷ শ্যালক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধ-নগ্ন করে মারধর করা হল জামাইবাবুকে ৷

Man Beaten Half Naked in Karnataka
অর্ধ-নগ্ন করে মারধর জামাইবাবুকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 10:29 PM IST

হাভেরি(কর্ণাটক), 19 ডিসেম্বর: বেলগাভির পর এবার হাভেরি ৷ কর্ণাটকে ফের বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ ৷ যুবতীর সঙ্গে পালিয়ে গিয়েছে শ্যালক ৷ তাই জামাইবাবুকে অর্ধনগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ মারধরের পর পুলিশ স্টেশনের সামনে জামাইবাবুকে ফেলে দিয়ে যায় যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া মেয়েটির পরিবার ৷ নির্যাতিতর আত্মীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রেনবেন্নুর তালুকের হালাগেরি থানার সামনে বিক্ষোভ দেখায় । হালাগেরি থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতর পরিবারের লোকেরা ।

জানা গিয়েছে, গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল নির্যাতিতের শ্যালকের ৷ প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক ৷ এরপরেই মেয়েটির পরিবারের লোকেরা যুবকের জামাইবাবুকে প্রথমে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় ৷ এরপর অর্ধনগ্ন করে তাঁকে মারধর করে এবং পরে রেনবেন্নুর গ্রামীণ থানার সামনে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই বেলগাভিতে এরকই একটা ঘটনা ঘটেছিল ৷ ছেলে গ্রামেরই একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় মাকে ধরে মারধর করা হয়েছিল ৷ শুধু মারধর নয়, মেয়েটির পরিবার মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় ৷ এরপর মহিলাকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর করে এবং পরে ওই অবস্থায় গ্রামে ঘোরানোও হয় তাঁকে ৷ বাগদানের আগে মহিলার ছেলের সঙ্গে যুবতী পালিয়ে যায় বলে মেয়েটির পরিবারের দাবি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি বিজেপি ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  2. আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল
  3. বেলগাভিতে মহিলাকে হেনস্তায় চুপ গ্রামবাসী, 'জরিমানা' চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের

হাভেরি(কর্ণাটক), 19 ডিসেম্বর: বেলগাভির পর এবার হাভেরি ৷ কর্ণাটকে ফের বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ ৷ যুবতীর সঙ্গে পালিয়ে গিয়েছে শ্যালক ৷ তাই জামাইবাবুকে অর্ধনগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ মারধরের পর পুলিশ স্টেশনের সামনে জামাইবাবুকে ফেলে দিয়ে যায় যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া মেয়েটির পরিবার ৷ নির্যাতিতর আত্মীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রেনবেন্নুর তালুকের হালাগেরি থানার সামনে বিক্ষোভ দেখায় । হালাগেরি থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতর পরিবারের লোকেরা ।

জানা গিয়েছে, গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল নির্যাতিতের শ্যালকের ৷ প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক ৷ এরপরেই মেয়েটির পরিবারের লোকেরা যুবকের জামাইবাবুকে প্রথমে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় ৷ এরপর অর্ধনগ্ন করে তাঁকে মারধর করে এবং পরে রেনবেন্নুর গ্রামীণ থানার সামনে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই বেলগাভিতে এরকই একটা ঘটনা ঘটেছিল ৷ ছেলে গ্রামেরই একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় মাকে ধরে মারধর করা হয়েছিল ৷ শুধু মারধর নয়, মেয়েটির পরিবার মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় ৷ এরপর মহিলাকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর করে এবং পরে ওই অবস্থায় গ্রামে ঘোরানোও হয় তাঁকে ৷ বাগদানের আগে মহিলার ছেলের সঙ্গে যুবতী পালিয়ে যায় বলে মেয়েটির পরিবারের দাবি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি বিজেপি ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. পৈশাচিক! প্রেমিকাকে নিয়ে পালানোয় ছেলের মা'কে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রামে, গ্রেফতার 7
  2. আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্যাতিতাকে দেখতে বিজেপির দল
  3. বেলগাভিতে মহিলাকে হেনস্তায় চুপ গ্রামবাসী, 'জরিমানা' চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.