ETV Bharat / bharat

Man Attacks Wife with Blade: ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত, গ্রেফতার স্বামী - Man Attacks Wife with Blade

ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত করার অভিযোগে গ্রেফতার স্বামী ৷ ঘটনাটি গাজিয়াবাদের ৷ মহিলার সন্দেহ তাঁর স্বামী বাংলাদেশী ৷

Husband Attacks Wife with Blade
ব্লেড দিয়ে স্ত্রীর মুখ চিরে দিল স্বামী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 1:29 PM IST

Updated : Oct 28, 2023, 2:05 PM IST

নয়াদিল্লি, 28 অক্টোবর: ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের পাপ্পু কলোনিতে। অভিযুক্তের নাম মিজান। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 26 অক্টোবর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মহিলা শুক্রবার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। পাশাপাশি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন নির্যাতিতা। পুলিশকে জানান, তিনি সন্দেহ করেন তাঁর স্বামী ভারতীয় নন ৷ তিনি একজন বাংলাদেশী ।

মহিলার অভিযোগ, স্বামী তাঁকে মারধর করতেন। সে কারণে কিছুদিন আগে তিনি বাপের বাড়ি চলে আসেন ৷ এরপর তাঁর স্বামী মিথ্যা বলে করে তাঁকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যান ৷ বাড়িতে নিয়ে গিয়ে ফের মহিলাকে মারধর করেন। শুধু তাই নয়, ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত পর্যন্ত করেন। নির্যাতিতা পুলিশকে আরও জানান, স্বামীর কথাবার্তা শুনে তাঁর সন্দেহ হয়েছে, তিনি বাংলাদেশী ৷ তাঁর কথায় বাংলাদেশের টান আছে। তবে এ বিষয়ে পুলিশ এখনও কিছু বলেনি। ব্লেডের আঘাতে ওই মহিলার মুখে গভীর আঘাত লেগেছে । ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷ গ্রেফতার করার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তদন্তের পরই জানা যাবে তিনি বাংলাদেশি কি না।

আরও পড়ুন: স্ত্রীর এক হাত, দুই পা কেটে দিল মদ্যপ স্বামী !

উল্লেখ্য, অন্য একটি ঘটনায় কয়েকদিন আগে পারস্পরিক বিবাদের জেরে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে ফেলেছিল স্বামী । ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার সারেনি এলাকায় ৷ যুবতীর অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ তিনি জেলা হাসপাতালে ভরতি ছিলেন । অন্যদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছিল পুলিশ । মদের নেশার ঘোরে ওই ব্যক্তি এই কাণ্ড ঘটনা বলে অভিযোগ করেছিলেন স্ত্রী ৷

নয়াদিল্লি, 28 অক্টোবর: ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের পাপ্পু কলোনিতে। অভিযুক্তের নাম মিজান। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 26 অক্টোবর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মহিলা শুক্রবার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। পাশাপাশি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন নির্যাতিতা। পুলিশকে জানান, তিনি সন্দেহ করেন তাঁর স্বামী ভারতীয় নন ৷ তিনি একজন বাংলাদেশী ।

মহিলার অভিযোগ, স্বামী তাঁকে মারধর করতেন। সে কারণে কিছুদিন আগে তিনি বাপের বাড়ি চলে আসেন ৷ এরপর তাঁর স্বামী মিথ্যা বলে করে তাঁকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যান ৷ বাড়িতে নিয়ে গিয়ে ফের মহিলাকে মারধর করেন। শুধু তাই নয়, ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত পর্যন্ত করেন। নির্যাতিতা পুলিশকে আরও জানান, স্বামীর কথাবার্তা শুনে তাঁর সন্দেহ হয়েছে, তিনি বাংলাদেশী ৷ তাঁর কথায় বাংলাদেশের টান আছে। তবে এ বিষয়ে পুলিশ এখনও কিছু বলেনি। ব্লেডের আঘাতে ওই মহিলার মুখে গভীর আঘাত লেগেছে । ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷ গ্রেফতার করার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তদন্তের পরই জানা যাবে তিনি বাংলাদেশি কি না।

আরও পড়ুন: স্ত্রীর এক হাত, দুই পা কেটে দিল মদ্যপ স্বামী !

উল্লেখ্য, অন্য একটি ঘটনায় কয়েকদিন আগে পারস্পরিক বিবাদের জেরে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে ফেলেছিল স্বামী । ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার সারেনি এলাকায় ৷ যুবতীর অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ তিনি জেলা হাসপাতালে ভরতি ছিলেন । অন্যদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছিল পুলিশ । মদের নেশার ঘোরে ওই ব্যক্তি এই কাণ্ড ঘটনা বলে অভিযোগ করেছিলেন স্ত্রী ৷

Last Updated : Oct 28, 2023, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.