প্রতাপগড় (রাজস্থান), 12 মার্চ: সামাজিক মাধ্যমে সোনিয়া গান্ধির (All India Congress Committee former president Sonia Gandhi) বিকৃত ভিডিয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার ব্যক্তি ৷ তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ পুলিশ সূত্রে খবর, সোনিয়ার একটি ভিডিয়োর কিছু অংশ সম্পাদন করেছে অভিযুক্ত । আর তার ফলে শেষমেশ বিষয়টি যা দাঁড়িয়েছে তা কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির জন্য অবমাননাকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের প্রতাপগড়ে । পুলিশের সাইবার ক্রাইম শাখা লোকেশন দেখে অভিযুক্তকে শনাক্ত করে ৷ এরপর তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম বিপিন কুমার সিং শান্ডিল্যা (Bipin Kumar Singh Shandilya) ৷ তাঁকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে । শনিবার তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিন বিচারক। এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই মামলার তদন্ত শুরু করে ।
জানা গিয়েছে, আদালত ওই ব্যক্তিকে 14 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে । অভিযোগকারীর দাবি, একজন রাজনৈতিক নেত্রীর ভিডিয়ো বিকৃত করার জন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত । শুধু তাই নয়, তাঁর আরও দাবি সামাজিক মাধ্যমে বিষয়টি দেখার পর অভিযুক্তকে ভিডিয়োটি সরিয়ে ফেলতে বলা হয় ৷ কিন্তু তিনি তা করেননি বলে আভিযোগ (Morphed video of Sonia Gandhi) । এরপরই বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ করে । প্রথমেই অভিযুক্তের পোস্টটি প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেওয়া হয়। অন্য কেউ পোস্টটি যাতে দেখতে না পারে ৷ পুলিশ জানিয়েছে, কিছু দলের সমর্থক প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের ছবি ও ভিডিয়ো বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ধরনের ঘটনা আগের থেকে অনেক বেশি ঘটছে। তাই নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যেভাবে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সেটিকে তৎপরতার উদাহারণ হিসেবেই দেখছে প্রশাসন। স্থানীয় কংগ্রেস নেতারা দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।
আরও পড়ুন: সোশাল মিডিয়ায় মহিলার বিকৃত ছবি শেয়ারের অভিযোগে গ্রেপ্তার 3