ETV Bharat / bharat

Model Files FIR: ওয়েব সিরিজের নাম করে পর্ন ফিল্মের শুটিং, এফআইআর দায়ের মডেলের - এফআইআর দায়ের মডেলের

ওয়েব সিরিজের নাম করে পর্ন ফিল্মের শুটিং (Making porn film under guise of web series) করতে বলায় এফআইআর দায়ের করলেন এক উঠতি মডেল (Model Files FIR)৷ মহারাষ্ট্রের ঘটনা ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷

man-arrested-for-making-porn-film-under-guise-of-web-series-after-model-files-fir-in-maharashtra
ওয়েব সিরিজের নাম করে পর্ন ফিল্মের শুটিং, এফআইআর দায়ের মডেলের
author img

By

Published : Dec 5, 2022, 7:44 PM IST

মুম্বই, 5 ডিসেম্বর: ওয়েব সিরিজে শুটিং করার নাম করে এক মডেলকে (Model Files FIR) ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তিনি গিয়ে দেখেন সেখানে পর্ন ফিল্মের শুটিং চলছে (Making porn film under guise of web series)৷ এমনই অভিযোগ জানিয়ে তিনি থানায় এফআইআর দায়ের করেছেন ৷ মহারাষ্ট্রের ঘটনা (Maharashtra news)৷ এই ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন ৷ আরও তিন অভিযুক্ত পলাতক ৷

মহারাষ্ট্রের চারকোপ থানা এলাকার একটি বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে পর্ন ফিল্ম প্রস্তুতকারক একটি চক্রের হদিশ পেল পুলিশ ৷ বিদেশি ওয়েব সিরিজ বানানোর নামে একজন উঠতি মডেলকে অভিনয়ের জন্য অফার দেওয়া হয়েছিল ৷ তবে তিনি সেখানে গিয়ে দেখেন, পর্ন ফিল্মের শুটিং করতে বলা হচ্ছে তাঁকে ৷

আরও পড়ুন: বৃদ্ধাকে নগ্ন করে মার ! ঔরঙ্গাবাদের ঘটনায় চাঞ্চল্য

গোটা ঘটনা পুলিশকে জানিয়ে চারকোপ থানায় এফআইআর দায়ের করেন ওই মডেল ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি তিনজন পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷

মুম্বই, 5 ডিসেম্বর: ওয়েব সিরিজে শুটিং করার নাম করে এক মডেলকে (Model Files FIR) ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তিনি গিয়ে দেখেন সেখানে পর্ন ফিল্মের শুটিং চলছে (Making porn film under guise of web series)৷ এমনই অভিযোগ জানিয়ে তিনি থানায় এফআইআর দায়ের করেছেন ৷ মহারাষ্ট্রের ঘটনা (Maharashtra news)৷ এই ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন ৷ আরও তিন অভিযুক্ত পলাতক ৷

মহারাষ্ট্রের চারকোপ থানা এলাকার একটি বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে পর্ন ফিল্ম প্রস্তুতকারক একটি চক্রের হদিশ পেল পুলিশ ৷ বিদেশি ওয়েব সিরিজ বানানোর নামে একজন উঠতি মডেলকে অভিনয়ের জন্য অফার দেওয়া হয়েছিল ৷ তবে তিনি সেখানে গিয়ে দেখেন, পর্ন ফিল্মের শুটিং করতে বলা হচ্ছে তাঁকে ৷

আরও পড়ুন: বৃদ্ধাকে নগ্ন করে মার ! ঔরঙ্গাবাদের ঘটনায় চাঞ্চল্য

গোটা ঘটনা পুলিশকে জানিয়ে চারকোপ থানায় এফআইআর দায়ের করেন ওই মডেল ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি তিনজন পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.