প্রয়াগরাজ, 9 নভেম্বর: ঘটনা শুনলে মনে হবে বুঝি কোনও ব্লকব্লাস্টার বলিউডি ক্রাইম থ্রিলার ৷ হাল আমলের সাড়া জাগানো ওয়েব সিরিজ ভাবলেও ভুল হবে না । কিন্তু, আদতে ঘোর বাস্তব ৷ বিষয়টা একটু ভেঙেই বলা যাক ৷ 45 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে ৷ আইনের ছোঁয়াচ থেকে বাঁচতে একবারে ফিল্মি কায়দায় এক 'সমাধান' বের করেন সেই ব্যক্তি ৷ পুলিশের দাবি, আইনের চোখে নিজেকে মৃত প্রমাণ করতে তাঁরই মতো দেখতে অন্য এক ব্যক্তিকে খুন করেন অভিযুক্ত ৷ তারপর সেই দেহের পাশে নিজের পরিচয়পত্র ফেলে রেখে যান ৷ যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায় ৷ তারপর নিজের দাড়ি, গোঁফ, চুল কামিয়ে ফেলেন ! তবে, এত কিছু করেও শেষ রক্ষা হয়নি ৷ শেষমেশ পুলিশের জালে ধরা পড়তেই হয় খুনে অভিযুক্ত ওই ব্যক্তিকে (Man Arrested After Killing Lookalike) ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন দুঁদে পুলিশ আধিকারিকরাও ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ফিরোজ আহমেদ (Firoz Ahmad) ৷ তিনি উত্তরপ্রদেশের কারেহা গ্রামের বাসিন্দা ৷ তাঁকে পাকড়াও করতে রীতিমতো অভিযান চালাতে হয় পুলিশকে ৷ এনকাউন্টারে জখমও হন ফিরোজ ৷ কিন্তু, শেষ পর্যন্ত পালাতে পারেননি তিনি ৷ পুলিশ তাঁকে ধরে ফেলে ৷
আরও পড়ুন: পরিবারের 3 সদস্য ও প্রতিবেশীকে কুপিয়ে খুন করল কিশোর
সংশ্লিষ্ট পুলিশ জেলার সুপার সৌরভ দীক্ষিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ফিরোজকে ধরতে বেশ কিছুদিন ধরেই নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল ৷ তাতেই ভয় পেয়ে যান তিনি ৷ এর আগে নৈনি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলেন ফিরোজ ৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছিল ৷ সেই মামলা লড়ার জন্য কিছু লোকের কাছ থেকে 4 লক্ষ টাকা দার নিয়েছিলেন তিনি ৷ একদিকে পুলিশের ঘন ঘন তল্লাশি অভিযান, অন্যদিকে ঋণের বোঝা ৷ এই দুই থেকেই মুক্তি পেতে চেয়েছিলেন ফিরোজ ৷ জেলে থাকাকালীন টেলিভিশনে একটি জনপ্রিয় ক্রাইম থ্রিলার দেখতেন ফিরোজ ৷ আর তা দেখেই নিজের যাবতীয় 'সমস্যা' থেকে মুক্তি পাওয়ার 'উপায়' খুঁজে বের করেন ফিরোজ ৷"
প্রায় দু'মাস আগে জামিনে ছাড়া পান ফিরোজ ৷ তখন থেকেই তিনি এমন একজনের খোঁজ শুরু করেন, যাঁকে তাঁর মতোই দেখতে হবে ! আর তা করতে গিয়েই আদতে বিহারের বক্সারের বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ সুরজ গুপ্তা নামে সেই যুবক পেশায় ইলেক্ট্রিশিয়ান ৷ ওই যুবককে ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে শহরেই থাকার জন্য রাজি করিয়ে নেন ফিরোজ ৷ এরপর গত 17 অক্টোবর সুরজকে নৈশভোজের নিমন্ত্রণ করেন ফিরোজ ৷ স্থানীয় মর্দাপুর গ্রামের কাছে একটি জায়গায় দেখা করেন তাঁরা ৷ সেখানেই দুই সঙ্গীর সাহায্যে সুরজকে শ্বাসরোধ করে খুন করেন ফিরোজ ৷ তারপর সেই যুবকের ধর থেকে মাথাটি কেটে নেন ৷ এমনকী, তাঁর গোপনাঙ্গও কেটে দেওয়া হয় ৷ যাতে সুরজের দেহটিকেই পুলিশ ফিরোজের দেহ বলে ভুল করে, তার জন্যই এত আয়োজন ! এখানেই শেষ নয় ৷ এরপর সুরজের মুণ্ডহীন দেহ পুড়িয়ে দেওয়া হয় ৷ সেই আধপোড়া ধরের পাশে নিজের ড্রাইভিং লাইসেন্স ফেলে যান ফিরোজ ৷
ফিরোজ ভেবেছিলেন, সুরজের দেহ পুলিশ পেয়ে গেলেই তাঁর বিরুদ্ধে চলা সমস্ত মামলা বন্ধ হয়ে যাবে ৷ কিন্তু, পুলিশ যখন সুরজের দেহটি পায়, তখনই কয়েকটি মোবাইল নম্বর পুলিশের হাতে আসে ৷ সেই নম্বরগুলিতে কথা বলে জানা যায়, নিহত ব্যক্তির নাম সুরজ গুপ্তা এবং তিনি আদতে বিহারের বাসিন্দা ৷ তদন্ত যত এগোয়, ততই পরিষ্কার হয় ঘটনা ৷ ফিরোজকে খুঁজে পাকড়াও করে পুলিশ ৷