ETV Bharat / bharat

Man Kills Friend for Money: মদ কেনার জন্য 50 টাকা না দেওয়ায় বন্ধুর হাতে 'খুন' শ্রমিক - 50 টাকা

Laborer Allegedly Kills His Friend for 50 Rupees: 50 টাকার জন্য বন্ধুর হাতে খুন হতে হল শ্রমিককে ৷ মদ কেনার জন্য টাকা চেয়েছিলেন অভিযুক্ত ৷ ঘটনাটি পঞ্জাবের ৷

Man Kills Friend for Money
বন্ধুর হাতে খুন হতে হল শ্রমিককে
author img

By

Published : Aug 3, 2023, 1:24 PM IST

খান্না(পঞ্জাব), 3 অগস্ট: মদ কেনার জন্য 50 টাকা না দেওয়ায় বন্ধুর হাতে খুন হতে হল শ্রমিককে । ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সামরালার ধিলওয়ান গ্রামে ৷ মৃত ব্যক্তির নাম শিবনাথ মুখ্য (45) ৷ তিনি বিহারের মতিহারী জেলার বাসিন্দা । ঘটনায় পুলিশ ইনারজিৎ মুখ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তিনি নেপালের বাসিন্দা ।

50 টাকার জন্য ঝামেলা: ডিএসপি ওয়ারিয়াম সিং জানিয়েছে, শিবনাথ এবং ইনারজিৎ মুখ্য দু'জনেই ঢিলওয়ান গ্রামে মাঠে কাজ করতেন । গতকাল রাতে দু'জনেই মদ এনে পান করতে শুরু করেন । মদ্যপান করতে করতে ইনারজিৎ শিবনাথকে আরও মদ দিতে বলেন । তবে শিবনাথ মদ দিতে অস্বীকার করে । মদ না দেওয়ায় ইনারজিৎ তাঁর কাছে 50 টাকা দাবি করেন । তবে 50 টাকা দিতে রাজি হয় না শিবনাথ ৷ আর টাকা না দেওয়ায় ইনারজিৎ মোটরের ওপর পড়ে থাকা লাঠি দিয়ে শিবনাথকে মারধর শুরু করে বলে অভিযোগ । এত নির্মমভাবে তাঁকে মারধর করা হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবনাথ মুখ্যর ।

আরও পড়ুন: মদ কিনতে গিয়ে কম পড়েছিল মাত্র 5 টাকা ! তার জেরেই পিটিয়ে খুন, ঘটনায় গ্রেফতার 4

লাঠি দিয়ে মারধর: জানা গিয়েছে, অভিযুক্ত ইনারজিৎ মদ্যপান করে ছিলেন । যার কারণে ঘটনার সময় তিনি জানতেনও না যে লাঠি দিয়ে লাগাতার আঘাতে শিবনাথের প্রাণ গিয়েছে । শিবনাথ মাটিতে পড়ে গেলেও অভিযুক্তে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে । এতে মাথায় আঘাত পান শিবনাথ এবং তাঁর মৃত্যু হয় ৷ হত্যার পর ইনারজিৎ মদ্যপ অবস্থায় পালাতে না পেরে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন । ভোর হতে না হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে । ইনারজিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে । অপরদিকে ময়নাতদন্ত শেষে শিবনাথের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

খান্না(পঞ্জাব), 3 অগস্ট: মদ কেনার জন্য 50 টাকা না দেওয়ায় বন্ধুর হাতে খুন হতে হল শ্রমিককে । ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সামরালার ধিলওয়ান গ্রামে ৷ মৃত ব্যক্তির নাম শিবনাথ মুখ্য (45) ৷ তিনি বিহারের মতিহারী জেলার বাসিন্দা । ঘটনায় পুলিশ ইনারজিৎ মুখ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তিনি নেপালের বাসিন্দা ।

50 টাকার জন্য ঝামেলা: ডিএসপি ওয়ারিয়াম সিং জানিয়েছে, শিবনাথ এবং ইনারজিৎ মুখ্য দু'জনেই ঢিলওয়ান গ্রামে মাঠে কাজ করতেন । গতকাল রাতে দু'জনেই মদ এনে পান করতে শুরু করেন । মদ্যপান করতে করতে ইনারজিৎ শিবনাথকে আরও মদ দিতে বলেন । তবে শিবনাথ মদ দিতে অস্বীকার করে । মদ না দেওয়ায় ইনারজিৎ তাঁর কাছে 50 টাকা দাবি করেন । তবে 50 টাকা দিতে রাজি হয় না শিবনাথ ৷ আর টাকা না দেওয়ায় ইনারজিৎ মোটরের ওপর পড়ে থাকা লাঠি দিয়ে শিবনাথকে মারধর শুরু করে বলে অভিযোগ । এত নির্মমভাবে তাঁকে মারধর করা হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবনাথ মুখ্যর ।

আরও পড়ুন: মদ কিনতে গিয়ে কম পড়েছিল মাত্র 5 টাকা ! তার জেরেই পিটিয়ে খুন, ঘটনায় গ্রেফতার 4

লাঠি দিয়ে মারধর: জানা গিয়েছে, অভিযুক্ত ইনারজিৎ মদ্যপান করে ছিলেন । যার কারণে ঘটনার সময় তিনি জানতেনও না যে লাঠি দিয়ে লাগাতার আঘাতে শিবনাথের প্রাণ গিয়েছে । শিবনাথ মাটিতে পড়ে গেলেও অভিযুক্তে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে । এতে মাথায় আঘাত পান শিবনাথ এবং তাঁর মৃত্যু হয় ৷ হত্যার পর ইনারজিৎ মদ্যপ অবস্থায় পালাতে না পেরে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন । ভোর হতে না হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে । ইনারজিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে । অপরদিকে ময়নাতদন্ত শেষে শিবনাথের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.