ETV Bharat / bharat

Mamata backs Rahul: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার - রাহুল গান্ধির পদ খারিজ

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের পরেই এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee tweets) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 24, 2023, 3:44 PM IST

Updated : Mar 24, 2023, 4:34 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) লোকসভার সাংসদ পদ খারিজ করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ এদিন দুপুরের এই ঘোষণার পরেই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের গণতন্ত্রের নতুন অবনমন হয়েছে বলে টুইট করেছেন তিনি (Mamata Banerjee slams BJP) ৷

এদিন রাহুল গান্ধির নাম না-করে মমতা টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপি'র প্রধান নিশানা হয়ে উঠেছেন ৷ একদিকে ফৌজদারি মামলায় অভিযুক্তদের কেন্দ্রের ক্যাবিনেটে জায়গা দেওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধী নেতাদের মন্তব্যের জন্য তাঁদের পদ খারিজ করে দেওয়া হচ্ছে ৷ আজ আমরা সাক্ষী থাকলাম আমাদের সাংবিধানিক গণতন্ত্রের নয়া অবনমনের ৷" টুইটে কোথাও কংগ্রেস সাংসদের নাম না-নিলেও, পদ খারিজ প্রসঙ্গের কথা উল্লেখ করে মমতা রাহুলের পাশে থাকারই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে ৷

  • In PM Modi’s New India, Opposition leaders have become the prime target of BJP!

    While BJP leaders with criminal antecedents are inducted into the cabinet, Opposition leaders are disqualified for their speeches.

    Today, we have witnessed a new low for our constitutional democracy

    — Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ অভিষেক তাঁর টুইটে লিখেছেন,"গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটি ৷"

সূত্রের খবর, এদিন দুপুরে যখন রাহুলের পদ খারিজের খবর আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এই খবর শোনার পর মমতা ও অভিষেক দু'জনেই কিছুক্ষণের জন্য বৈঠক ছেড়ে উঠে যান ৷ তারপরেই পর পর 5 মিনিটের ব্যবধানে টুইট করেন অভিষেক ও মমতা (Mamata and Abhishek backs Rahul Gandhi)৷

বর্তমানে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সম-দূরত্ব বজায় রাখার নীতিতে চলছে তৃণমূল ৷ সম্প্রতি দলীয় বৈঠকেও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন মমতা ৷ বিরোধী পরিসরে কংগ্রেসের 'দাদাগিরি' যে মানা হবে না সে বার্তাও একাধিকবার দিয়েছে ঘাসফুল শিবির ৷ সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের থেকে আলাদা ভাবে বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল ৷ এই প্রেক্ষিতে এদিন যেভাবে রাহুলের পদ খারিজের পর কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে ঝাঁঝালো আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে বিরোধী জোট ফের দানা বাঁধতে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন: সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

এদিন মমতা ও অভিষেকের টুইট রিটুইট করেছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক-ও-ব্রায়েন ৷ এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, রাহুলের সঙ্গে এদিন যা হল তাতে প্রমাণিত বিজেপি বিরোধী কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে ৷ এদিন যেটা হল 1950 সালের পর তা নজিরবিহীন ৷ দেশের গণতন্ত্রকে টেনে একদম নীচে নামিয়ে আনল বিজেপি ৷ দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনার নজির নেই ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি আর কত নীচে নমবে ৷

নয়াদিল্লি, 24 মার্চ: জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) লোকসভার সাংসদ পদ খারিজ করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ এদিন দুপুরের এই ঘোষণার পরেই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের গণতন্ত্রের নতুন অবনমন হয়েছে বলে টুইট করেছেন তিনি (Mamata Banerjee slams BJP) ৷

এদিন রাহুল গান্ধির নাম না-করে মমতা টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপি'র প্রধান নিশানা হয়ে উঠেছেন ৷ একদিকে ফৌজদারি মামলায় অভিযুক্তদের কেন্দ্রের ক্যাবিনেটে জায়গা দেওয়া হচ্ছে, অন্যদিকে বিরোধী নেতাদের মন্তব্যের জন্য তাঁদের পদ খারিজ করে দেওয়া হচ্ছে ৷ আজ আমরা সাক্ষী থাকলাম আমাদের সাংবিধানিক গণতন্ত্রের নয়া অবনমনের ৷" টুইটে কোথাও কংগ্রেস সাংসদের নাম না-নিলেও, পদ খারিজ প্রসঙ্গের কথা উল্লেখ করে মমতা রাহুলের পাশে থাকারই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে ৷

  • In PM Modi’s New India, Opposition leaders have become the prime target of BJP!

    While BJP leaders with criminal antecedents are inducted into the cabinet, Opposition leaders are disqualified for their speeches.

    Today, we have witnessed a new low for our constitutional democracy

    — Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ অভিষেক তাঁর টুইটে লিখেছেন,"গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটি ৷"

সূত্রের খবর, এদিন দুপুরে যখন রাহুলের পদ খারিজের খবর আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, এই খবর শোনার পর মমতা ও অভিষেক দু'জনেই কিছুক্ষণের জন্য বৈঠক ছেড়ে উঠে যান ৷ তারপরেই পর পর 5 মিনিটের ব্যবধানে টুইট করেন অভিষেক ও মমতা (Mamata and Abhishek backs Rahul Gandhi)৷

বর্তমানে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সম-দূরত্ব বজায় রাখার নীতিতে চলছে তৃণমূল ৷ সম্প্রতি দলীয় বৈঠকেও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন মমতা ৷ বিরোধী পরিসরে কংগ্রেসের 'দাদাগিরি' যে মানা হবে না সে বার্তাও একাধিকবার দিয়েছে ঘাসফুল শিবির ৷ সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের থেকে আলাদা ভাবে বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল ৷ এই প্রেক্ষিতে এদিন যেভাবে রাহুলের পদ খারিজের পর কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে ঝাঁঝালো আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে বিরোধী জোট ফের দানা বাঁধতে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন: সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

এদিন মমতা ও অভিষেকের টুইট রিটুইট করেছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক-ও-ব্রায়েন ৷ এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, রাহুলের সঙ্গে এদিন যা হল তাতে প্রমাণিত বিজেপি বিরোধী কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে ৷ এদিন যেটা হল 1950 সালের পর তা নজিরবিহীন ৷ দেশের গণতন্ত্রকে টেনে একদম নীচে নামিয়ে আনল বিজেপি ৷ দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনার নজির নেই ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি আর কত নীচে নমবে ৷

Last Updated : Mar 24, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.