ETV Bharat / bharat

Mamata-Modi Meeting: দিল্লিতে মোদি-মমতা বৈঠক শুরু - নরেন্দ্র মোদি

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দিল্লিতে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ৷ এই বৈঠকে (Mamata-Modi Meeting) প্রধানমন্ত্রীকে কী বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী, তা নিয়েই কৌতুহল রাজ্যবাসীর ৷

Mamata Banerjee will meet Narendra Modi in Delhi
Mamata-Modi Meeting: প্রধানমন্ত্রীকে কী বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী, নজরে মোদি-মমতা সাক্ষাৎ
author img

By

Published : Aug 5, 2022, 1:03 PM IST

Updated : Aug 5, 2022, 5:10 PM IST

কলকাতা ও নয়াদিল্লি, 5 অগস্ট: শুক্রবার বিকেল সাড়ে চারটের কিছু পরে দিল্লিতে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ৷ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে জাতীয় স্তরের সংবাদমাধ্যম, সকলেরই নজর রয়েছে এই বৈঠকে ৷ বিশেষ করে রাজ্যে যখন ইডি (ED), সিবিআই (CBI) তদন্তের দাপটে শাসক তৃণমূলের মাথাব্যথা বাড়ছে, এমন একটা সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে সব মহলেই কৌতূহল বাড়ছে ৷

এদিকে, যেদিন থেকে মমতার দিল্লি সফরের কথা প্রকাশ্যে এসেছে, সেদিন থেকেই এ নিয়ে সরব হয়েছে বাম, কংগ্রেস ৷ তাদের বক্তব্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) গ্রেফতার হওয়া, অর্পিতার ফ্ল্য়াট থেকে রাশি রাশি নগদ টাকা উদ্ধার এবং এই জুটির নামে একের পর এক সম্পত্তির হদিশ, তৃণমূলকে রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে ৷ বিরোধীদের দাবি, ইডি তদন্ত প্রক্রিয়া এভাবে এগিয়ে নিয়ে গেলে শাসকদল তথা রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার হতে হবে ৷ তেমনটা যদি সত্যিই হয়, তাহলে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিপদ বাড়বে মমতা ও তাঁর দলের ৷

আরও পড়ুন: Congress Mass Protest: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, নিয়োগ দুর্নীতির সঙ্গে শাসকদল বা রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই ৷ পার্থ চট্টোপাধ্য়ায়কেও কার্যত ঝেড়ে ফেলে দিয়েছে তারা ৷ এই প্রেক্ষাপটে বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে রাশ টানতেই মমতার এই দিল্লি সফর এবং মোদির সঙ্গে একান্ত বৈঠক বলে বারবার অভিযোগ করছে বাম, কংগ্রেস ৷ যদিও তৃণমূলের দাবি, রাজ্যের বকেয়া প্রাপ্য আদায় নিয়ে কথা বলতেই মোদির সঙ্গে বৈঠক করবেন মমতা ৷

বিরোধীদের মোদি-মমতা সেটিং তত্ত্ব খারিজ করে দিয়েছে রাজ্য বিজেপি-ও ৷ তবে, দলীয় সূত্রের খবর, বর্তমান সময় মোদি-মমতার বৈঠক নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব ৷ তাদের আশঙ্কা, এতে দলের নিচুতলার কর্মীদের মনোবল ভাঙতে পারে ৷ যদিও এ নিয়ে দলের নেতাদের মধ্যেই দ্বিমত রয়েছে ৷ তাঁদের একাংশ যেমন মনে করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যেকোনও সময়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন ৷ একই যুক্তি খাড়া করছে তৃণমূলও ৷

এদিকে, দিল্লি পৌঁছনোর পরই মমতা সেখানকার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ দলীয় সাংসদদের প্রতি তাঁর নির্দেশ, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্য়বহার-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা চালিয়ে যেতে হবে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, মমতা কিন্তু এবারের দিল্লি সফরে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি বা সাংসদ রাহুল গান্ধির সঙ্গে দেখা করবেন না ৷ এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে কংগ্রেস ৷ সূত্রের দাবি, সোনিয়া-রাহুলের সঙ্গে মমতার সাক্ষাৎ না-হলেও কংগ্রেসের কোনও প্রতিনিধি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করতে পারেন ৷

আরও পড়ুন: Mamata Delhi Visit: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে মমতা, সাক্ষাতের সম্ভাবনা মুর্মু-মোদির সঙ্গেও

এই মুহূর্তে সারা দেশে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস ৷ আবার কংগ্রেসকে বাদ দিয়ে জাতীয়স্তরে বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও অসম্ভব ৷ অন্যদিকে, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে শিবসেনার একাংশ, বিরোধী শিবিরের প্রায় সকলের বিরুদ্ধেই ইদানীং অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি, সিবিআই ৷ সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট জটিল ৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই জটিলতা কতটা কাটিয়ে উঠতে পারেন, তার একটা আভাস শুক্রবারের বৈঠকে (Mamata-Modi Meeting) পাওয়া যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ প্রসঙ্গত, এদিন মোদি ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ৷

কলকাতা ও নয়াদিল্লি, 5 অগস্ট: শুক্রবার বিকেল সাড়ে চারটের কিছু পরে দিল্লিতে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ৷ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে জাতীয় স্তরের সংবাদমাধ্যম, সকলেরই নজর রয়েছে এই বৈঠকে ৷ বিশেষ করে রাজ্যে যখন ইডি (ED), সিবিআই (CBI) তদন্তের দাপটে শাসক তৃণমূলের মাথাব্যথা বাড়ছে, এমন একটা সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে সব মহলেই কৌতূহল বাড়ছে ৷

এদিকে, যেদিন থেকে মমতার দিল্লি সফরের কথা প্রকাশ্যে এসেছে, সেদিন থেকেই এ নিয়ে সরব হয়েছে বাম, কংগ্রেস ৷ তাদের বক্তব্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) গ্রেফতার হওয়া, অর্পিতার ফ্ল্য়াট থেকে রাশি রাশি নগদ টাকা উদ্ধার এবং এই জুটির নামে একের পর এক সম্পত্তির হদিশ, তৃণমূলকে রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে ৷ বিরোধীদের দাবি, ইডি তদন্ত প্রক্রিয়া এভাবে এগিয়ে নিয়ে গেলে শাসকদল তথা রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার হতে হবে ৷ তেমনটা যদি সত্যিই হয়, তাহলে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিপদ বাড়বে মমতা ও তাঁর দলের ৷

আরও পড়ুন: Congress Mass Protest: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, নিয়োগ দুর্নীতির সঙ্গে শাসকদল বা রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই ৷ পার্থ চট্টোপাধ্য়ায়কেও কার্যত ঝেড়ে ফেলে দিয়েছে তারা ৷ এই প্রেক্ষাপটে বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে রাশ টানতেই মমতার এই দিল্লি সফর এবং মোদির সঙ্গে একান্ত বৈঠক বলে বারবার অভিযোগ করছে বাম, কংগ্রেস ৷ যদিও তৃণমূলের দাবি, রাজ্যের বকেয়া প্রাপ্য আদায় নিয়ে কথা বলতেই মোদির সঙ্গে বৈঠক করবেন মমতা ৷

বিরোধীদের মোদি-মমতা সেটিং তত্ত্ব খারিজ করে দিয়েছে রাজ্য বিজেপি-ও ৷ তবে, দলীয় সূত্রের খবর, বর্তমান সময় মোদি-মমতার বৈঠক নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব ৷ তাদের আশঙ্কা, এতে দলের নিচুতলার কর্মীদের মনোবল ভাঙতে পারে ৷ যদিও এ নিয়ে দলের নেতাদের মধ্যেই দ্বিমত রয়েছে ৷ তাঁদের একাংশ যেমন মনে করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যেকোনও সময়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন ৷ একই যুক্তি খাড়া করছে তৃণমূলও ৷

এদিকে, দিল্লি পৌঁছনোর পরই মমতা সেখানকার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ দলীয় সাংসদদের প্রতি তাঁর নির্দেশ, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্য়বহার-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা চালিয়ে যেতে হবে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, মমতা কিন্তু এবারের দিল্লি সফরে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি বা সাংসদ রাহুল গান্ধির সঙ্গে দেখা করবেন না ৷ এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে কংগ্রেস ৷ সূত্রের দাবি, সোনিয়া-রাহুলের সঙ্গে মমতার সাক্ষাৎ না-হলেও কংগ্রেসের কোনও প্রতিনিধি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করতে পারেন ৷

আরও পড়ুন: Mamata Delhi Visit: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে মমতা, সাক্ষাতের সম্ভাবনা মুর্মু-মোদির সঙ্গেও

এই মুহূর্তে সারা দেশে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস ৷ আবার কংগ্রেসকে বাদ দিয়ে জাতীয়স্তরে বিজেপি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও অসম্ভব ৷ অন্যদিকে, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে শিবসেনার একাংশ, বিরোধী শিবিরের প্রায় সকলের বিরুদ্ধেই ইদানীং অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি, সিবিআই ৷ সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট জটিল ৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই জটিলতা কতটা কাটিয়ে উঠতে পারেন, তার একটা আভাস শুক্রবারের বৈঠকে (Mamata-Modi Meeting) পাওয়া যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ প্রসঙ্গত, এদিন মোদি ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ৷

Last Updated : Aug 5, 2022, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.