ETV Bharat / bharat

Mamata Banerjee in UP : এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ঘুঁটি সাজাচ্ছেন মমতা - ললিতেশপতি ত্রিপাঠী

কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন 2 মে নির্বাচনের ফল বেরনোর আগে থেকে ৷ তা আরও পোক্ত হয়েছে 2 মে ৷ একে একে বিজেপি শাসিত ত্রিপুরা, গোয়ায় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ 2024-এ দিল্লির সিংহাসন সুনিশ্চিত করতে তৃণমূল সুপ্রিমোর নজর উত্তরপ্রদেশ নির্বাচনেও ৷

প্রিয়াঙ্কা-যোগী-মমতা
প্রিয়াঙ্কা-যোগী-মমতা
author img

By

Published : Oct 24, 2021, 3:56 PM IST

লখনৌ, 24 অক্টোবর : ত্রিপুরা, গোয়ার সঙ্গে কি এবার উত্তরপ্রদেশ ? মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নাকি যোগী রাজ্যের নির্বাচনেও অংশগ্রহণ করতে চলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দিল্লি যাত্রা স্থগিত রাখার জানিয়েছেন ৷ তাঁর পূর্বনির্ধারিত কার্যক্রমেরও বদল ঘটেছে ৷ শোনা যাচ্ছে, দিল্লির আগে তিনি উত্তরপ্রদেশ যাবেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লি পৌঁছাতে হলে উত্তরপ্রদেশ দখল করতে হবে ৷ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) প্রমাণ করেছেন ৷ তবে প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram) উত্তরপ্রদেশের থেকে গোয়াকে (Goa) বেশি গুরুত্ব দিচ্ছেন ৷ এই অর্থনীতিবিদ মনে করছেন, 2022-এ যে দল গোয়ায় সরকার গড়তে পারবে, 2024-এ সেই দল দিল্লির মসনদে বসবে ৷ প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নেতৃত্ব চিদম্বরমকে গোয়ার প্রচারে নিয়োগ করেছে ৷

পশ্চিমবঙ্গে হারের পর উত্তরপ্রদেশ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি ৷ কারণ, এর প্রত্যক্ষ প্রভাব পড়বে 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যও স্পষ্ট, যে কোনও ভাবে বিজেপির সব রকম পরিকল্পনার পথে বাধা সৃষ্টি করে তা বানচাল করা ৷ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন ৷ তবে উত্তরপ্রদেশের এই নির্বাচনী যুদ্ধে তৃণমূল কংগ্রেস অংশ নিলে তার পরোক্ষ প্রভাব পড়বে কংগ্রেসের উপর ৷ ক্ষতি হতে পারে কংগ্রেসের ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়া ভাল, কংগ্রেসকে বার্তা কুণালের

দিদির কথায়, "এক পায়ে বাংলায় বিজেপিকে শুইয়ে দিয়েছি ৷ এবার দু'টো পা দিয়ে উত্তরপ্রদেশ আর দিল্লিতে বিজেপিকে ধরাশায়ী করব ৷" ভবানীপুর উপনির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিকল্পনা কিছুটা বদলে ফেলেছেন ৷

সূত্র মারফত জানা গিয়েছে, এবার দিদি দিল্লির আগে লখনৌয়ে যাবেন ৷ 25 অক্টোবরের পর তিনি লখনৌ সফরে যেতে পারেন ৷ এতে বিজেপির উপর কোনও প্রভাব পড়ুক বা না পড়ুক, কংগ্রেসকে বেকায়দায় ফেলবেন তৃণমূল সুপ্রিমো ৷

সম্প্রতি বারাণসী থেকে কিষাণ ন্যায় যাত্রার (Kishan Nyay Rally) সূচনা করে যোগী আর মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কিন্তু বারাণসীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠী (Kamalapati Tripathi) পরিবারের সদস্য কংগ্রেসের ললিতেশপতি ত্রিপাঠীও (Laliteshpati Tripathi) নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, এমন কানাঘুষো শোনা যাচ্ছে ৷

জিতিন প্রসাদের (Jitin Prasada) পর প্রিয়াঙ্কা গান্ধির উত্তরপ্রদেশের দলকে জোর ধাক্কা দেবেন ললিতেশ ৷ কংগ্রেস নেত্রী গঠবন্ধনের পক্ষে কথা বললেও, হালফিল মায়াবতীর (Mayawati) বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) সঙ্গে ভাল সম্পর্ক নেই কংগ্রেসের ৷ তাহলে হাতে রইলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) অখিলেশ যাদব (Akhilesh Yadav), যার উপর নজর রয়েছে প্রিয়াঙ্কার ৷ কিন্তু এখানেও আগে থেকে প্যাঁচ কষে রেখেছেন মমতা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : লক্ষ্য বিধানসভা নির্বাচন, মাস শেষে গোয়া যাচ্ছেন মমতা

শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ নির্বাচনে কিছু আসনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে লড়বেন ৷ 2019-এর নির্বাচনের সময় থেকেই মমতা বিজেপিকে হারাতে গঠবন্ধনের প্রস্তুতি নিয়ে চলেছেন ৷

ত্রিপুরা, অসম আর গোয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে জোরদার প্রস্তুতি নিচ্ছেন দিদি ৷ এবার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি কংগ্রেসকেও ৷

অসম, গোয়ায় কংগ্রেসের বহু নেতা তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস ধাক্কা খেয়েছে ৷ উত্তরপ্রদেশে জিতিন প্রসাদের পর বড়সড় ব্রাহ্মণ নেতা ললিতেশ ত্রিপাঠী ৷ তাঁকে যদি নিজের পালে টানতে পারেন মমতা, তাহলে সেটা ত্রিপাঠী পরিবারের ইতিহাস হবে ৷ একশো বছরের মধ্যে এই পরিবারে প্রথম কেউ কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়ে রাজনীতিতে এগিয়ে যাবেন ৷

লখনৌতে ললিতেশপতি ত্রিপাঠীর তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা চলছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ললিতেশ ত্রিপাঠীর বাবা রাজেশপতি ত্রিপাঠীকে (Rajesh Pati Tripathi) তৃণমূলের কোটায় রাজ্যসভার সদস্য করতে পারেন ৷ আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে নির্বাচনী গঠবন্ধন তো প্রায় পাকা বলেই মনে করা হচ্ছে ৷

এতে ললিতেশপতি ত্রিপাঠীর হাতেই উত্তরপ্রদেশের কামান চালনার দায়িত্ব দেবেন মমতা ৷ আপাতত এই প্রদেশের দায়িত্বভার সামলাচ্ছেন নীরজ রায় ৷ তিনি জানিয়েছেন 35-রও বেশি জেলায় সংগঠন তৈরি করা হয়েছে ৷ দলে আঞ্চলিক স্তরের সমস্যাগুলোর কথা তুলে ধরা হচ্ছে ৷ পাশাপাশি চলছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রচার ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : উত্তরপ্রদেশ হাতে এলে মেয়েদের স্মার্টফোন আর স্কুটি দেওয়া হবে : প্রিয়াঙ্কা

লখনৌ, 24 অক্টোবর : ত্রিপুরা, গোয়ার সঙ্গে কি এবার উত্তরপ্রদেশ ? মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নাকি যোগী রাজ্যের নির্বাচনেও অংশগ্রহণ করতে চলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দিল্লি যাত্রা স্থগিত রাখার জানিয়েছেন ৷ তাঁর পূর্বনির্ধারিত কার্যক্রমেরও বদল ঘটেছে ৷ শোনা যাচ্ছে, দিল্লির আগে তিনি উত্তরপ্রদেশ যাবেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লি পৌঁছাতে হলে উত্তরপ্রদেশ দখল করতে হবে ৷ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) প্রমাণ করেছেন ৷ তবে প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram) উত্তরপ্রদেশের থেকে গোয়াকে (Goa) বেশি গুরুত্ব দিচ্ছেন ৷ এই অর্থনীতিবিদ মনে করছেন, 2022-এ যে দল গোয়ায় সরকার গড়তে পারবে, 2024-এ সেই দল দিল্লির মসনদে বসবে ৷ প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নেতৃত্ব চিদম্বরমকে গোয়ার প্রচারে নিয়োগ করেছে ৷

পশ্চিমবঙ্গে হারের পর উত্তরপ্রদেশ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি ৷ কারণ, এর প্রত্যক্ষ প্রভাব পড়বে 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যও স্পষ্ট, যে কোনও ভাবে বিজেপির সব রকম পরিকল্পনার পথে বাধা সৃষ্টি করে তা বানচাল করা ৷ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন ৷ তবে উত্তরপ্রদেশের এই নির্বাচনী যুদ্ধে তৃণমূল কংগ্রেস অংশ নিলে তার পরোক্ষ প্রভাব পড়বে কংগ্রেসের উপর ৷ ক্ষতি হতে পারে কংগ্রেসের ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়া ভাল, কংগ্রেসকে বার্তা কুণালের

দিদির কথায়, "এক পায়ে বাংলায় বিজেপিকে শুইয়ে দিয়েছি ৷ এবার দু'টো পা দিয়ে উত্তরপ্রদেশ আর দিল্লিতে বিজেপিকে ধরাশায়ী করব ৷" ভবানীপুর উপনির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিকল্পনা কিছুটা বদলে ফেলেছেন ৷

সূত্র মারফত জানা গিয়েছে, এবার দিদি দিল্লির আগে লখনৌয়ে যাবেন ৷ 25 অক্টোবরের পর তিনি লখনৌ সফরে যেতে পারেন ৷ এতে বিজেপির উপর কোনও প্রভাব পড়ুক বা না পড়ুক, কংগ্রেসকে বেকায়দায় ফেলবেন তৃণমূল সুপ্রিমো ৷

সম্প্রতি বারাণসী থেকে কিষাণ ন্যায় যাত্রার (Kishan Nyay Rally) সূচনা করে যোগী আর মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কিন্তু বারাণসীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠী (Kamalapati Tripathi) পরিবারের সদস্য কংগ্রেসের ললিতেশপতি ত্রিপাঠীও (Laliteshpati Tripathi) নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, এমন কানাঘুষো শোনা যাচ্ছে ৷

জিতিন প্রসাদের (Jitin Prasada) পর প্রিয়াঙ্কা গান্ধির উত্তরপ্রদেশের দলকে জোর ধাক্কা দেবেন ললিতেশ ৷ কংগ্রেস নেত্রী গঠবন্ধনের পক্ষে কথা বললেও, হালফিল মায়াবতীর (Mayawati) বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) সঙ্গে ভাল সম্পর্ক নেই কংগ্রেসের ৷ তাহলে হাতে রইলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) অখিলেশ যাদব (Akhilesh Yadav), যার উপর নজর রয়েছে প্রিয়াঙ্কার ৷ কিন্তু এখানেও আগে থেকে প্যাঁচ কষে রেখেছেন মমতা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : লক্ষ্য বিধানসভা নির্বাচন, মাস শেষে গোয়া যাচ্ছেন মমতা

শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ নির্বাচনে কিছু আসনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে লড়বেন ৷ 2019-এর নির্বাচনের সময় থেকেই মমতা বিজেপিকে হারাতে গঠবন্ধনের প্রস্তুতি নিয়ে চলেছেন ৷

ত্রিপুরা, অসম আর গোয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে জোরদার প্রস্তুতি নিচ্ছেন দিদি ৷ এবার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি কংগ্রেসকেও ৷

অসম, গোয়ায় কংগ্রেসের বহু নেতা তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস ধাক্কা খেয়েছে ৷ উত্তরপ্রদেশে জিতিন প্রসাদের পর বড়সড় ব্রাহ্মণ নেতা ললিতেশ ত্রিপাঠী ৷ তাঁকে যদি নিজের পালে টানতে পারেন মমতা, তাহলে সেটা ত্রিপাঠী পরিবারের ইতিহাস হবে ৷ একশো বছরের মধ্যে এই পরিবারে প্রথম কেউ কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়ে রাজনীতিতে এগিয়ে যাবেন ৷

লখনৌতে ললিতেশপতি ত্রিপাঠীর তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা চলছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ললিতেশ ত্রিপাঠীর বাবা রাজেশপতি ত্রিপাঠীকে (Rajesh Pati Tripathi) তৃণমূলের কোটায় রাজ্যসভার সদস্য করতে পারেন ৷ আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে নির্বাচনী গঠবন্ধন তো প্রায় পাকা বলেই মনে করা হচ্ছে ৷

এতে ললিতেশপতি ত্রিপাঠীর হাতেই উত্তরপ্রদেশের কামান চালনার দায়িত্ব দেবেন মমতা ৷ আপাতত এই প্রদেশের দায়িত্বভার সামলাচ্ছেন নীরজ রায় ৷ তিনি জানিয়েছেন 35-রও বেশি জেলায় সংগঠন তৈরি করা হয়েছে ৷ দলে আঞ্চলিক স্তরের সমস্যাগুলোর কথা তুলে ধরা হচ্ছে ৷ পাশাপাশি চলছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রচার ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : উত্তরপ্রদেশ হাতে এলে মেয়েদের স্মার্টফোন আর স্কুটি দেওয়া হবে : প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.