ETV Bharat / bharat

Mamata Attacks Modi : উত্তরপ্রদেশে অখিলেশ জিতলে 24-এ মোদি হারবে, দাবি মমতার - Mamata Banerjee Says if Akhilesh Yadav wins in UP then Modi will lose in 2024

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে নির্বাচনী প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Varanasi for Election Campaign) ৷ বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সংসদীয় ক্ষেত্র ৷ সেখানে দাঁড়িয়ে এদিন বাংলার মুখ্যমন্ত্রী বললেন, উত্তরপ্রদেশে অখিলেশ জিতলে 24-এ মোদি হারবে (Mamata Banerjee Says if Akhilesh Yadav wins in UP then Modi will lose in 2024) ৷

mamata banerjee says if akhilesh yadav wins in up then modi will lose in 2024
Mamata Attacks Modi : উত্তরপ্রদেশে অখিলেশ জিতলে 24-এ মোদি হারবে, দাবি মমতার
author img

By

Published : Mar 3, 2022, 6:47 PM IST

বারাণসী, 3 মার্চ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হার কেন জরুরি, বৃহস্পতিবার সেই কথাই ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লক্ষ্মীবারে কাশীধামে দাঁড়িয়ে সেই ব্যাখ্যার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন তাঁর একমাত্র লক্ষ্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) আসন থেকে উৎখাত করা ৷

এদিন মমতা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বারাণসীতে এক জনসভায় বক্তৃতা করেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee at Varanasi for Election Campaign) ৷ সমাজবাদী পার্টি আয়োজিত সেই সভা থেকে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ কখনও তাঁর নিশানায় ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আবার কখনও তিনি স্বভাবসিদ্ধ ঢঙে আক্রমণ করলেন নরেন্দ্র মোদিকে ৷

সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের জোটকে জেতানোর আবেদন করেছেন ৷ তাঁর কথায়, অখিলেশ যাদব জিতলে 2024-এ নরেন্দ্র মোদিও হেরে যাবে (Mamata Banerjee Says if Akhilesh Yadav wins in UP then Modi will lose in 2024) ৷ তাই শেষদফায় উত্তরপ্রদেশের ভোটারদের তিনি সাইকেলেই ভোট দিতে অনুরোধ করেছেন ৷

বারাণসীতে সমাজবাদী পার্টির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয় রাজনীতিতে অন্যতম মিথ হল উত্তরপ্রদেশ যার, দিল্লি তার ৷ অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষমতায় না থাকলে দিল্লি ধরে রাখা যায় না ৷ ফলে উত্তর প্রদেশের বিধানসভা ভোটে বিজেপিকে হারাতে পারলে 2024-এর লোকসভা নির্বাচনে লড়াই আরও সহজ হবে, তা বিলক্ষণ জানেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেই কারণেই তিনি এই কথা বলেছেন বলে রাজনৈতিক মহলের মত ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে হারছে বিজেপি, অখিলেশকে পাশে নিয়ে বললেন মমতা

অন্যদিকে উত্তরপ্রদেশের যোগী সরকারেরও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনাকালে কোভিডে মৃতদের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি ৷ তাঁর সরকার পশ্চিমবঙ্গে যে ওই মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করেছিল, তাও উল্লেখ করেছেন তিনি ৷ পাশাপাশি উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে, অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি, দুর্নীতি, খুনের রাজনীতি-সহ একাধিক অভিযোগ করেছেন ৷

সরাসরি আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও (Mamata Banerjee Slams UP CM Yogi Adityanath) ৷ মমতার কথায়, নামের যোগী, কিন্তু কাজে ভোগী৷ শুধু ভোগ করে৷ শুধু বড় বড় কথা বলে ৷

বারাণসী, 3 মার্চ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হার কেন জরুরি, বৃহস্পতিবার সেই কথাই ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লক্ষ্মীবারে কাশীধামে দাঁড়িয়ে সেই ব্যাখ্যার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন তাঁর একমাত্র লক্ষ্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) আসন থেকে উৎখাত করা ৷

এদিন মমতা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বারাণসীতে এক জনসভায় বক্তৃতা করেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee at Varanasi for Election Campaign) ৷ সমাজবাদী পার্টি আয়োজিত সেই সভা থেকে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ কখনও তাঁর নিশানায় ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আবার কখনও তিনি স্বভাবসিদ্ধ ঢঙে আক্রমণ করলেন নরেন্দ্র মোদিকে ৷

সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের জোটকে জেতানোর আবেদন করেছেন ৷ তাঁর কথায়, অখিলেশ যাদব জিতলে 2024-এ নরেন্দ্র মোদিও হেরে যাবে (Mamata Banerjee Says if Akhilesh Yadav wins in UP then Modi will lose in 2024) ৷ তাই শেষদফায় উত্তরপ্রদেশের ভোটারদের তিনি সাইকেলেই ভোট দিতে অনুরোধ করেছেন ৷

বারাণসীতে সমাজবাদী পার্টির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয় রাজনীতিতে অন্যতম মিথ হল উত্তরপ্রদেশ যার, দিল্লি তার ৷ অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষমতায় না থাকলে দিল্লি ধরে রাখা যায় না ৷ ফলে উত্তর প্রদেশের বিধানসভা ভোটে বিজেপিকে হারাতে পারলে 2024-এর লোকসভা নির্বাচনে লড়াই আরও সহজ হবে, তা বিলক্ষণ জানেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেই কারণেই তিনি এই কথা বলেছেন বলে রাজনৈতিক মহলের মত ৷

আরও পড়ুন : উত্তরপ্রদেশে হারছে বিজেপি, অখিলেশকে পাশে নিয়ে বললেন মমতা

অন্যদিকে উত্তরপ্রদেশের যোগী সরকারেরও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনাকালে কোভিডে মৃতদের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি ৷ তাঁর সরকার পশ্চিমবঙ্গে যে ওই মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করেছিল, তাও উল্লেখ করেছেন তিনি ৷ পাশাপাশি উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে, অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি, দুর্নীতি, খুনের রাজনীতি-সহ একাধিক অভিযোগ করেছেন ৷

সরাসরি আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও (Mamata Banerjee Slams UP CM Yogi Adityanath) ৷ মমতার কথায়, নামের যোগী, কিন্তু কাজে ভোগী৷ শুধু ভোগ করে৷ শুধু বড় বড় কথা বলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.