ETV Bharat / bharat

Mamata on UP Poll : উত্তরপ্রদেশে হারছে বিজেপি, অখিলেশকে পাশে নিয়ে বললেন মমতা

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির সমর্থনে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Varanasi for Election Campaign) ৷ সেই সভা থেকে অখিলেশকে পাশে নিয়ে তৃণমূল নেত্রী বললেন, উত্তরপ্রদেশে হারছে বিজেপি (Mamata Banerjee says BJP is losing in UP) ৷

mamata-banerjee-says-bjp-is-losing-in-up
Mamata on UP Poll : উত্তর প্রদেশে হারছে বিজেপি, অখিলেশকে পাশে নিয়ে বললেন মমতা
author img

By

Published : Mar 3, 2022, 4:37 PM IST

Updated : Mar 3, 2022, 4:42 PM IST

বারাণসী, 3 মার্চ : উত্তরপ্রদেশে বিজেপির হার আসন্ন ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says BJP is losing in UP) ৷ গতকাল, বুধবার তাঁকে ঘিরে বারাণসীতে যে বিক্ষোভ হয়েছিল, সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের চেয়ারপার্সন (TMC Chairperson Mamata Banerjee) ৷

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) লড়ছে না তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু এবারের ভোটে ওই রাজ্যে গিয়ে দুই দফায় প্রচার করলেন তৃণমূল নেত্রী ৷ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Samajwadi Party Leader Akhilesh Yadav) সমর্থনে তিনি প্রচার করছেন ৷ বৃহস্পতিবার তেমনই একটি প্রচার সভা থেকে মমতা এই কথা বলেছেন ৷

এদিন তিনি বলেন, ‘‘আমি গতকাল বিমানবন্দর থেকে আসছিলাম এবং ঘাটের (দশাশ্বমেধ) দিকে যাচ্ছিলাম ৷ কয়েকজন বিজেপি কর্মী, যাঁদের হিংসা ছড়ানো ছাড়া মাথায় কিছু নেই, তাঁরা আমার গাড়ি আটকায় ৷ তাঁরা আমার গাড়িতে হামলা চালায় ৷ আমাকে ধাক্কা দেয় ৷ আমাকে ফিরে যেতে বলে ৷’’ তৃণমূল নেত্রীর দাবি, ‘‘তখন আমার মনে হল, তারা তো চলে যাচ্ছে (ক্ষমতা থেকে) ৷ ওরা পুরোটাই চলে গিয়েছে ৷ ওদের হার আসন্ন ৷’’

এর পর নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি ৷ বলেন, ‘‘আমি ভিতু নই ৷ আমি লড়াকু মনোভাবের ৷ দীর্ঘসময় লড়াই করেছি ৷ সিপিএম আমাকে অতীতে আক্রমণ করেছে ৷ আমাকে লাঠি দিয়ে মারা হয়েছে ৷ আমার দিকে গুলি ছোড়া হয়েছে একাধিকবার ৷ আমি কখনও মাথানত করিনি ৷’’

তিনি আরও একবার গতকালের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন ৷ তাঁকে বিক্ষোভ দেখানোর সময় তিনি যে গাড়ি থেকে নেমেছিলেন, সেই বিষয়টিও উল্লেখ করেন মমতা ৷ তাঁর দাবি, তিনি দেখতে চেয়েছিলেন যে বিক্ষোভকারীরা কতদূর যেতে পারে ৷ বিজেপি যে হারছে, তা ওই বিক্ষোভ থেকেই স্পষ্ট হয়েছে বলে মমতার দাবি ৷ একই সঙ্গে মমতার দাবি, তিনি উত্তরপ্রদেশে প্রচারে এলে যদি বিজেপির ফল খারাপ হয়, তাহলে তিনি হাজারবার আসতে রাজি ৷

আরও পড়ুন : Mamata In Varanasi : 'গো-ব্যাক' স্লোগান উপেক্ষা করে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেই আরতি দেখলেন মমতা

বারাণসী, 3 মার্চ : উত্তরপ্রদেশে বিজেপির হার আসন্ন ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says BJP is losing in UP) ৷ গতকাল, বুধবার তাঁকে ঘিরে বারাণসীতে যে বিক্ষোভ হয়েছিল, সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের চেয়ারপার্সন (TMC Chairperson Mamata Banerjee) ৷

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) লড়ছে না তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু এবারের ভোটে ওই রাজ্যে গিয়ে দুই দফায় প্রচার করলেন তৃণমূল নেত্রী ৷ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Samajwadi Party Leader Akhilesh Yadav) সমর্থনে তিনি প্রচার করছেন ৷ বৃহস্পতিবার তেমনই একটি প্রচার সভা থেকে মমতা এই কথা বলেছেন ৷

এদিন তিনি বলেন, ‘‘আমি গতকাল বিমানবন্দর থেকে আসছিলাম এবং ঘাটের (দশাশ্বমেধ) দিকে যাচ্ছিলাম ৷ কয়েকজন বিজেপি কর্মী, যাঁদের হিংসা ছড়ানো ছাড়া মাথায় কিছু নেই, তাঁরা আমার গাড়ি আটকায় ৷ তাঁরা আমার গাড়িতে হামলা চালায় ৷ আমাকে ধাক্কা দেয় ৷ আমাকে ফিরে যেতে বলে ৷’’ তৃণমূল নেত্রীর দাবি, ‘‘তখন আমার মনে হল, তারা তো চলে যাচ্ছে (ক্ষমতা থেকে) ৷ ওরা পুরোটাই চলে গিয়েছে ৷ ওদের হার আসন্ন ৷’’

এর পর নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি ৷ বলেন, ‘‘আমি ভিতু নই ৷ আমি লড়াকু মনোভাবের ৷ দীর্ঘসময় লড়াই করেছি ৷ সিপিএম আমাকে অতীতে আক্রমণ করেছে ৷ আমাকে লাঠি দিয়ে মারা হয়েছে ৷ আমার দিকে গুলি ছোড়া হয়েছে একাধিকবার ৷ আমি কখনও মাথানত করিনি ৷’’

তিনি আরও একবার গতকালের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন ৷ তাঁকে বিক্ষোভ দেখানোর সময় তিনি যে গাড়ি থেকে নেমেছিলেন, সেই বিষয়টিও উল্লেখ করেন মমতা ৷ তাঁর দাবি, তিনি দেখতে চেয়েছিলেন যে বিক্ষোভকারীরা কতদূর যেতে পারে ৷ বিজেপি যে হারছে, তা ওই বিক্ষোভ থেকেই স্পষ্ট হয়েছে বলে মমতার দাবি ৷ একই সঙ্গে মমতার দাবি, তিনি উত্তরপ্রদেশে প্রচারে এলে যদি বিজেপির ফল খারাপ হয়, তাহলে তিনি হাজারবার আসতে রাজি ৷

আরও পড়ুন : Mamata In Varanasi : 'গো-ব্যাক' স্লোগান উপেক্ষা করে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেই আরতি দেখলেন মমতা

Last Updated : Mar 3, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.