ETV Bharat / bharat

Mamata Naveen Meeting: সৌজন্য সাক্ষাতেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা মমতা-নবীনের - নবীন পট্টনায়েক

বৃহস্পতিবার বিকেলে নবীন পট্টানায়েকের সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Naveen Meeting) ৷ বৈঠকের পর কী বললেন তাঁরা ?

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
মুখোমুখি মমতা ও নবীন
author img

By

Published : Mar 23, 2023, 6:31 PM IST

Updated : Mar 23, 2023, 7:37 PM IST

যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, 23 মার্চ: লক্ষ্মীবারে জগন্নাথের রাজ্য়ে 'সৌজন্য সাক্ষাৎ' সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Mamata Naveen Meeting) ৷ তবে, সেই সৌজন্য সাক্ষাতের মধ্য়েই রাষ্ট্রের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা হল তাঁদের মধ্যে ৷ কথা হল, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অটুট রাখার পন্থা এবং প্রয়োজনীয়তা নিয়েও ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
ওডিশার উপহার

দিনকয়েক আগেই কলকাতার কালীঘাটের বাড়িতে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন মমতা ৷ আর বৃহস্পতিবার তিনি দেখা করলেন নবীনের সঙ্গে ৷ এদিন বিকেল 4টে 30 মিনিট নাগাদ ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের বাসভবনে পৌঁছে যান মমতা ৷ তাঁকে সাদর অভ্যর্থনা জানান নবীন ৷ প্রতিবেশী দুই রাজ্যের প্রশাসনিক প্রধানের মধ্যে কুশল বিনিময় হয় ৷ কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে ৷ যার মধ্যে অন্যতম হল, ওড়িশার মাটিতে (পুরীতে) বাংলার নতুন গেস্ট হাউস তৈরি সংক্রান্ত আলোচনা ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
শ্রদ্ধাজ্ঞাপন

বৈঠকের পর ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, এদিন তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে কোনও গভীর আলোচনা হয়নি ৷ তবে, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে চিরস্থায়ী এবং দৃঢ় থাকা দরকার, তা নিয়ে মমতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানান নবীন ৷ অন্যদিকে মমতা বলেন, "ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নবীনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা তিনি সমর্থন করেন ৷" পাশাপাশি, দেশের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার নিয়েও কথা হয় তাঁদের মধ্যে ৷ আর এই জায়গা থেকেই এদিনের বৈঠককে কেবলমাত্র 'সৌজন্য সাক্ষাৎ' বলে মানতে রাজি নয় ওয়াকিবহাল মহল ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
নবীনকে মমতার উপহার

মমতা বারবার বলছেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চাইছে ! তারা গণতান্ত্রিক অধিকার খর্ব করছে ! চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচারের ঝাঁঝ ক্রমশ আরও বাড়াচ্ছেন মমতা ৷ কংগ্রেসকে বাদ দিয়ে অন্য়ান্য আঞ্চলিক দলের সঙ্গে রাজনৈতিক জোট ও বোঝাপড়ার বার্তা দিচ্ছেন ৷ এমন একটি প্রেক্ষাপটে মমতা-নবীনের বৈঠকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা সংক্রান্ত আলোচনা আদতে বিজেপিবিরোধী বোঝাপড়ারই নামান্তর বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷ যদিও সংশ্লিষ্ট দুই মুখ্যমন্ত্রী তেমন কোনও কথা প্রকাশ্যে অন্তত বলেননি ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
স্বাগত

আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরেও মা-মাটি-মানুষ গোত্রে পুজো মুখ্যমন্ত্রীর

এদিন মমতার মুখে নবীনের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, "নবীনজি বিরাট মাপের নেতা ৷ তাঁর নেতৃত্ব স্বর্ণতুল্য ৷ আমরা দিঘায় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছি ৷ সেখানে যাওয়ার জন্য আমি নবীনজিকে আমন্ত্রণ জানিয়েছি ৷" প্রসঙ্গত, এরপর কলকাতায় ফিরে গিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করবেন মমতা !

যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, 23 মার্চ: লক্ষ্মীবারে জগন্নাথের রাজ্য়ে 'সৌজন্য সাক্ষাৎ' সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Mamata Naveen Meeting) ৷ তবে, সেই সৌজন্য সাক্ষাতের মধ্য়েই রাষ্ট্রের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা হল তাঁদের মধ্যে ৷ কথা হল, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অটুট রাখার পন্থা এবং প্রয়োজনীয়তা নিয়েও ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
ওডিশার উপহার

দিনকয়েক আগেই কলকাতার কালীঘাটের বাড়িতে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন মমতা ৷ আর বৃহস্পতিবার তিনি দেখা করলেন নবীনের সঙ্গে ৷ এদিন বিকেল 4টে 30 মিনিট নাগাদ ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের বাসভবনে পৌঁছে যান মমতা ৷ তাঁকে সাদর অভ্যর্থনা জানান নবীন ৷ প্রতিবেশী দুই রাজ্যের প্রশাসনিক প্রধানের মধ্যে কুশল বিনিময় হয় ৷ কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে ৷ যার মধ্যে অন্যতম হল, ওড়িশার মাটিতে (পুরীতে) বাংলার নতুন গেস্ট হাউস তৈরি সংক্রান্ত আলোচনা ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
শ্রদ্ধাজ্ঞাপন

বৈঠকের পর ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, এদিন তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে কোনও গভীর আলোচনা হয়নি ৷ তবে, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে চিরস্থায়ী এবং দৃঢ় থাকা দরকার, তা নিয়ে মমতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানান নবীন ৷ অন্যদিকে মমতা বলেন, "ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নবীনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা তিনি সমর্থন করেন ৷" পাশাপাশি, দেশের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার নিয়েও কথা হয় তাঁদের মধ্যে ৷ আর এই জায়গা থেকেই এদিনের বৈঠককে কেবলমাত্র 'সৌজন্য সাক্ষাৎ' বলে মানতে রাজি নয় ওয়াকিবহাল মহল ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
নবীনকে মমতার উপহার

মমতা বারবার বলছেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চাইছে ! তারা গণতান্ত্রিক অধিকার খর্ব করছে ! চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচারের ঝাঁঝ ক্রমশ আরও বাড়াচ্ছেন মমতা ৷ কংগ্রেসকে বাদ দিয়ে অন্য়ান্য আঞ্চলিক দলের সঙ্গে রাজনৈতিক জোট ও বোঝাপড়ার বার্তা দিচ্ছেন ৷ এমন একটি প্রেক্ষাপটে মমতা-নবীনের বৈঠকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা সংক্রান্ত আলোচনা আদতে বিজেপিবিরোধী বোঝাপড়ারই নামান্তর বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷ যদিও সংশ্লিষ্ট দুই মুখ্যমন্ত্রী তেমন কোনও কথা প্রকাশ্যে অন্তত বলেননি ৷

Mamata Banerjee meets Naveen Patnaik at his Bhubaneswar House
স্বাগত

আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরেও মা-মাটি-মানুষ গোত্রে পুজো মুখ্যমন্ত্রীর

এদিন মমতার মুখে নবীনের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, "নবীনজি বিরাট মাপের নেতা ৷ তাঁর নেতৃত্ব স্বর্ণতুল্য ৷ আমরা দিঘায় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছি ৷ সেখানে যাওয়ার জন্য আমি নবীনজিকে আমন্ত্রণ জানিয়েছি ৷" প্রসঙ্গত, এরপর কলকাতায় ফিরে গিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করবেন মমতা !

Last Updated : Mar 23, 2023, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.