হায়দরাবাদ, 12 এপ্রিল: দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে 'গরিব' হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশের 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতার সম্পত্তির পরিমাণই সবচেয়ে কম, মাত্র 15 লক্ষ টাকা ৷ নির্বাচন কমিশনের কাছে দেশের 28টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যে হলফনামা জমা দিয়েছেন তার ভিত্তিতেই এই তথ্য উঠে এসেছে একটি রিপোর্টে ৷ যদিও বর্তমানে জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী পদে কেউ নেই ৷ তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বিত্তশালী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 510 কোটি টাকা ৷
দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচনী ফলাফল নিয়ে কাজ করে থাকে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ৷ এই সংস্থার রিপোর্টেই সম্প্রতি এই তথ্য উঠে এসেছে ৷ নির্বাচন কমিশনে জমা পড়া তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে মমতাই বর্তমানে দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যাঁর সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকারও কম ৷
এই তালিকা অনুযায়ী, মমতার পর সবচেয়ে কম সম্পত্তির অধিকারী কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকার সামান্য বেশি ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরেরও স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট অঙ্ক প্রায় 1 কোটি টাকা ৷ এডিআর-এর রিপোর্টে আরও বলা হয়েছে বিত্তশালী মুখ্যমন্ত্রীদের তালিকায় অন্ধ্রের মুখ্যমন্ত্রীর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু ৷ 163 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক তিনি ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মোট সম্পত্তি 63 কোটি টাকারও বেশি ৷
আরও পড়ুন: আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনেই নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে: মোদি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিহারের নীতীশ কুমারের সম্পত্তির পরিমাণ 3 কোটি টাকার উপরে ৷ এই রিপোর্ট অনুযায়ী, দেশের 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 97 শতাংশই কোটিপতি ৷ গড় ধরলে দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির অঙ্ক দাঁড়ায় 33.96 কোটির ৷ তথ্য আরও বলছে, এই মুখ্যমন্ত্রীদের মধ্যে 43 শতাংশের বিরুদ্ধেই গুরুতর ফৌজদারি মামলা রয়েছে ৷ সেই তালিকায় আছে খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো গুরুতর অভিযোগ ৷ রয়েছে জামিন অযোগ্য ধারায় অভিযোগও ৷