ETV Bharat / bharat

Mamata invites Modi to BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার - Mamata invites Modi in BGBS

আগামী এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হবে ৷ পশ্চিমবঙ্গ সরকারের সেই শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata invites Modi to BGBS) ৷

mamata banerjee invites narendra modi in bengal industry summit
mamata invites modi in BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার
author img

By

Published : Nov 24, 2021, 5:59 PM IST

Updated : Nov 24, 2021, 8:14 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সম্মেলনে (Bengal Global Business Summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee invites Narendra Modi) ৷ বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি মোদিকে আমন্ত্রণ জানান ৷

এদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক হয় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে৷ বৈঠকের পর বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক বিরোধ যতই থাক, কেন্দ্র রাজ্য সম্পর্কে যেন এর প্রভাব না পড়ে ৷ তিনি সেই কথাই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ৷ সেই সঙ্গে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit 2022) প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মমতা (Mamata invites Modi to BGBS) ৷ মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee Wants to Go to Haryana: "ডাকলে আমি হরিয়ানাতেও যাব", দিল্লি থেকে ঘোষণা মমতার

এদিনের বৈঠকে আরও কী কী আলোচনা হয়েছে, তাও জানান মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, বিএসএফ নিয়ে আলোচনা হয়েছে (bsf jurisdiction increase issue) ৷ ভারতের সাংবিধানিক কাঠামো ঠিক রাখা জরুরি ৷ বিএসএফ তাঁদের শত্রু নয় ৷ কিন্তু বিএসএফকে বেশি ক্ষমতা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সমস্যা হবে ৷ বিএসএফের গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগও তুলেছেন ৷

বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার

তাই তাঁর দাবি, দেশের সাংবিধানিক কাঠামোকে অপ্রয়োজনীয় ভাবে সমস্যায় ফেলা উচিত নয় ৷ তাই বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ মোদির কাছে করেছেন মমতা ৷ তাছাড়া তিনি করোনার আরও ডোজ, পাট শিল্প সংক্রান্ত সমস্যা এবং রাজ্যের বরাদ্দ নিয়েও দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

নয়াদিল্লি, 24 নভেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সম্মেলনে (Bengal Global Business Summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee invites Narendra Modi) ৷ বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি মোদিকে আমন্ত্রণ জানান ৷

এদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক হয় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে৷ বৈঠকের পর বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক বিরোধ যতই থাক, কেন্দ্র রাজ্য সম্পর্কে যেন এর প্রভাব না পড়ে ৷ তিনি সেই কথাই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ৷ সেই সঙ্গে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit 2022) প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মমতা (Mamata invites Modi to BGBS) ৷ মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee Wants to Go to Haryana: "ডাকলে আমি হরিয়ানাতেও যাব", দিল্লি থেকে ঘোষণা মমতার

এদিনের বৈঠকে আরও কী কী আলোচনা হয়েছে, তাও জানান মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, বিএসএফ নিয়ে আলোচনা হয়েছে (bsf jurisdiction increase issue) ৷ ভারতের সাংবিধানিক কাঠামো ঠিক রাখা জরুরি ৷ বিএসএফ তাঁদের শত্রু নয় ৷ কিন্তু বিএসএফকে বেশি ক্ষমতা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সমস্যা হবে ৷ বিএসএফের গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগও তুলেছেন ৷

বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার

তাই তাঁর দাবি, দেশের সাংবিধানিক কাঠামোকে অপ্রয়োজনীয় ভাবে সমস্যায় ফেলা উচিত নয় ৷ তাই বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ মোদির কাছে করেছেন মমতা ৷ তাছাড়া তিনি করোনার আরও ডোজ, পাট শিল্প সংক্রান্ত সমস্যা এবং রাজ্যের বরাদ্দ নিয়েও দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

Last Updated : Nov 24, 2021, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.