ETV Bharat / bharat

Mamata Banerjee : মোদির পর ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি - মমতার দিল্লি সফর

নরেন্দ্র মোদির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ দিল্লিতে ছাতা হাতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা ৷ সাংবাদিকদের সুস্থতা কামনার পাশাপাশি তাঁদের বৃষ্টিতে না ভেজার পরামর্শও দেন তিনি ৷

Mamata Banerjee holding umbrella at press conference in Delhi
Mamata Banerjee : মোদি পর ছাতা ধরলেন দিদি !
author img

By

Published : Jul 27, 2021, 6:16 PM IST

Updated : Jul 28, 2021, 7:54 AM IST

নয়াদিল্লি, 27 জুলাই : মোদির পর দিদি ৷ সামান্য এক ছাতাই যেন মিলিয়ে দিল দু’জনকে ! গত 19 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনে প্রথা মাফিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেদিন মোদির যে আচরণ সকলের নজর কেড়েছিল, তা হল ছাতা হাতে বক্তব্য পেশ ! সেদিন বৃষ্টির মধ্যেই বাইরে এসেছিলেন প্রধানমন্ত্রী ৷ নিয়ম অনুসারে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও ব্যক্তিরই তাঁর মাথার উপর ছাতা ধরে রাখার কথা ৷ কিন্তু মোদি সেসবের ধার ধারেননি ৷ আগাগোড়া বাঁ হাতে ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে যান তিনি ৷ মঙ্গলবার সেই ছবিই আরও একবার তাজা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ রাজধানীর মাটিতে দাঁড়িয়ে বাঁ-হাতে ছাতা আর ডান হাতে মাইক্রোফোন ধরেই সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন তিনি ৷

আরও পড়ুন : নিজের ছাতা নিজেই ধরলেন মোদি, আপ্লুত গেরুয়া শিবির

গত 19 জুলাই প্রকাশ্যে মোদিকে ছাতা ধরতে দেখেই তাঁর প্রশংসা শুরু করে দেয় বিজেপি তথা গেরুয়াশিবির ৷ উদ্দেশ্য ছিল একটাই ৷ ভারতের সবথেকে ক্ষমতাবান ব্যক্তিটি যে আদতে মাটির মানুষ, সেটা বোঝাতেই উঠে-পড়ে লাগেন বিজেপির নেতা, কর্মীরা ৷ শুরু হয় পাল্টা কটাক্ষও ৷ অনেকেরই প্রশ্ন ছিল, মোদি নিজে হাতে ছাতা ধরলেন ! অথচ সামান্য বৃষ্টিতে জুতো ভিজে যাওয়ার আশঙ্কায় মাটিতে দাঁড়াতে পারলেন না ? আসলে সেদিন প্রধানমন্ত্রী সবুজ রঙের একটি পাপোসের উপর দাঁড়িয়ে ছিলেন ৷ এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায় ৷ তবে সমালোচনা হোক বা প্রশংসা, বাদল অধিবেশনের সূচনা পর্বে ছাতা হাতে মোদি ছিলেন হট টপিক ৷

কী বললেন মমতা

তবে কি সেটা বুঝেই মঙ্গলবার দিদিও নিজের ছাতা নিজেই সামলালেন ? কিন্তু, মোদি আর দিদির মধ্যে বেশ কিছু ফারাক বড্ড বেশি প্রকট ৷ তাই মোদি ছাতা ধরেছেন বলেই দিদিও ধরেছেন, এমনটা চট করে বলে দেওয়া যায় না ৷ মোদি অনেক বেশি ফরম্যাল ৷ প্রোটোকল মেনে চলা পছন্দ করেন ৷ উল্টো দিকে মমতা এসবের ধার ধারেন না ৷ প্রায়শই নিরাপত্তা বলয় ভেঙে চলে যান সাধারণের মাঝে ৷ হয়তো এই ফারাকের জন্যই মোদির ছাতা ধরা যতটা নজর কেড়ে ছিল, মমতার ক্ষেত্রে বিষয়টা তেমন নাও হতে পারত ৷ কিন্তু, দু’টো ঘটনার মধ্যে সময়ের ফারাক এতটাই কম, যে তুলনা একটা হবেই ৷

আরও পড়ুন : Modi-Mamata : মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও ভ্যাকসিনের দাবি জানালেন মমতা

প্রসঙ্গত, এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল মমতার ৷ প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত সেই বৈঠকের পরই কিছুক্ষণের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের নানা প্রশ্নের জবাব দেন তিনি ৷ সাংবাদিকদের সুস্থতা কামনার পাশাপাশি তাঁদের বৃষ্টিতে না ভেজারও পরামর্শ দেন মমতা ৷

নয়াদিল্লি, 27 জুলাই : মোদির পর দিদি ৷ সামান্য এক ছাতাই যেন মিলিয়ে দিল দু’জনকে ! গত 19 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনে প্রথা মাফিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেদিন মোদির যে আচরণ সকলের নজর কেড়েছিল, তা হল ছাতা হাতে বক্তব্য পেশ ! সেদিন বৃষ্টির মধ্যেই বাইরে এসেছিলেন প্রধানমন্ত্রী ৷ নিয়ম অনুসারে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও ব্যক্তিরই তাঁর মাথার উপর ছাতা ধরে রাখার কথা ৷ কিন্তু মোদি সেসবের ধার ধারেননি ৷ আগাগোড়া বাঁ হাতে ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে যান তিনি ৷ মঙ্গলবার সেই ছবিই আরও একবার তাজা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ রাজধানীর মাটিতে দাঁড়িয়ে বাঁ-হাতে ছাতা আর ডান হাতে মাইক্রোফোন ধরেই সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন তিনি ৷

আরও পড়ুন : নিজের ছাতা নিজেই ধরলেন মোদি, আপ্লুত গেরুয়া শিবির

গত 19 জুলাই প্রকাশ্যে মোদিকে ছাতা ধরতে দেখেই তাঁর প্রশংসা শুরু করে দেয় বিজেপি তথা গেরুয়াশিবির ৷ উদ্দেশ্য ছিল একটাই ৷ ভারতের সবথেকে ক্ষমতাবান ব্যক্তিটি যে আদতে মাটির মানুষ, সেটা বোঝাতেই উঠে-পড়ে লাগেন বিজেপির নেতা, কর্মীরা ৷ শুরু হয় পাল্টা কটাক্ষও ৷ অনেকেরই প্রশ্ন ছিল, মোদি নিজে হাতে ছাতা ধরলেন ! অথচ সামান্য বৃষ্টিতে জুতো ভিজে যাওয়ার আশঙ্কায় মাটিতে দাঁড়াতে পারলেন না ? আসলে সেদিন প্রধানমন্ত্রী সবুজ রঙের একটি পাপোসের উপর দাঁড়িয়ে ছিলেন ৷ এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায় ৷ তবে সমালোচনা হোক বা প্রশংসা, বাদল অধিবেশনের সূচনা পর্বে ছাতা হাতে মোদি ছিলেন হট টপিক ৷

কী বললেন মমতা

তবে কি সেটা বুঝেই মঙ্গলবার দিদিও নিজের ছাতা নিজেই সামলালেন ? কিন্তু, মোদি আর দিদির মধ্যে বেশ কিছু ফারাক বড্ড বেশি প্রকট ৷ তাই মোদি ছাতা ধরেছেন বলেই দিদিও ধরেছেন, এমনটা চট করে বলে দেওয়া যায় না ৷ মোদি অনেক বেশি ফরম্যাল ৷ প্রোটোকল মেনে চলা পছন্দ করেন ৷ উল্টো দিকে মমতা এসবের ধার ধারেন না ৷ প্রায়শই নিরাপত্তা বলয় ভেঙে চলে যান সাধারণের মাঝে ৷ হয়তো এই ফারাকের জন্যই মোদির ছাতা ধরা যতটা নজর কেড়ে ছিল, মমতার ক্ষেত্রে বিষয়টা তেমন নাও হতে পারত ৷ কিন্তু, দু’টো ঘটনার মধ্যে সময়ের ফারাক এতটাই কম, যে তুলনা একটা হবেই ৷

আরও পড়ুন : Modi-Mamata : মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও ভ্যাকসিনের দাবি জানালেন মমতা

প্রসঙ্গত, এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল মমতার ৷ প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত সেই বৈঠকের পরই কিছুক্ষণের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের নানা প্রশ্নের জবাব দেন তিনি ৷ সাংবাদিকদের সুস্থতা কামনার পাশাপাশি তাঁদের বৃষ্টিতে না ভেজারও পরামর্শ দেন মমতা ৷

Last Updated : Jul 28, 2021, 7:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.