ETV Bharat / bharat

Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে - Latest News on Sharad Pawar

মুম্বইয়ে বুধবার দুপুরে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Meets Pawar) ৷ প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয় ৷

mamata banerjee hits out congress after meeting with sharad pawar
Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে
author img

By

Published : Dec 1, 2021, 4:36 PM IST

Updated : Dec 1, 2021, 7:03 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর : কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট 10 বছর ভারত শাসন করেছে, সেই ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই বলে দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুম্বইয়ে তিনি বৈঠক করেন এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে (Mamata Meets Pawar) ৷ সেই বৈঠকের পর পাওয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷

তাঁর দাবি, আগামিদিনে নতুন করে বিজেপি বিরোধী জোট তৈরি হবে ৷ যারা বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াই করছে, তারাই ওই জোটে থাকবে ৷ কারণ, তাঁর মতে, দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার ৷

এদিন একই কথা শোনা গিয়েছেন শরদ পাওয়ারের মুখেও ৷ মারাঠি এই নেতাও বলেন, ‘‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’

শরদ পাওয়ার বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করাই তাঁর (মমতার) লক্ষ্য ৷ সেই উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন৷ সেই নিয়েই আলোচনা হয়েছে ৷’’ এর পরই তিনি বলেন, ‘‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার পর জাতীয় রাজনীতিতে মোদি-বিরোধী মুখ হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ তাই 2024-এ বিজেপিকে হারাতে পারলে অনেকে মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ৷

বুধবার নাগরিক সমাজের বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল মমতাকে৷ তখন তিনি জানান, কে প্রধানমন্ত্রী হবেন, তা এখনই ঠিক করার সময় আসেনি ৷ বরং তাঁর প্রশ্ন, প্রতিবার কোনও রাজনীতিকই কেন প্রধানমন্ত্রী হবেন ?

পরে মমতার পাশে দাঁড়িয়ে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শরদ পাওয়ারকে ৷ কে হবেন বিরোধী জোটের নেতা ? এই প্রশ্নের উত্তরে পাওয়ার বলেন, ‘‘নেতা কে হবে সেটা ইস্যু নয় ৷ বিজেপি বিরোধীরা এক জায়গায় আসবেন, এটাই ইস্যু ৷’’

মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের সাংবাদিক বৈঠক

অন্যদিকে মমতা বলেন, ‘‘দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার ৷ কেউ একা করতে পারবে না ৷ তাই শরদ পাওয়ারের বাড়িতে এসেছি কথা বলতে ৷’’

আরও পড়ুন : Mamata meets Mumbai Civil Society Members : বিজেপি সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিলের প্রতিশ্রুতি মমতার

একই সঙ্গে তিনি কংগ্রেসকেও কটাক্ষ করেছেন ৷ জানিয়েছেন, যারা লড়াই করে, তাদের নিয়ে জোট হবে ৷ কেউ লড়াই করতে না চাইলে কী করা যাবে ৷ তার সঙ্গে তিনি জানান, এখন ইউপিএ বলে কিছু নেই৷ জোট নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে ৷

মুম্বই, 1 ডিসেম্বর : কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট 10 বছর ভারত শাসন করেছে, সেই ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই বলে দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুম্বইয়ে তিনি বৈঠক করেন এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে (Mamata Meets Pawar) ৷ সেই বৈঠকের পর পাওয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷

তাঁর দাবি, আগামিদিনে নতুন করে বিজেপি বিরোধী জোট তৈরি হবে ৷ যারা বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াই করছে, তারাই ওই জোটে থাকবে ৷ কারণ, তাঁর মতে, দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার ৷

এদিন একই কথা শোনা গিয়েছেন শরদ পাওয়ারের মুখেও ৷ মারাঠি এই নেতাও বলেন, ‘‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’

শরদ পাওয়ার বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করাই তাঁর (মমতার) লক্ষ্য ৷ সেই উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন৷ সেই নিয়েই আলোচনা হয়েছে ৷’’ এর পরই তিনি বলেন, ‘‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার পর জাতীয় রাজনীতিতে মোদি-বিরোধী মুখ হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ তাই 2024-এ বিজেপিকে হারাতে পারলে অনেকে মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ৷

বুধবার নাগরিক সমাজের বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল মমতাকে৷ তখন তিনি জানান, কে প্রধানমন্ত্রী হবেন, তা এখনই ঠিক করার সময় আসেনি ৷ বরং তাঁর প্রশ্ন, প্রতিবার কোনও রাজনীতিকই কেন প্রধানমন্ত্রী হবেন ?

পরে মমতার পাশে দাঁড়িয়ে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শরদ পাওয়ারকে ৷ কে হবেন বিরোধী জোটের নেতা ? এই প্রশ্নের উত্তরে পাওয়ার বলেন, ‘‘নেতা কে হবে সেটা ইস্যু নয় ৷ বিজেপি বিরোধীরা এক জায়গায় আসবেন, এটাই ইস্যু ৷’’

মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের সাংবাদিক বৈঠক

অন্যদিকে মমতা বলেন, ‘‘দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার ৷ কেউ একা করতে পারবে না ৷ তাই শরদ পাওয়ারের বাড়িতে এসেছি কথা বলতে ৷’’

আরও পড়ুন : Mamata meets Mumbai Civil Society Members : বিজেপি সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিলের প্রতিশ্রুতি মমতার

একই সঙ্গে তিনি কংগ্রেসকেও কটাক্ষ করেছেন ৷ জানিয়েছেন, যারা লড়াই করে, তাদের নিয়ে জোট হবে ৷ কেউ লড়াই করতে না চাইলে কী করা যাবে ৷ তার সঙ্গে তিনি জানান, এখন ইউপিএ বলে কিছু নেই৷ জোট নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে ৷

Last Updated : Dec 1, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.