ETV Bharat / bharat

Mamata Banerjee in Goa : সৈকত রাজ্যে আজ ব্যস্ত সূচি তৃণমূল সুপ্রিমোর - গোয়ায় মমতা বন্দ্যোপাধ্য়ায়

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর ব্যস্ত সূচির একদম শেষভাগে আবার ফিরবেন ডোন পলায় ৷ সেখানে বিকেল 5টা 45 মিনিটে নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee in Goa
সৈকত রাজ্য়ে আজ ব্যস্ত সূচি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
author img

By

Published : Oct 29, 2021, 8:54 AM IST

পানাজি, 29 অক্টোবর : এ রাজ্য়ে হ্যাটট্রিকের পর জাতীয় স্তরে নিজেদের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট ঘাসফুল শিবির ৷ সেই লক্ষ্যে তিনদিনের সফরে বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুক্রবার দিনটা সৈকত রাজ্যে ব্যস্ত কর্মসূচির মধ্যেই কাটবে বাংলার মুখ্যমন্ত্রীর ৷ প্রথমে পশ্চিমের রাজ্যটির তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ এরপর সেখানকার মৎসজীবী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন ৷

তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে দিন শুরু করবেন মমতা ৷ ডোনা পলায় সকাল 10টায় গোয়া তৃণমূলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এরপর বেলা 12টায় মমতা পৌঁছে যাবেন বেতিমে ৷ সেখানকার স্থানীয় মৎসজীবী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন তিনি ৷ কিন্তু শুক্রবার কর্মসূচি এখানেই শেষ নয় ৷

বেলা 1টায় ফের ডোন পলায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূল সুপ্রিমো ৷ বিকেলে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে থাকছে পন্ডার মাঙ্গেশি মন্দির দর্শন ৷ বিকেল চারটেয় তিনি পৌঁছে যাবেন মহলসা নারায়ণী মন্দিরে ৷ সেখান থেকে বিকেল সাড়ে চারটেয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যাওয়ার কথা কুন্দাইমের তপোভূমি মন্দিরে ৷ শুক্রবার ব্যস্ত সূচির একদম শেষভাগে আবার ফিরবেন ডোন পলায় ৷ সেখানে বিকেল 5টা 45 মিনিটে নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷

আরও পড়ুন : জাতীয় রাজনীতিতে মমতার গোয়া সফরের প্রভাব কতটা পড়বে?

উল্লেখ্য, গত মাসের শেষে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ৷ কলকাতায় এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি ৷ তারপরেই গোয়ার রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা ৷ যদিও বৃহস্পতিবার গোয়ায় পৌঁছানো মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখায় বিজেপি ৷

পানাজি, 29 অক্টোবর : এ রাজ্য়ে হ্যাটট্রিকের পর জাতীয় স্তরে নিজেদের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট ঘাসফুল শিবির ৷ সেই লক্ষ্যে তিনদিনের সফরে বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুক্রবার দিনটা সৈকত রাজ্যে ব্যস্ত কর্মসূচির মধ্যেই কাটবে বাংলার মুখ্যমন্ত্রীর ৷ প্রথমে পশ্চিমের রাজ্যটির তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ এরপর সেখানকার মৎসজীবী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন ৷

তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে দিন শুরু করবেন মমতা ৷ ডোনা পলায় সকাল 10টায় গোয়া তৃণমূলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এরপর বেলা 12টায় মমতা পৌঁছে যাবেন বেতিমে ৷ সেখানকার স্থানীয় মৎসজীবী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন তিনি ৷ কিন্তু শুক্রবার কর্মসূচি এখানেই শেষ নয় ৷

বেলা 1টায় ফের ডোন পলায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূল সুপ্রিমো ৷ বিকেলে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে থাকছে পন্ডার মাঙ্গেশি মন্দির দর্শন ৷ বিকেল চারটেয় তিনি পৌঁছে যাবেন মহলসা নারায়ণী মন্দিরে ৷ সেখান থেকে বিকেল সাড়ে চারটেয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যাওয়ার কথা কুন্দাইমের তপোভূমি মন্দিরে ৷ শুক্রবার ব্যস্ত সূচির একদম শেষভাগে আবার ফিরবেন ডোন পলায় ৷ সেখানে বিকেল 5টা 45 মিনিটে নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷

আরও পড়ুন : জাতীয় রাজনীতিতে মমতার গোয়া সফরের প্রভাব কতটা পড়বে?

উল্লেখ্য, গত মাসের শেষে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ৷ কলকাতায় এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি ৷ তারপরেই গোয়ার রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা ৷ যদিও বৃহস্পতিবার গোয়ায় পৌঁছানো মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখায় বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.