ETV Bharat / bharat

Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা - গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার গোয়ায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ গোয়ায় জনসভায় বলেন, আমি আসায় বিজেপি ভয় পেয়েছে ৷ মমতা জানান, গোয়ার মানুষকে তিনি সঠিক পথের দিশা দেখাতে চান ৷

গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Oct 29, 2021, 12:02 PM IST

Updated : Oct 29, 2021, 2:50 PM IST

গোয়া, 29 অক্টোবর : তিনি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে ৷ গোয়ার মাটিতে পা দিয়ে এভাবেই বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি কোঙ্কনি ভাষা, যাকে গোয়ানি বলে, তা শিখতে চাই ৷ আমি আপনাদের বোনের মতো ৷ এখানে ক্ষমতা দখল করতে আসিনি ৷ কিন্তু মানুষ যখন সমস্যার মধ্যে থাকে, তখন তা আমার হৃদয় ছুঁয়ে যায় ৷ মনে হয়, যদি আমি তাঁদের সাহায্য করতে পারি ৷ আপনারা আপনাদের কাজ করবেন, আমরা শুধু আপনাদের পদ্ধতিগত বিষয়ে সাহায্য করব ৷ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আর গোয়া একটা সুন্দর রাজ্য ৷ আমি গোয়ার ভাই ও বোনেদের ভালোবাসি ৷" এভাবেই গোয়ার মানুষকে তাঁর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গোয়ায় পা-রাখার অভিজ্ঞতা

তিনি বলেন, ‘‘গতকাল যখন আসছিলাম তখন ফেলেরিওজি আমায় বলছিলেন, কী ভাবে তাঁরা অত্যাচার করছে আমাদের দলের লোকের উপর ৷ এটা ভাল লক্ষণ ৷ তারা ভয় পেয়েছে, দুশ্চিন্তায় রয়েছে ৷ এটা ওদের মানসিক দূষণ (Mental Pollution) ৷ তারা মানসিক চাপ এবং দূষণ ভোগ করছে ৷ কারণ তাদের কোনও সংস্কৃতি নেই, নেতৃত্ব নেই ৷

আমি যখন বিমানবন্দর থেকে আসছিলাম আমায় 20-25 জন আমায় কালো পতাকা দেখিয়ে অভিনন্দন জানিয়েছে ৷ আর আমি তাদের নমস্তে জানিয়ে প্রতি অভিনন্দন জানিয়েছি ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee in Goa : সৈকত রাজ্যে আজ ব্যস্ত সূচি তৃণমূল সুপ্রিমোর

বিজেপিকে বার্তা

বিজেপির প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘গোয়ার মানুষ খুব শিগগিরি আপনাদের কালো তালিকাভুক্ত করবে ৷ শুধুমাত্র গোয়ায় নয়, অন্য রাজ্যেও এমনটা হবে ৷ তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য বাহিনী ৷ আমরা কখনও মাথা নত করব না ৷ আমরা আমাদের দলকে বিক্রি করব না ৷’’ মমতার অভিযোগ, গোয়ায় রকেটের আকাশছোঁয়ার মতো বেকারত্বের সমস্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ জিনিসের মূল্যবৃদ্ধি, খনিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কর্মচারীর সমস্যার মুখোমুখি হচ্ছে ৷ মৎস্যজীবী থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার, বেকার তরুণ-তরুণীরা সবাই, এমনকি মহিলারাও ৷ গোয়ায় মহিলাদের ক্ষমতায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি ৷ মমতার কথায়, ‘‘আমরা মহিলাদের ক্ষমতায়ন আর তরুণদের উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এ বিষয়ে আপনাদের নিশ্চিত করে জানাচ্ছি ৷’’

তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস একটা স্বচ্ছ দল ৷ যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আমাদের 100 শতাংশ দেব ৷ দিল্লির দাদাগিরি চলবে না ৷ গোয়া গোয়া থেকেই চলবে ৷ আমরা শক্তিশালী রাজ্যের ভারত দেখতে চাই, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চাই, স্বনির্ভর হবে৷ তরুণদের উপর নির্ভর করছে গোয়ার ভবিষ্যৎ৷ তৃণমূল কংগ্রেস বহিরাগত নয়, ভিতরের ৷’’

কংগ্রেসকে ঠেস

গোয়া সফরে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস তো 60-70 বছর ধরে রাজত্ব করেছে ৷ তারা কী করেছে ? শেষ বার তাদের বিধায়করাও বিজেপিতে চলে গিয়েছে সরকার গড়তে ৷ কংগ্রেস নিজের বিধায়কদের নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ যথাসময়ে সিদ্ধান্ত নিতে পারেনি ৷ কংগ্রেস বিজেপিকে সরকার গড়ার সুযোগ করে দিয়েছে ৷ আবারও যে এমনটা হবে না, কে বলতে পারে ?’’

গোয়া, 29 অক্টোবর : তিনি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে ৷ গোয়ার মাটিতে পা দিয়ে এভাবেই বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি কোঙ্কনি ভাষা, যাকে গোয়ানি বলে, তা শিখতে চাই ৷ আমি আপনাদের বোনের মতো ৷ এখানে ক্ষমতা দখল করতে আসিনি ৷ কিন্তু মানুষ যখন সমস্যার মধ্যে থাকে, তখন তা আমার হৃদয় ছুঁয়ে যায় ৷ মনে হয়, যদি আমি তাঁদের সাহায্য করতে পারি ৷ আপনারা আপনাদের কাজ করবেন, আমরা শুধু আপনাদের পদ্ধতিগত বিষয়ে সাহায্য করব ৷ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আর গোয়া একটা সুন্দর রাজ্য ৷ আমি গোয়ার ভাই ও বোনেদের ভালোবাসি ৷" এভাবেই গোয়ার মানুষকে তাঁর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গোয়ায় পা-রাখার অভিজ্ঞতা

তিনি বলেন, ‘‘গতকাল যখন আসছিলাম তখন ফেলেরিওজি আমায় বলছিলেন, কী ভাবে তাঁরা অত্যাচার করছে আমাদের দলের লোকের উপর ৷ এটা ভাল লক্ষণ ৷ তারা ভয় পেয়েছে, দুশ্চিন্তায় রয়েছে ৷ এটা ওদের মানসিক দূষণ (Mental Pollution) ৷ তারা মানসিক চাপ এবং দূষণ ভোগ করছে ৷ কারণ তাদের কোনও সংস্কৃতি নেই, নেতৃত্ব নেই ৷

আমি যখন বিমানবন্দর থেকে আসছিলাম আমায় 20-25 জন আমায় কালো পতাকা দেখিয়ে অভিনন্দন জানিয়েছে ৷ আর আমি তাদের নমস্তে জানিয়ে প্রতি অভিনন্দন জানিয়েছি ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee in Goa : সৈকত রাজ্যে আজ ব্যস্ত সূচি তৃণমূল সুপ্রিমোর

বিজেপিকে বার্তা

বিজেপির প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘গোয়ার মানুষ খুব শিগগিরি আপনাদের কালো তালিকাভুক্ত করবে ৷ শুধুমাত্র গোয়ায় নয়, অন্য রাজ্যেও এমনটা হবে ৷ তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য বাহিনী ৷ আমরা কখনও মাথা নত করব না ৷ আমরা আমাদের দলকে বিক্রি করব না ৷’’ মমতার অভিযোগ, গোয়ায় রকেটের আকাশছোঁয়ার মতো বেকারত্বের সমস্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ জিনিসের মূল্যবৃদ্ধি, খনিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কর্মচারীর সমস্যার মুখোমুখি হচ্ছে ৷ মৎস্যজীবী থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার, বেকার তরুণ-তরুণীরা সবাই, এমনকি মহিলারাও ৷ গোয়ায় মহিলাদের ক্ষমতায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি ৷ মমতার কথায়, ‘‘আমরা মহিলাদের ক্ষমতায়ন আর তরুণদের উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এ বিষয়ে আপনাদের নিশ্চিত করে জানাচ্ছি ৷’’

তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস একটা স্বচ্ছ দল ৷ যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আমাদের 100 শতাংশ দেব ৷ দিল্লির দাদাগিরি চলবে না ৷ গোয়া গোয়া থেকেই চলবে ৷ আমরা শক্তিশালী রাজ্যের ভারত দেখতে চাই, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চাই, স্বনির্ভর হবে৷ তরুণদের উপর নির্ভর করছে গোয়ার ভবিষ্যৎ৷ তৃণমূল কংগ্রেস বহিরাগত নয়, ভিতরের ৷’’

কংগ্রেসকে ঠেস

গোয়া সফরে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস তো 60-70 বছর ধরে রাজত্ব করেছে ৷ তারা কী করেছে ? শেষ বার তাদের বিধায়করাও বিজেপিতে চলে গিয়েছে সরকার গড়তে ৷ কংগ্রেস নিজের বিধায়কদের নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ যথাসময়ে সিদ্ধান্ত নিতে পারেনি ৷ কংগ্রেস বিজেপিকে সরকার গড়ার সুযোগ করে দিয়েছে ৷ আবারও যে এমনটা হবে না, কে বলতে পারে ?’’

Last Updated : Oct 29, 2021, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.