গারো পাহাড় (মেঘালয়), 18 জানুয়ারি: মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে (BJP) হটানোর ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন গারো পাহাড়ে তৃণমূলের (Trinamool Congress) জনসভা থেকে মমতার হুংকার, বিজেপির দুটো মুখ। নির্বাচনের আগে ওরা এক কথা বলে, নির্বাচন হয়ে গেলে অন্য চেহারা ধারণ করে । এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবেন, মেঘালয়ে মেঘালয়ের মানুষের সরকার গঠন করুন ।’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, ‘‘মেঘালয়ে যদি আপনারা যদি দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে চান, তাহলে তৃণমূল কংগ্রেস একমাত্র বিশ্বাসযোগ্য অপশন ।’’ এদিন বিজেপিকে চ্যালেঞ্জ করে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আপনারা পাঁচ বছরে কী কাজ করেছেন । তার রিপোর্ট কার্ড দিন । ওরা কোনোদিন কোনও কাজ করে না । শুধু বিভ্রান্তি ছড়ায় । বিজেপি হল প্রক্সির সরকার । বিজেপিকে তাই একদম বিশ্বাস করবেন না । আমরাই একমাত্র আপনাদেরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারি । আমরাই বদলাতে পারি বিজেপির এই প্রক্সির সরকারকে ।’’
তিনি বলেন, ‘‘অর্থ কখনোই নির্ধারকশক্তি হতে পারে না । মেঘালয়ে নির্ধারক শক্তি হল মানুষ ।’’ এদিন তিনি ডাক দিয়েছেন, ‘‘মেঘালয়ে বহিরাগতদের সরকার নয় । বরং মেঘালয়ের মানুষের সরকার গঠিত হবে ।’’ তিনি বলেন, ‘‘মেঘালয়ের মানুষ মাতৃভূমিকে খুব ভালোবাসেন । এখানে তিনটি পাহাড় রয়েছে । আগে শিলংয়ে এসেছিলাম । চেরাপুঞ্জিতেও গিয়েছি । এবার আমি গারো পাহাড়ে এলাম । আপনারা তৃণমূলের উপর ভরসা রাখুন নির্বাচন মিটে গেলে আবার আসব । নির্বাচন মিটে গেলে মেঘালয় এসে তিন চার দিন থেকে যাব ।’’
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেঘালয়ের মানুষের নামেই একটা সুন্দর সুর রয়েছে । আমি সেই সুর বুঝতে পারি । বুঝতে পারি তাদের প্রতি অবহেলা । ভরসা রাখুন মেঘালয় মানুষের সরকার হবে ।’’ তিনি আরও বলেন, ‘‘কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী । আমার মনে হয় মেঘালয় তার সংস্কৃতির জন্য গোটা দেশের কাছে আদর্শ হতে পারে ।’’
তিনি বলেন, ‘‘আপনাদের পাহাড়ের সুর খুব সুন্দর । আমি সেই সুর শিখতে চাই । একই সঙ্গে শিখতে চাই আপনাদের ভাষাও । কথা দিয়ে গেলাম আগামী বার এলে আপনাদের ভাষায় কথা বলব । আপনাদের নাচ অসাধারণ । কয়েক মুহূর্তেই আমাকে অভিভূত করেছে ।’’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেঘালয়ের মানুষের উদ্দেশ্যে বলেন, ‘‘আমার কাছে আপনারা কথা দিন, যে বিজেপি বা বর্তমান শাসক দলের সরকারের কাছে মাথা নত করবেন না । আপনাদের ঐতিহ্যকে পুনরুদ্ধার করুন । অতীত ইতিহাসকে পুনরুজ্জীবিত করুন । মেঘালয়ের ভবিষ্যৎ তখনই সুনিশ্চিত করা সম্ভব হবে যখন যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা যাবে, মহিলাদের আত্মনির্ভর করে তোলা যাবে, সমস্ত জনজাতি সমস্ত সম্প্রদায়ের উন্নয়ন যখন সম্ভব হবে । আমরা সবটাই বাংলায় করেছি । মেঘালয়ের মানুষ সুযোগ দিলে এখানেও সেভাবেই কাজ হবে ।’’
এদিন বাংলার মুখ্যমন্ত্রী মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে নিয়ে আশঙ্কার কথাও শুনিয়েছেন । তিনি বলেন, ‘‘নির্বাচনের সময় বিজেপি মেঘালয় উত্তেজনা ছড়াতে পারে । নিজেদের সংযত রাখুন । প্ররোচনায় পা দেবেন না । সঙ্ঘবদ্ধ হন । একতাই আমাদের শক্তি । আপনারা সঙ্ঘবদ্ধ হলে জয় আপনাদের জন্য অপেক্ষা করছে । নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন না । নিজেদের জমিকে ভালবাসুন । এটাই আপনাদের মাতৃভূমি । বিজেপি যে প্রস্তাবই দিক না কেন, মাথা নোয়াবেন না ।’’
আরও পড়ুন: তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক বিকল্প নেই ! মেঘালয়বাসীকে বার্তা মমতার