ETV Bharat / bharat

Rajasthan Congress Crisis: ফের দ্বন্দ্ব রাজস্থান কংগ্রেসে, মধ্যস্থতায় আজ বৈঠকে খাড়গে - অশোক গেহলত এবং সচিন পাইলটের মধ্যে মতোবিরোধ

আর কয়েকমাস পরেই বিধানসভা নির্বাচন রাজস্থানে ৷ তার আগে ফের বিদ্রোহের আঁচ প্রদেশ কংগ্রেসে ৷ মে মাসের মধ্যে তিনদফা দাবি পূরণ না হলে, রাজ্য জুড়ে বিক্ষোভের হুঁশায়ারি দিয়েছেন সচিন পাইলট ৷

Rajasthan Congress Crisis ETV BHARAT
Rajasthan Congress Crisis
author img

By

Published : May 29, 2023, 1:14 PM IST

জয়পুর, 29 মে: আবারও রাজস্থান কংগ্রেসে প্রবীণ-নবীন দ্বন্দ্ব ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং সচিন পাইলটের মধ্যে ফের মতোবিরোধ দেখা দিয়েছে ৷ তা নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এবার দিল্লিতে দুই নেতার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসছেন কংগ্রেস সভাপতি ৷ এ বছর রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এই দুই শীর্ষনেতার মধ্যে তৈরি হওয়া মতানৈক্য মেটাতে তৎপর হয়েছে হাইকমান্ড ৷ কংগ্রেসের এক শীর্ষনেতা জানিয়েছেন, গেহলত এবং পাইলটের সঙ্গে আজই দিল্লিতে বৈঠক করবেন খাড়গে ৷

দিল্লিতে যে এই বৈঠক হচ্ছে, তার নিশ্চয়তা পাওয়া গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও ৷ সেখান থেকে বলা হয়েছে রাজধানীতে রাজস্থান হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেবেন গেহলত ৷ এই সফরেই তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করবেন ৷ তবে, অশোক গেহলত এবং সচিন পাইলটের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন তিনি ৷ উল্লেখ্য, পাইলট রাজস্থান সরকারের কাছে তিন দফা দাবি রেখেছিলেন ৷ সেই দাবিগুলি এ মাসের মধ্যে পূরণ না হলে তিনি রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করবেন বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ৷

উল্লেখ্য, পাইলট দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সময়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেনিয়ে উচ্চ-পর্যায়ের তদন্ত করতে হবে ৷ সচিন পাইলটের এই দাবি নিয়ে আলোচনা করার জন্য গত 26 মে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি বৈঠক ডেকেছিল ৷ কিন্তু, সেই বৈঠক পরবর্তী সময়ে বাতিল করে দেওয়া হয় ৷ এবার এ নিয়ে দুই শীর্ষনেতাকে একমঞ্চে আনতে উদ্যোগী কংগ্রেস হাইকমান্ড ৷ বিশেষত, এ বছরের শেষে রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে থাকা বিরোধ মেটাতে তৎপর কংগ্রেসের শীর্ষ নেতারা ।

আরও পড়ুন: নতুন সাধারণ পাসপোর্ট পেলেন রাহুল, সোমবার যাচ্ছেন আমেরিকা

কিন্তু, তা কতটা সম্ভবপর হয়ে উঠবে, সেনিয়ে প্রশ্ন উঠছে ৷ কারণ, 2018 সালে রাজস্থানে সরকার গঠনের সময় থেকেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে ৷ এরই মধ্যে সচিন পাইলট কংগ্রেসে নিষ্ক্রিয় হয়ে যান ৷ পরবর্তী সময়ে রাহুল গান্ধির হস্তক্ষেপে ফের তিনি আবারও সক্রিয় হন ৷ তবে, রাজস্থান প্রদেশ কংগ্রেসে তিনি গুরুত্ব হারান ৷ তাঁকে সেই সময় জাতীয় রাজনীতিতে নিয়ে আসা হয়েছিল ৷ কয়েকমাস পর ফের প্রদেশ কংগ্রেসে তাঁকে জায়গা দেওয়া হয় ৷

আরও পড়ুন: আজ মণিপুরে অমিত, কাল দ্রৌপদীর দরবারে কংগ্রেস

সেই থেকে পুরোটাই ঘুমন্ত আগ্নেয়গিরির ন্যায় শান্ত ছিল ৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের আগে ফের সেই আগ্নেয়গিরি থেকে লাভা বেরতে শুরু করেছে ৷ আর এই লাভার আঁচ ছড়িয়ে পড়ার আগেই তা শান্ত করতে মাঠে নেমেছে কংগ্রেস হাইকমান্ড ৷ বলা হচ্ছে কর্ণাটক কংগ্রেসে যেভাবে সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে এক করা হয়েছে, সেই একই পন্থা অবলম্বন করা হতে পারে রাজস্থানের ক্ষেত্রেও ৷ কিন্তু, সব রোগ এবং রোগীর জন্য কি এক ওষুধ কাজ করবে ? প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

জয়পুর, 29 মে: আবারও রাজস্থান কংগ্রেসে প্রবীণ-নবীন দ্বন্দ্ব ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং সচিন পাইলটের মধ্যে ফের মতোবিরোধ দেখা দিয়েছে ৷ তা নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এবার দিল্লিতে দুই নেতার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসছেন কংগ্রেস সভাপতি ৷ এ বছর রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এই দুই শীর্ষনেতার মধ্যে তৈরি হওয়া মতানৈক্য মেটাতে তৎপর হয়েছে হাইকমান্ড ৷ কংগ্রেসের এক শীর্ষনেতা জানিয়েছেন, গেহলত এবং পাইলটের সঙ্গে আজই দিল্লিতে বৈঠক করবেন খাড়গে ৷

দিল্লিতে যে এই বৈঠক হচ্ছে, তার নিশ্চয়তা পাওয়া গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও ৷ সেখান থেকে বলা হয়েছে রাজধানীতে রাজস্থান হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেবেন গেহলত ৷ এই সফরেই তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করবেন ৷ তবে, অশোক গেহলত এবং সচিন পাইলটের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন তিনি ৷ উল্লেখ্য, পাইলট রাজস্থান সরকারের কাছে তিন দফা দাবি রেখেছিলেন ৷ সেই দাবিগুলি এ মাসের মধ্যে পূরণ না হলে তিনি রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করবেন বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ৷

উল্লেখ্য, পাইলট দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সময়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেনিয়ে উচ্চ-পর্যায়ের তদন্ত করতে হবে ৷ সচিন পাইলটের এই দাবি নিয়ে আলোচনা করার জন্য গত 26 মে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি বৈঠক ডেকেছিল ৷ কিন্তু, সেই বৈঠক পরবর্তী সময়ে বাতিল করে দেওয়া হয় ৷ এবার এ নিয়ে দুই শীর্ষনেতাকে একমঞ্চে আনতে উদ্যোগী কংগ্রেস হাইকমান্ড ৷ বিশেষত, এ বছরের শেষে রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে থাকা বিরোধ মেটাতে তৎপর কংগ্রেসের শীর্ষ নেতারা ।

আরও পড়ুন: নতুন সাধারণ পাসপোর্ট পেলেন রাহুল, সোমবার যাচ্ছেন আমেরিকা

কিন্তু, তা কতটা সম্ভবপর হয়ে উঠবে, সেনিয়ে প্রশ্ন উঠছে ৷ কারণ, 2018 সালে রাজস্থানে সরকার গঠনের সময় থেকেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে ৷ এরই মধ্যে সচিন পাইলট কংগ্রেসে নিষ্ক্রিয় হয়ে যান ৷ পরবর্তী সময়ে রাহুল গান্ধির হস্তক্ষেপে ফের তিনি আবারও সক্রিয় হন ৷ তবে, রাজস্থান প্রদেশ কংগ্রেসে তিনি গুরুত্ব হারান ৷ তাঁকে সেই সময় জাতীয় রাজনীতিতে নিয়ে আসা হয়েছিল ৷ কয়েকমাস পর ফের প্রদেশ কংগ্রেসে তাঁকে জায়গা দেওয়া হয় ৷

আরও পড়ুন: আজ মণিপুরে অমিত, কাল দ্রৌপদীর দরবারে কংগ্রেস

সেই থেকে পুরোটাই ঘুমন্ত আগ্নেয়গিরির ন্যায় শান্ত ছিল ৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের আগে ফের সেই আগ্নেয়গিরি থেকে লাভা বেরতে শুরু করেছে ৷ আর এই লাভার আঁচ ছড়িয়ে পড়ার আগেই তা শান্ত করতে মাঠে নেমেছে কংগ্রেস হাইকমান্ড ৷ বলা হচ্ছে কর্ণাটক কংগ্রেসে যেভাবে সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে এক করা হয়েছে, সেই একই পন্থা অবলম্বন করা হতে পারে রাজস্থানের ক্ষেত্রেও ৷ কিন্তু, সব রোগ এবং রোগীর জন্য কি এক ওষুধ কাজ করবে ? প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.