ETV Bharat / bharat

Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্বভার নিলেন মল্লিকার্জুন খাড়গে - aicc president mallikarjun kharge speech

কংগ্রেস সভাপতি হিসাবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge Takes Oath as Congress President) ৷ 24 বছর পর প্রথমবার গান্ধি পরিবারের বাইরে কেউ এই পদে বসলেন ৷

mallikarjun-kharge-takes-oath-as-congress-president
mallikarjun-kharge-takes-oath-as-congress-president
author img

By

Published : Oct 26, 2022, 12:01 PM IST

Updated : Oct 26, 2022, 1:48 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর: নয়াদিল্লি, 26 অক্টোবর: কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge Takes Oath as Congress President) ৷ কংগ্রেস সভাপতি পদে জয়ের পর শপথ নিলেন তিনি ৷ আর শপথ নিয়েই দলে যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার কথা বললেন তিনি ৷ জানালেন উদয়পুরে কংগ্রেসের ‘চিন্তন শিবিরে’র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 50 বছরের নিচে বয়স, এমন 50 শতাংশ নেতার জন্য কংগ্রেসের বিভিন্ন পদ সংরক্ষিত করে রাখা হবে ৷ আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করে কংগ্রেসকে নতুন দিশা দেখাতে সকলে সহযোগিতা চেয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

এ দিন শপথ নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান নবনিযুক্ত কংগ্রেস সভাপতি (Congress President) ৷ সেখানে গান্ধিজির সামধিস্থলে প্রণাম করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যান ৷ শপথগ্রহণে উপস্থিত ছিলেন বিদায়ী সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা ৷ এ দিন খাড়গে সভাপতি হিসাবে তাঁর প্রথম ভাষণে সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানান ৷ বলেন, ‘‘1998 সালের 15 জানুয়ারি সোনিয়াজি তাঁর প্রথম জনসভায় বলেছিলেন, তিনি তাঁর প্রথম রাজনৈতিক শিক্ষা কর্নাটক থেকে নিয়েছিলেন ৷ আর তাঁর রাজনীতি হল আত্মত্যাগ ৷ নিজস্বার্থ ও ক্ষমতার দম্ভকে দূরে রেখে কাজ করেছেন তিনি ৷’’

এর পরেই কেন্দ্রে বিজেপি সরকার ও আরএসএসকে সরাসরি নিশানা করেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি বলেন, ‘‘বর্তমানে আমাদের দেশ মিথ্যের রাজনীতি দেখছে ৷ বিজেপি ও আরএসএস ভারতে ভাগ করে দিতে চাইছে ৷ আর তাই আজ থেকে কংগ্রেস একটি গণতন্ত্রের এই পদ্ধতিতে বদল আনার লক্ষ্যে কাজ করবে ৷ কিন্তু, মনে রাখতে হবে কংগ্রেসের নীতি ভারতীয় সংবিধানের উপর নির্ভর করে গড়ে উঠেছে ৷ আর সেটাকে এ বার রক্ষা করতে হবে ৷’’

আরও পড়ুন: সামনেই কর্নাটকে নির্বাচন, দলিত সভাপতি খাড়গেকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্য কংগ্রেসের

এ দিন খাড়গের ভাষণে রাহুল গান্ধি এবং তাঁর ‘ভারত জোড়ো যাত্রা‘ প্রসঙ্গও উঠে আসে ৷ তিনি বলেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন ৷ তাঁদের সঙ্গে জনসংযোগ তৈরির চেষ্টা করছেন ৷ সেই সঙ্গে ভারতের যেসব মানুষ সরাসরি কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন না ৷ তাঁদের সঙ্গেও কথা বলছেন তিনি ৷

নয়াদিল্লি, 26 অক্টোবর: নয়াদিল্লি, 26 অক্টোবর: কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge Takes Oath as Congress President) ৷ কংগ্রেস সভাপতি পদে জয়ের পর শপথ নিলেন তিনি ৷ আর শপথ নিয়েই দলে যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার কথা বললেন তিনি ৷ জানালেন উদয়পুরে কংগ্রেসের ‘চিন্তন শিবিরে’র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 50 বছরের নিচে বয়স, এমন 50 শতাংশ নেতার জন্য কংগ্রেসের বিভিন্ন পদ সংরক্ষিত করে রাখা হবে ৷ আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করে কংগ্রেসকে নতুন দিশা দেখাতে সকলে সহযোগিতা চেয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

এ দিন শপথ নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান নবনিযুক্ত কংগ্রেস সভাপতি (Congress President) ৷ সেখানে গান্ধিজির সামধিস্থলে প্রণাম করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যান ৷ শপথগ্রহণে উপস্থিত ছিলেন বিদায়ী সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা ৷ এ দিন খাড়গে সভাপতি হিসাবে তাঁর প্রথম ভাষণে সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানান ৷ বলেন, ‘‘1998 সালের 15 জানুয়ারি সোনিয়াজি তাঁর প্রথম জনসভায় বলেছিলেন, তিনি তাঁর প্রথম রাজনৈতিক শিক্ষা কর্নাটক থেকে নিয়েছিলেন ৷ আর তাঁর রাজনীতি হল আত্মত্যাগ ৷ নিজস্বার্থ ও ক্ষমতার দম্ভকে দূরে রেখে কাজ করেছেন তিনি ৷’’

এর পরেই কেন্দ্রে বিজেপি সরকার ও আরএসএসকে সরাসরি নিশানা করেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি বলেন, ‘‘বর্তমানে আমাদের দেশ মিথ্যের রাজনীতি দেখছে ৷ বিজেপি ও আরএসএস ভারতে ভাগ করে দিতে চাইছে ৷ আর তাই আজ থেকে কংগ্রেস একটি গণতন্ত্রের এই পদ্ধতিতে বদল আনার লক্ষ্যে কাজ করবে ৷ কিন্তু, মনে রাখতে হবে কংগ্রেসের নীতি ভারতীয় সংবিধানের উপর নির্ভর করে গড়ে উঠেছে ৷ আর সেটাকে এ বার রক্ষা করতে হবে ৷’’

আরও পড়ুন: সামনেই কর্নাটকে নির্বাচন, দলিত সভাপতি খাড়গেকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্য কংগ্রেসের

এ দিন খাড়গের ভাষণে রাহুল গান্ধি এবং তাঁর ‘ভারত জোড়ো যাত্রা‘ প্রসঙ্গও উঠে আসে ৷ তিনি বলেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন ৷ তাঁদের সঙ্গে জনসংযোগ তৈরির চেষ্টা করছেন ৷ সেই সঙ্গে ভারতের যেসব মানুষ সরাসরি কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন না ৷ তাঁদের সঙ্গেও কথা বলছেন তিনি ৷

Last Updated : Oct 26, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.